Skip to main content

Posts

Showing posts from January 12, 2023

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

আরজি Plaint কাকে বলে? কি কি বিষয় উল্লেখ থাকে? আরজি ফেরত Return নাকচ প্রত্যাখান Rejection কাকে বলে ?

আরজি কাকে বলে? আরজিতে কি কি সকল বিষয় উল্লেখ থাকে? আরজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আরজি গ্রহণের প্রণালী কি? আরজি ফেরত এবং আরজি নাকচ বা প্রত্যাখান। আরজি ফেরত কাকে বলে? আরজি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি ফেরত সংক্রান্ত আরো তথ্য। আরজি প্রত্যাখ্যান বা নাকচ (Rejection) কাকে বলে? আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি প্রত্যাখ্যানের আবেদন না-মঞ্জুর করলে প্রতিকার কি? আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য কি? বাদী কর্তৃক আরজির সাথে কি কি কাগজপত্র দাখিল করবে? আরজি [Plaint] আরজি কাকে বলে? আরজি হলো বাদীর প্লিডিংস যেখানে বাদী তার দাবীর বিবরণ উল্লেখ করে এবং যা দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা হয় । দেওয়ানী কার্যবিধির ২৬ ধারায় এবং ৪ নং আদেশে বলা হয়েছে, 'প্রত্যেক দেওয়ানী মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত হতে পারে এ রকম অন্য কোন পদ্ধতিতে দায়ের করতে হবে'। আরজিতে কি কি সকল বিষয় উল্লেখ থাকে? আদেশ ৭, বিধি ১ অনুযায়ী দেওয়ানী মোকদ্দমা দায়ের করতে হলে প্রথমে যে ডকুমেন্টটি প্রস্তুত করতে হবে সেটা হলো আরজি। এই আরজিতে কি কি বিষয় অবশ...