- Get link
- X
- Other Apps
দেওয়ানী কার্যবিধি কি ধরনের আইন? ধারা তাফসিল আদেশ এবং বিধি। দেওয়ানী কার্যবিধির কয়টি তফসিল আছে ও কি কি? ধারা, আদেশ এবং বিধিসমূহ কে সংশোধন করতে পারে? সুপ্রীম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। বিধি কাকে বলে? বিধি প্রণয়ন কমিটি কিভাবে গঠন করা হয়? দেওয়ানী কার্যবিধির প্রাথমিক আলোচনা দেওয়ানী কার্যবিধি কি ধরনের আইন? দেওয়ানী কার্যবিধি একটি পদ্ধতিগত আইন [Procedural Law]। দেওয়ানী মোকদ্দমার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানী কার্যবিধি। এই আইনে দেওয়ানী মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানী কোর্টসমূহ কোন পদ্ধতি অনুসরণ করবে, মোকদ্দমার পক্ষসমূহ কিভাবে মোকদ্দমা দায়ের করবে, মোকদ্দমার আরজি এবং লিখিত জবাব দাখিল করবে, সমন জারি, পক্ষসমূহের শুনানীর সময় উপস্থিতি, মোকদ্দমার শুনানী, রায় ঘোষণা, ডিক্রি জারি এবং বলবৎকরণ, আপীল, রিভিশন এবং রিভিউ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। তাই এটি একটি পদ্ধতিগত আইন | দেওয়ানী কার্যবিধিতে ধারা ১৫৮টি। মোট অর্ডার বা আদেশ ৫১টি। দেওয়ানী কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় ১৮৫৯ সালে। দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ সালের ৫ নং আইন। আইনটি প্রণয়ন করা হয় ১৯...