Skip to main content

Posts

Showing posts from January 8, 2023

Video Article Preposition Phrase Clause

দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা Transfer of Civil Suits

দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা। কে মামলা স্থানান্তরের আবেদন করতে পারে? কোন কোন ক্ষেত্রে ২২ ধারা প্রযোজ্য? কখন মোকদ্দমা স্থানান্তরের আবেদন করতে হয়? ২২ ধারার অধীন বিবাদী কোথায় মোকদ্দমা স্থানান্তরের আবেদন করবে? স্থানান্তরের এবং প্রত্যাহারের আদালতের সাধারণ ক্ষমতা। ২৪ ধারায় কোন আদালত স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে? ২৪ ধারায় আদালত কি আদেশ দিতে পারে? কোন কারণে আদালত স্থানান্তরের বা প্রত্যাহারের আদেশ দিতে পারে? দেওয়ানী কার্যবিধির ২২ এবং ২৪ ধারার মধ্যে পার্থক্য কি? দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা-ধারা ২২ থেকে ২৪ দেওয়ানী কার্যবিধির ২২ থেকে ২৪ পর্যন্ত দেওয়ানী আদালতের ক্ষমতাকে নিম্নলিখিত ৩টি ভাগে ভাগ করা যায়: ১. যখন মোকদ্দমাটি একাধিক আদালতে দায়েরযোগ্য, তখন মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা [ধারা ২২] ২. মোকদ্দমা, আপীল বা অন্যকোন কার্যক্রম স্থানান্তরের সাধারণ ক্ষমতা [ধারা ২৪] ৩. মোকদ্দমা, আপীল বা অন্যকোন কার্যক্রম প্রত্যাহারের সাধারণ ক্ষমতা [ধারা ২৪] যে মোকদ্দমাটি একের অধিক আদালতে দায়েরযোগ্য তা স্থানান্তরের ক্ষমতা: কে মামলা স্থানান্তরের আবেদন করতে পারে? ২২ ধ