- Get link
- X
- Other Apps
কিভাবে থানায় সাধারণ ডায়েরি বা জিডি লিখতে হয় General Diary GD Drafting
পাসপোর্ট হারানোর জি.ডি. ড্রাফটিং
ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা,
.....থানা,
জেলা….
বিষয়-পাসপোর্ট হারানোর জি.ডি. এন্ট্রিকরণ প্রসঙ্গে।
জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী, পিতা -..… সাং..... উপজেলা.... ..জেলা- এমর্মে আবেদন করছি যে, গত ইং.....তারিখে নিজ বাড়ী হতে বাসযোগে ঢাকা যাওয়ার পথে অসাবধানতাবশত আমার একখানা বাংলাদেশী পাসপোর্ট যার নং...হারিয়ে গিয়েছে। উক্ত পাসপোর্ট কোন প্রতারকের হাতে পড়লে উহা দ্বারা যে কোন প্রতারণামূলক কাজ করতে পারে। কাজেই এই ব্যাপারে একটি জি.ডি. হওয়া আবশ্যক।
অতএব প্রার্থনা যে, উক্ত বিষয়টি আপনার থানায় জি.ডি. এন্ট্রি করতে মর্জি হয়।
ইতি....
নিবেদক...
রাইসুল ইসলাম
তাং ইং..
স্বাক্ষর
ঠিকানা...
মারধর ও জীবন নাশের হুমকী প্রদানের জি.ডি. ড্রাফটিং
বরাবর,
ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা,
থানা-....
জেলা....
বিষয়-মারধর ও জীবন নাশের হুমকী প্রদান করায় জি.ডি. এন্ট্রি প্রসঙ্গে।
জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী, পিতা.. সাং-....উপজেলা-....জেলা-.....এ মর্মে আবেদন করছি যে, জমিজমা সংক্রান্ত বিরোধ থাকার কারণে ইংরেজী-....বিকাল অনুমান ৫ ঘটিকার সময় (১) 'ক', পিতা...(২) 'খ' পিতা...(৩) 'গ' পিতা...(8) ‘ঘ’ পিতা...সর্ব সাং ....উপজেলা... ও জেলা-...পূর্বপরিকল্পিতভাবে লাঠি ও বল্লম নিয়ে আমার বসতবাড়ির সম্মুখে রাস্তায় এসে আমাকে পেয়ে উল্লেখিত 'ক' এবং 'খ' ব্যক্তি আমার শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও বল্লম দিয়ে আঘাতের মাধ্যমে জখম করে। আমার ডাক চিৎকারে সাক্ষী (১)..... পিতা-.... (২)..... পিতা-....(৩)..... পিতা-....(৪)..... পিতা-....সর্ব সাং ....উপজেলা... ও জেলা-...ঘটনাস্থলে এসে আমাকে রক্ষা করে। উল্লেখিত ব্যক্তিগণ চলে যাওয়ার সময় সাক্ষীদের সম্মুখে আমাকে জীবন নাশের হুমকী দেয়। উল্লেখিত ব্যক্তিগণ সুযোগমত যে কোন সময় আমার প্রাণ নাশ করতে পারে। এ ব্যাপারে আপাতত কোন মামলা করছি না।
এমতাবস্থায় প্রার্থনা যে, উল্লেখিত বিষয়টি আপনার থানায় জি.ডি. এন্ট্রি করে যথাবিহীত ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
ইতি
নিবেদক
মোশাররফ হোসেন
স্বাক্ষর.....
তারিখ
ঠিকানা....
অপহরণ, উত্যক্তকরণ ও প্রাননাশের হুমকির জিডি ড্রাফটিং
তারিখঃ ১৪ জানুয়ারী, ২০১৩ ইং
বরাবর,
অফিসার ইনচার্জ
গুলশান থানা, ঢাকা- ১২১২।
বিষয়ঃ অপহরণ, উত্যক্তকরণ ও প্রাননাশের হুমকি প্রদান করায় সাধারণ ডায়েরী (জি.ডি) করার জন্য আবেদন।
জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারিণী, পিতা.... মাতা...বর্তমান ঠিকানা...ঢাকা .… আপনার থানায় হাজির হয়ে এই মর্মে একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করার জন্য আবেদন করতেছি যে, বিগত ১৯ জানুয়ারি ২০০২ ইং তারিখে মোঃ-------, বিবাহকালীন ঠিকানা-...বর্তমান ঠিকানা....এর সাথে আমার বিবাহ সম্পন্ন হয়। বিবাহের ২ (দুই) বছর পর বিগত ২০০৪ ইংরেজী তারিখে আমরা একটি পুত্র সন্তান লাভ করি। এর কিছুদিন পর হঠাৎ করে সে যুক্তরাজ্য চলে যায় এবং আমার সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয়। উপরন্তু, সে আমার কিংবা আমার শিশু বাচ্চার কোন খোরপোষেরও ব্যবস্থা করে দেয় নাই। আমি নানাভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই এবং এ ব্যাপারে তার পরিবারের (আমার শ্বশুরবাড়ী) নিকট থেকে কোনরূপ সাহায্য বা আশ্বাস পাইনি। এভাবে প্রায় দীর্ঘ ৬ (ছয়) বছর অতিবাহিত হওয়ার পর সে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করে এবং অত্যন্ত রুক্ষভাবে আমার সাথে আচরণ করে এবং আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। উল্লেখ্য যে, জন্ম থেকে আজ অব্দি ছেলেটি আমার তত্ত্বাবধানে রয়েছে এবং সে (-----স্বামীর নাম----) কখনও আমাদেরকে এক পয়সাও খোরপোষ দেয় নাই। আমি তার এ অন্যায় দাবি মেনে নিতে অস্বীকৃতি জানাই। পরবর্তীতে সে, তার পিতা ও তার বন্ধু-বান্ধব অনবরত আমাকে হুমকি ও উত্যক্ত করে আসছিল। উল্লেখ্য যে, ০১৯৫ ......নম্বর হতে অসংখ্যবার ক্ষুদেবার্তা ও ফোনকলের মাধ্যমে সে ও তার বন্ধুরা আমাকে ও আমার বাবাকে হত্যা করা সহ আমার ছেলেকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। পাশাপাশি সে আমার কর্মস্থলে আমাকে উত্যক্ত করবে, আমাকে শান্তিতে বাঁচতে দিবে না ও হত্যা করবে মর্মে নানাভাবে হুমকিও দেয়। এহেন অবস্থা চলতে থাকলে আমি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই এবং বিগত-----২০১২ ইংরেজী তারিখে আমি তাকে তালাক দেই। এরপর থেকে সে আমাকে উত্যক্ত করার মাত্রা আরও বাড়িয়ে দেয়। আমাকে ও আমার বাবাকে শীঘ্রই হত্যা করে আমার ছেলেকে তুলে নিয়ে যাবে মর্মে আমাকে অনবরত হুমকি দিতে থাকে। সে নানা মাধ্যমে আমাকে উত্ত্যক্ত করা অব্যহত রেখেছে এবং বারবার আমাকে, আমার পরিবারের সদস্যদের হত্যা, গুম করাসহ আমার সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। ফলশ্রুতিতে আমরা নিরাপদে ঘর থেকে বের হতে পারছি না, আমার সন্তানের নিশ্চিত্তে স্কুল ও খেলার মাঠে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমি, আমার সন্তান ও আমার পরিবার এক অনিশ্চিত, নিরাপত্তাহীন, মানবেতর ও দুঃসহ জীবন-যাপন করছি। বিষয়গুলো গুরুত্বসহকারে নেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টিগোচর করলাম।
অতএব, উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, বিষয়গুলো আমলে নিয়ে আপনার থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করে যথাবিহীত ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।
বিনীত নিবেদিকা
নাম:
বয়স:
মোবাইল: