- Get link
- X
- Other Apps
বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৮
প্রশ্ন: সেট-অফ (set-off) বলতে কি বুঝেন? অনুরুপ ওজর কখন তোলা যায়? বাদীর মামলার দাবীর গুণাগুন বিচারে এর আইনগত মূল্য কতটুকু? দেওয়ানী কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে উদাহরণসহ আলোচনা করুন। - বিজেএস পরীক্ষা, ২০০৮
উত্তর:
পারস্পরিক দায়শোধ [Set off] অৰ্থ:
পারস্পরিক দায়শোধ বা দাবী সনম্বয় অর্থ হলো অর্থের মোকদ্দমায় একটি দাবীর বিরুদ্ধে অন্য একটি দাবী উত্থাপন করা এবং সেটা পারস্পরিক পরিশোধ করা। অর্থ আদায়ের মোকদ্দমায় এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে বাদী ও বিবাদী প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে অর্থ দাবী করতে পারে বা উভয় পক্ষ একে অপরের নিকট পাওনা দাবী করতে পারে। উক্ত ক্ষেত্রে উভয়ের পাওনা সমন্বয়ের প্রশ্ন ওঠে। ঋণের মাধ্যমে যেক্ষেত্রে দুইজন ব্যক্তি একে অন্যের পারস্পরিক দেনাদার এবং একই সাথে একে অন্যের পারস্পরিক পাওনাদার, সেই ক্ষেত্রে পারস্পরিক দেনা-পাওনা সমন্বয়ের মাধ্যমে বা সেট-অফের মাধ্যমে ঋণ বিলুপ্ত করা হয়। যেক্ষেত্রে বাদী এবং বিবাদীর মধ্যে পারস্পরিক ঋণ থাকে, সেই ক্ষেত্রে একটি ঋণ অন্য ঋণের বিপরীতে পরিশোধ করা যেতে পারে।। সেট-অফ হলো বিবাদীর আত্মপক্ষ সমর্থনে অজুহাত।
সেট-অফের ওজর যখন তোলা যায়:
৮ আদেশের ৬ (১) বিধি অনুসারে, সেট-অফের দাবী অবশ্যই প্রথম শুনানীর সময় উত্থাপন করতে হবে যদিনা আদালত পরবর্তীতে এমন ওজর উত্থাপনের অনুমতি প্রদান করে। অর্থাৎ আদালতের অনুমতি নিয়ে প্রথম শুনানীর পরও সেট-অফের দাবী বা ওজর উত্থাপন করা যাবে। যেক্ষেত্রে প্রথম শুনানীর সময় সেট-অফের দাবী উত্থাপন করা হয়নি, পরবর্তীতে অতিরিক্ত লিখিত জবাবে সেট-অফের দাবী উত্থাপন গ্রহণযোগ্য নয়। উদাহরণ: 'ক' একটি বিল অব এক্সচেঞ্জ [Bill of Exchange] বাবদ ৫০০ টাকার জন্য 'খ' এর বিরুদ্ধে মোকদ্দমা দাখিল করে । 'খ' 'ক' এর বিরুদ্ধে তার পূর্বেই ১০০০ টাকার ডিক্রি লাভ করেছিল । দুইটি দাবির আর্থিক পরিমাণ সুনির্দিষ্ট হওয়ায়, তা পারস্পরিক পরিশোধ যোগ্য।
বাদীর মামলার দাবীর গুণাগুন বিচারে এর আইনগত মূল্য?
বাদীর মামলার দাবীর গুনাগুন বিবাদীর Set-off এর দাবী প্রভাবিত করেনা। মামলায় বাদীর দাবীর কোন গুনাগুন না থাকলেও, উক্ত কারণে বিবাদীর Set-off এর দাবীর কোন আইনত মূল্য নেই এমনটা বলা যায়না। যেক্ষেত্রে বিবাদী সেট-অফ দাবী করে, সেইক্ষেত্রে বিবাদী যতটুকু অর্থ দাবী করে ততটুকু দাবীর ক্ষেত্রে বিবাদী বাদীর স্থানে অধিষ্ট হয়। এই ক্ষেত্রে দুইটি মোকদ্দমা বিদ্যমান থাকে যথা (১) বাদী কর্তৃক বিবাদীর বিরুদ্ধে এবং (২) বিবাদী কর্তৃক বাদীর বিরুদ্ধে এবং উভয় মোকদ্দমা একত্রে বিচার করা হয়। সেট-অফের ক্ষেত্রে পৃথক মোকদ্দমা নম্বর প্রদান করা হয় না। যেক্ষেত্রে বাদী হাজির হয় না এবং তার মোকদ্দমা ব্যর্থতার কারণে খারিজ হয় বা যেক্ষেত্রে বাদী তার মোকদ্দমা প্রত্যাহার করে নেয় বা বাদী মোকদ্দমার বিচারে তার দাবী প্রমাণ করতে ব্যর্থ হয় এবং তার মোকদ্দমা খারিজ হয়, এমন খারিজ বিবাদী কর্তৃক সেট-অফের দাবীকে প্রভাবিত করেনা এবং বিবাদীর অনুকূলে ডিক্রি প্রদান করা যেতে পারে যদি সে তার সেট-অফের দাবী প্রমাণ করতে সক্ষম হয়। অর্থাৎ, বাদীর ব্যর্থতার কারণে মোকদ্দমা খারিজ হলেও, তা বিবাদীর সেট-অফের প্রতিকারকে বারিত করে না এবং সেট-অফ বিষয়ে বিবাদীর অনুকূলে ডিক্রি দিতে কোন বাধা সৃষ্টি করেনা। সুতরাং বাদীর মামলার গুণাগুন বিচারে বাদীর মামলাটি খারিজ হলেও, উক্ত খারিজ বিবাদীর সেট-অফের দাবীকে প্রভাবিত করেনা।
প্রশ্ন: Set-off এর শর্তসমূহ ব্যাখ্যা করুন। Legal Set-off এবং Equitable set-off এর মধ্যকার পার্থক্য লিখুন। -বিজেএস পরীক্ষা, ২০২১
উত্তর:
Set-off এর শর্তসমূহ:
দেওয়ানী কার্যবিধির ৮ আদেশের ৬ বিধির অধীন বিবাদী পারস্পরিক দায় শোধের আবেদন করতে পারে। বিবাদী বাদীর বিরুদ্ধে পারস্পরিক দায় শোধের বা সমন্বয়ের আবেদন করতে পারে অর্থের মামলায়। অর্থাৎ বাদী যদি বিবাদীর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করে, তবে বাদীর দাবীকৃত অর্থের সাথে বিবাদীর দাবীকৃত অর্থের সমন্বয় করার জন্য বিবাদী লিখিত আবেদন করতে পারে। ৮ আদেশের ৬ বিধি legal set-off নিয়ে আলোচনা করা হয়েছে যেটা শুধুমাত্র নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে প্রযোজ্য ।
বিবাদী কর্তৃক Set-off এর ক্ষেত্রে নিম্নলিখিত শর্তপূরণ করতে হবে-
১. মোকদ্দমাটি অর্থ আদায়ের মোকদ্দমা হতে হবে;
২. অর্থের পরিমান নির্দিষ্ট হতে হবে;
৩. অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে;
৪. অর্থ অবশ্যই বিবাদী বা বিবাদীগণ (একাধিক বিবাদী থাকলে) কর্তৃক আদায়যোগ্য হতে হবে:
৫. বিবাদী কর্তৃক বাদী বা বাদীগণের (একাধিক বাদী থাকলে) নিকট হতে অর্থ আদায়যোগ্য হতে হবে;
৬. দাবিকৃত অর্থ আদালতের আর্থিক এখতিয়ারভুক্ত হতে হবে;
৭. বিবাদীর পারস্পরিক দায় শোধের দাবীতে বাদীর মোকদ্দমার ন্যায় উভয়পক্ষ একই বৈশিষ্ট্য পরিপূর্ণ করবে;
৮. বিবাদী পারস্পরিক দায়শোধের দাবী প্রথম শুনানীর সময় করবে যদিনা আদালত পরবর্তীতে দায়েরের জন্য অনুমতি দেয়।
আইনানুগ পারস্পরিক দায় শোধ [legal set-off] এবং ন্যায়সঙ্গত দাবী সমন্বয় [Equitable set-off] এর মধ্যে পার্থক্য:
১. আদেশ:
দেওয়ানী কার্যবিধির ৮ আদেশের ৬ বিধিতে legal set-off নিয়ে আলোচনা করা হয়েছে। অন্যদিকে ২০ আদেশের ১৯(৩) বিধিতে Equitable set-off স্বীকৃতি দেওয়া হয়েছে।
২. অর্থের প্রকৃতি:
legal set-off নির্দিষ্ট অর্থের দাবীর ক্ষেত্রে এবং অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে Equitable set-off দাবী করা যেতে পারে।
৩. অধিকার :
legal set-off আইনগত অধিকার হিসাবে বিবাদী দাবী করতে পারে এবং আদালত মঞ্জুর করতে বাধ্য। কিন্তু Equitable set-off আইনগত অধিকার হিসাবে বিবাদী দাবী করতে পারেনা এবং আদালত মঞ্জুর করতে বাধ্য না।
৪. একই লেনদেন:
legal set-off এর ক্ষেত্রে একই লেনদেন বা কার্যধারা হতে দাবীর উদ্ভব হওয়ার প্রয়োজন নেই। কিন্তু Equitable set off মঞ্জুর করা যেতে পারে, শুধুমাত্র যেক্ষেত্রে দাবী একই লেনদেন হতে উদ্ভব হয়।
৫. আইনত আদায়যোগ্যতা:
legal set-off এ ক্ষেত্রে দাবীকৃত অর্থ অবশ্যই আইনত আদায়যোগ্য হতে হবে এবং তামাদিতে বারিত হবেনা। যেক্ষেত্রে পক্ষগণের মধ্যে বিশ্বাসের সম্পর্ক থাকে সেক্ষেত্রে Equitable set off আকারে দাবীকৃত অর্থ তামাদিতে বারিত হওয়ার পরও Equitable set off দাবি করা যেতে পারে।
৬. কোর্ট ফি:
legal set off এর ক্ষেত্রে কোর্ট ফি পরিশোধ করতে হয়, যেখানে Equitable set off এর ক্ষেত্রে কোন কোর্ট ফি পরিশোধ করার প্রয়োজন নেই।