- Get link
- X
- Other Apps
বার কাউন্সিল ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৯ Part 9
প্রশ্ন: নিম্নবর্ণিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পক্ষ যে প্রতিকার পেতে পারেন তা সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করুন:
ক. মামলা শুনানীর নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত কিন্তু বাদী উপস্থিত না থাকায় মামলা খারিজ হলে।
খ. মামলা শুনানীর তারিখে অসুস্থতার কারণে বিবাদী অনুপস্থিত থাকায় বাদীর অনুকূলে একতরফা ডিক্রী হলে।
গ. বাদীর অনুকূলে মামলার ডিক্রী হওয়ার পর আদালতের প্রস্তুতিকৃত ডিক্রীতে ভুল থাকলে।
ঘ. বিবাদীর জবাব সংশোধনের দরখাস্ত নামঞ্জুর হলে। - বিজেএস পরীক্ষা, ২০১০।
উত্তর:
ক. মামলা শুনানীর নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত কিন্তু বাদী উপস্থিত না থাকায় মামলা খারিজ হলে।
মোকদ্দমা খারিজের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বাদীর প্রতিকার:
মোকদ্দমা শুনানীর নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত কিন্তু বাদী উপস্থিত না থাকায় দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ৮ বিধির অধীন মোকদ্দমাটি খারিজ হলে, সংক্ষুব্ধ বাদী-
i. মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের জন্য ৯ আদেশের ৯ বিধির অধীন আবেদন করতে পারে;
বা
ii. মোকদ্দমা খারিজ আদেশটি সরাসরি বাতিলের জন্য ৯ আদেশের ৯ক বিধির অধীন আবেদন করতে পারে;
কিন্তু বাদী একই কারণের ভিত্তিতে নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবেনা। মোকদ্দমা খারিজ আদেশ বাতিল বা সরাসরি বাতিলের আবেদন ৩০ দিনের মধ্যে করতে হবে। ৯ক বিধির অধীন খারিজ আদেশ সরাসরি রদের জন্য হলফনামা সহকারে আবেদন করতে হবে এবং ১০০০ টাকা খরচ দাখিল করতে হবে।
খ. মামলা শুনানীর তারিখে অসুস্থতার কারণে বিবাদী অনুপস্থিত থাকায় বাদীর অনুকূলে একতরফা ডিক্রী হলে।
একতরফা ডিক্রির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত বিবাদীর প্রতিকার:
মামলা শুনানীর তারিখে অসুস্থতার কারণে বিবাদী অনুপস্থিত থাকায় দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ১৩ বিধির অধীন বাদীর অনুকূলে প্রদত্ত একতরফা ডিক্রীর বিরুদ্ধে বিবাদী নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে পারে
i. দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ১৩ বিধির অধীন একতরফা ডিক্রি রদের আবেদন করতে পারে। বা
ii. দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ১৩ক বিধির অধীন একতরফা ডিক্রি রদের সরাসরি আবেদন করতে পারে।
iii. ৯৬ ধারা অনুসারে, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপীল করতে পারবে।
একতরফা ডিক্রি রদ বা একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন ৩০ দিনের মধ্যে করতে হবে। ৯ আদেশের ১৩ বিধির অধীন একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন করার ক্ষেত্রে হলফনামা সহকারে এবং ৩০০০ টাকা খরচসহ করতে হবে।
গ. বাদীর অনুকূলে মামলার ডিক্রী হওয়ার পর আদালতের প্রস্তুতিকৃত ডিক্রীতে ভুল থাকলে।
প্রস্তুতকৃত ডিক্রীতে ভুল সংশোধন দেওয়ানী কার্যবিধির ১৫২ ধারা অনুসারে বাদী উক্ত ডিক্রী সংশোধনের আবেদন করতে পারবে। ১৫২ ধারা অনুসারে, রায়, ডিক্রি বা আদেশে করণিক বা গাণিতিক ভুল অথবা কোন আকস্মিক ভ্রান্তি বা বিচ্যুতির কারণে কোন ভুল হলে যে কোন সময় আদালত নিজ উদ্যোগে কিংবা কোন পক্ষের আবেদনে তা শুদ্ধ বা সংশোধন করতে পারে।
ঘ. বিবাদীর জবাব সংশোধনের দরখাস্ত নামঞ্জুর হলে।
জবাব সংশোধনের আবেদন না-মঞ্জুরের বিরুদ্ধে ফলাফল:
দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধির অধীন প্লিডিংস তথা বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব সংশোধনের আবেদন মঞ্জুর বা না-মঞ্জুর করে প্রদত্ত আদেশ আপীলঅযোগ্য আদেশ এবং এই কারণে আপীল দায়ের করা যাবেনা। সুতরাং, বিবাদীর জবাব সংশোধনের দরখাস্ত নামঞ্জুর করার আদেশের বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারা অনুসারে রিভিশন দায়ের করা যেতে পারে। সুতরাং বিবাদী রিভিশন দায়ের করতে পারে।
প্রশ্ন: কখন দেওয়ানী আদালত কোনো মোকদ্দমায় একতরফা নিষ্পত্তিতে অগ্রসর হতে পারে? -বিজেএস পরীক্ষা, ২০১৮
অথবা
প্রশ্ন: দেওয়ানি আদালত কখন একতরফা ডিক্রি প্রদান করতে পারে? -বিজেএস পরীক্ষা, ২০১১
উত্তর:
যেক্ষেত্রে দেওয়ানী আদালত একতরফা ডিক্রি দিতে পারে:
দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ৬ (১) বিধিতে উল্লিখিত কারণের দেওয়ানী আদালত একতরফা ডিক্রি দিতে পারে। ৬(১) বিধি অনুসারে, যেক্ষেত্রে মোকদ্দমার শুনানীর জন্য নির্ধারিত দিনে বাদী হাজির হয় কিন্তু বিবাদী হাজির হয়না, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়েছিল, তাহলে আদালত মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তিতে অগ্রসর হতে পারে।
মোকদ্দমা একতরফা নিষ্পত্তিতে শর্তসমূহ:
i. শুনানীর জন্য নির্ধারিত দিনে বাদীকে হাজির হতে হবে;
ii. বিবাদীর বরাবর সমন যথাযথভাবে জারি করতে হবে কিন্তু
iii. বিবাদী শুনানীর জন্য নির্ধারিত দিনে হাজির হয়নি।
উপরে উল্লিখিত শর্তসমূহ পূরণ হলে, শুধুমাত্র সেই ক্ষেত্রে একতরফা ডিক্রি প্রদান করতে পারে।
প্রশ্ন: কে একতরফা ডিক্রি বাতিলের জন্য আবেদন করতে পারে? -বিজেএস পরীক্ষা ২০১৮
উত্তর:
যে একতরফা ডিক্রি বাতিলের আবেদন করতে পারে:
সংক্ষুব্ধ বিবাদী একরতরফা ডিক্রি বাতিলের আবেদন করতে পারে। দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ১৩(১) বিধি অনুসারে, কোন মোকদ্দমায় যে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদান করা হয়েছে, সে উক্ত একতরফা ডিক্রি বাতিলের জন্য যে আদালত এমন একতরফা ডিক্রি প্রদান করেছে সেই আদালতে আবেদন করতে পারে।
দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ১৩ বিধির অধীন যে বিবাদী বা বিবাদীগণ একতরফা ডিক্রি বাতিলের আবেদন করতে পারে সাধারণত সেই বিবাদী/বিবাদীগণের বিরুদ্ধে একতরফা ডিক্রি বাতিল করা যায়। কোন মোকদ্দমায় সকল বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদত্ত হতে পারে বা কতিপয় বিবাদীর মধ্যে যে কোন এক বা একাধিক বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদত্ত হতে পারে। যেক্ষেত্রে একতরফা ডিক্রিটি এমন প্রকৃতির যে, ডিক্রিটি শুধুমাত্র যে বিবাদীর বিরুদ্ধে প্রদত্ত হয় শুধুমাত্র তার বিরুদ্ধে বাতিল করা যায় না, উক্ত ক্ষেত্রে আদালত সকল বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি বাতিল করতে পারে।