- Get link
- X
- Other Apps
বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৭
প্রশ্ন: The Code of Civil Procedure, 1908 অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করুন। -বিজেএস পরীক্ষা, ২০২১
অথবা
প্রশ্ন: দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতিসমূহ বিস্তারিত আলোচনা করুন। - বিজেএস পরীক্ষা,২০১১
উত্তর:
বিবাদীর প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতি:
১. ব্যক্তিগতভাবে বা সরাসরি সমন জারি-
৫ আদেশের ১০ থেকে ১৬ বিধি ও ১৮ বিধিতে ব্যক্তিগতভাবে বা সরাসরি বিবাদীর প্রতি সমন জারি বিষয়ক বিধান করা হয়েছে। নিম্নলিখিত পদ্ধতিতে ব্যক্তিগতভাবে বা সরাসরি সমন জারি করা যায়-
I. সকল সম্ভাব্য ক্ষেত্রে, বিবাদীর প্রতি ব্যক্তিগতভাবে বা তার অনুমোদিত প্রতিনিধির প্রতি সমন জারী করতে হবে [বিধি ১০]। বিবাদীর সংখ্যা একাধিক হলে, প্রত্যেক বিবাদীর প্রতি সমন জারি করতে হবে [বিধি ১১]
II. যেক্ষেত্রে বিবাদী অনুপস্থিত থাকে এবং তার পক্ষে সমন গ্রহণ করার কোন ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি না থাকলে তার সাথে বসবাসকারী পরিবারের কোন প্রাপ্ত বয়স্ক সদস্যের প্রতি সমন জারী করতে হবে [বিধি ১৫]।
III. সমন প্রদানকারী আদালতের এখতিয়ারভুক্ত সীমানার মধ্যে বসবাস করে না এমন কোন বিবাদীর বিরুদ্ধে ব্যবসা বা কার্য সংক্রান্ত মোকদ্দমায় এমন ব্যবসা বা কার্য পরিচালনাকারী ম্যানেজার বা প্রতিনিধির প্রতি সমন জারি করা যেতে পারে [বিধি ১৩]।
IV. স্থাবর সম্পত্তির মোকদ্দমায় যদি সমন বিবাদীর প্রতি ব্যক্তিগতভাবে বা সরাসরি জারি করা না যায় এবং সমন গ্রহণের জন্য বিবাদীর ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি না থাকলে সম্পত্তির ভারপ্রাপ্ত যে কোন প্রতিনিধির উপর সমন জারী করা যাবে [বিধি ১৪] ।
উপরে উল্লেখিত সকল ক্ষেত্রে সমনের একটি কপি অর্পণ বা দাখিল করার মাধ্যমে সমন জারি করতে হবে। যেক্ষেত্রে সমনজারীকারক কর্মকর্তা বিবাদীকে ব্যক্তিগতভাবে বা তার প্রতিনিধি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তির নিকট সমন অর্পণ বা দাখিল করে, যে ব্যক্তির নিকট এমন সমন অর্পণ বা দাখিল করা হলো, সে প্রাপ্তিস্বীকারমূলক স্বাক্ষর প্রদান করবে।
২. আদালতের মাধ্যমে সমন: বিধি ৯
আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাসরত বিবাদীর প্রতি আদালতের কর্মকর্তার মাধ্যমে বা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন প্রেরণ করতে হবে। বর্তমানে আদালত ফ্যাক্স বার্তা বা ই-মেইল এর মাধ্যমে বাদীকে নিজ খরচে সমন প্রেরণ করতে পারে। যেক্ষেত্রে বিবাদী আদালতের এখতিয়ারের বাইরে বসবাস করে, উক্ত ক্ষেত্রে বিবাদী যে আদালতের এখতিয়ারাধীন বসবাস করে, উক্ত আদালতের কর্মকর্তা দ্বারা বিবাদী বরাবর সমন প্রদান করতে হবে।
৩. বাদী কর্তৃক সমন জারী: বিধি ৯ক
আদালত কর্তৃক সমন জারীর অতিরিক্ত হিসাবে আদালত বাদী কর্তৃক সমন জারীর জন্য বাদীকে সমন প্রদান করতে পারে।
৪. বিকল্প সমন জারি: বিধি ১৭, ১৯ থেকে ২০
বিকল্প সমন জারি অর্থ হলো সাধারণ পদ্ধতির বিকল্প হিসাবে সমন জারি করা। বিকল্প সমন জারির ২টি পন্থা আছে ।
I.যেক্ষেত্রে বিবাদী বা তার প্রতিনিধি প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করে;
II.যেক্ষেত্রে সমনজারীকারক কর্মকর্তা সমন জারির সময় বসবাসের স্থান হতে অনুপস্থিত বিবাদীকে 'যথাযথ নিষ্ঠার’ পরও খুঁজে পায় না এবং তাকে খুঁজে পাওয়ার কোন সম্ভাবনা নেই এবং তার কোন ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি নেই যার নিকট সমন অর্পণ করা হবে, উক্ত ক্ষেত্রে-
ক. বিবাদীর গৃহের কোন প্রকাশ্য স্থানে বা
খ. যে-গৃহে বিবাদী সর্বশেষ বসবাস করেছে বা ব্যবসা করেছে বলে জানা যায়, সেই গৃহের কোনো প্রকাশ্য স্থানে সমনের একটি নকল লটকাইয়া জারি করার জন্য আদালত আদেশ দিতে পারে।
অতপর, সমনজারীকারক কর্মকর্তা সমনের মুল কপিটা সমন প্রদানকারী আদালতের নিকট ফেরত পাঠাবে একটি বিবৃতি দিয়ে যে, সে কোন প্রেক্ষাপটে বিকল্প উপায়ে সমন জারী করেছে এবং যে ব্যক্তির মাধ্যমে বাড়িটি সনাক্ত করা হয়েছে তার নাম ও ঠিকানা লিখে এবং কার উপস্থিতিতে সমনটি লটাকানো হয়েছিল, সেটা উক্ত চিঠিতে উল্লেখ থাকতে হবে।
৫. পোস্টের মাধ্যমে সমন প্রদান:
যেক্ষেত্রে বিবাদী বা তার এজেন্ট কর্তৃক স্বাক্ষরিত বলে অভিহিত কোন প্রাপ্তিস্বীকার আদালত গ্ৰহণ করে বা যেক্ষেত্রে বিবাদী বা তার এজেন্ট সমন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, সেই ক্ষেত্রে আদালত সমনটি যথাযথভাবে জারি হয়েছে মর্মে ঘোষণা করবে। যেক্ষেত্রে সমন যথাযথভাবে ঠিকানাযুক্ত, পরিশোধিত এবং রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে যথাযথভাবে প্রেরিত এবং বিবাদী বা তার প্রতিনিধি কর্তৃক প্রাপ্তি স্বীকৃত কিন্তু প্রাপ্তিস্বীকার হারিয়ে গেছে বা ৩০ দিনের মধ্যে আদালত গ্রহণ করেনি, উক্ত ক্ষেত্রেও সমন যথাযথভাবে জারি হয়েছে বলে আদালত ঘোষণা প্রদান করবে।
প্রশ্ন: বিকল্প পদ্ধতিতে সমন জারির ফলাফল নির্ণয় করুন। সমন এর পরিবর্তে কখন পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো যায়?- বিজেএস পরীক্ষা ২০২১
উত্তর:
বিকল্প পদ্ধতিতে সমন জারির ফলাফল :
দেওয়ানী কার্যবিধির ৫ আদেশের ২০ বিধিতে বলা হয়েছে, আদালতের আদেশক্রমে সমন জারী বিকল্পভাবে হলে তা বিবাদীর উপর ব্যক্তিগতভাবে জারীর ন্যায়ই কার্যকর হবে। অর্থাৎ, বিবাদীর বরাবর ব্যক্তিগতভাবে সমন জারী করলে যেভাবে উক্ত সমন কার্যকর হতো, বিকল্প পদ্ধতিতে সমন জারী করলে, তা বিবাদীর প্রতি সমন ব্যক্তিগতভাবে জারী করা হয়েছে মর্মে গণ্য হবে ।
সমন এর পরিবর্তে পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো:
যেক্ষেত্রে বিবাদী বা তার এজেন্ট কর্তৃক স্বাক্ষরিত বলে অভিহিত কোন প্রাপ্তিস্বীকার আদালত গ্রহণ করে বা যেক্ষেত্রে বিবাদী বা তার এজেন্ট সমন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, সেই ক্ষেত্রে আদালত সমনটি যথাযথভাবে জারি হয়েছে মর্মে ঘোষণা করবে। যেক্ষেত্রে সমন যথাযথভাবে ঠিকানাযুক্ত, পরিশোধিত এবং রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে যথাযথভাবে প্রেরিত এবং বিবাদী বা তার প্রতিনিধি কর্তৃক প্রাপ্তি স্বীকৃত কিন্তু প্রাপ্তিস্বীকার হারিয়ে গেছে বা ৩০ দিনের মধ্যে আদালত গ্রহণ করেনি, উক্ত ক্ষেত্রেও সমন যথাযথভাবে জারি হয়েছে বলে আদালত ঘোষণা প্রদান করবে।
প্রশ্ন: ঢাকার একটি আদালত X এর দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন। কিন্তু X সমন মোতাবেক আদালতের উক্ত আদেশ পালনে ব্যর্থ হন। আদালত X কে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে পদক্ষেপ নিতে পারেন কি? The Code of Civil Procedure, 1908 এর প্রাসঙ্গিক বিধি উল্লেখে উত্তর দিন। - বিজেএস পরীক্ষা, ২০২১
উত্তর:
দলিল উপস্থাপনে বাধ্য করতে পদক্ষেপ:
আদালত X কে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে দেওয়ানী কার্যবিধির ৩২ ধারা ও ১৬ আদেশের ১০ বিধি অনুসারে, নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারে, যথা:
১. হুলিয়া জারি করতে পারে-
দেওয়ানী কার্যবিধির ১৬ আদেশের ১০ বিধি অনুসারে, সাক্ষ্যদান বা উক্ত দলিল উপস্থাপনের জন্য উক্ত ব্যক্তিকে সমনে উল্লিখিত সময় এবং স্থানে হাজির হতে হুলিয়া জারি করতে পারে। উক্ত হুলিয়ার কপি উক্ত ব্যক্তি যে স্থানে বসবাস করে সেই স্থানের বহির্দ্বারে বা অন্য প্রকাশ্য স্থানে লটকাইয়া দিতে হবে।
২. গ্রেফতারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা-
উক্ত হুলিয়ার পরিবর্তে বা সেটা জারী করার সময়ে বা পরে যে কোন সময় আদালত ইচ্ছামত উক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য জামিনের শর্তসহ বা জামিন ব্যতিরেকে পরোয়ানা পাঠাতে পারবে।
৩. সম্পত্তি ক্রোক এবং বিক্রয়ের আদেশ-
আদালতের বিবেচনামতে উক্ত ব্যক্তির সঙ্গত পরিমাণ সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করার আদেশ দিতে পারবে।
৪. জরিমানা দাখিলের আদেশ-
উক্ত ব্যক্তির হাজিরার জন্য জরিমানা অনধিক ৫০০ টাকা দাখিলের জন্য আদেশ দিতে পারে এবং উক্ত জরিমানা পরিশোধে ব্যর্থতার জন্য দেওয়ানী কারাবাসের আদেশ দিতে পারে।