- Get link
- X
- Other Apps
ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে সিআর মামলা (Complaint Petition to Magistrate Court)
জনৈক সিরাজ, পিতা নজরুল দুষ্কৃতিকারী কর্তৃক গুরুতর আহত হয় এবং চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি হয়। ভিকটিমের পিতা নজরুল ম্যাজিস্ট্রেটের বরাবর নালিশী মোকদ্দমা দায়ের করতে চায়।
ক) নজরুলের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন।
খ) তদন্ত শেষ হওয়ার পর সিরাজ মারা যায়। মামলাটির পরিণতি কি হইবে নজরুল জানিতে চায়। মামলাটির বিচার অনুষ্ঠান পর্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটি পদক্ষেপের বিষয় আপনার মক্কেলকে অবহিত করুন।
এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ২৭ অক্টোবর ২০০০ এবং ৮ মার্চ ২০০২ সালে এসেছিল।
মূখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা
সি.আর মামলা নং ..../২০০৭
দণ্ডবিধির ৩২৬ ধারা
নজরুল
পিতা: সিরাজ
২৫/ক, সেন্ট্রাল রোড়
ঢাকা-১২০৫
.....ফরিয়াদী
বনাম
১. রায়হান
পিতা: আনিসুর রহমান
২০/খ, কলাবাগান, ঢাকা-১২০৬
২. মিন্টু
পিতা: মখলেছ
২০/১, কলাবাগান
ঢাকা-১২০৬
....অভিযুক্ত/আসামীগণ
সাক্ষীগণ:
১। ফরিয়াদী নিজে
২। তানভীর, ফরিয়াদীর ভাই
৩। খোকন, ১৪, সেন্ট্রাল রোড়
৪। মিলন, ২২/ কলাবাগান
৫। গফুর, ৭, কলাবাগান, ঢাকা
ঘটনার তারিখ: ০২/০৭/২০০৭ ইং তারিখ
ঘটনার স্থান: কলাবাগান মাঠের সামনে
ফরিয়াদীপক্ষে বিনীত প্রার্থনা এই যে,
১. ফরিয়াদী একজন ধার্মিক ব্যক্তি এবং সে আইনের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে আসামীরা এলাকায় নামকরা সন্ত্রাসী, দখলবাজ এবং চাঁদাবাজ নামে পরিচিত।
২. ফরিয়াদী এলাকাতে ব্যবসা বাণিজ্য করে দিন যাপন করে। গত ১০/০৬/২০০৭ তারিখে ১নং আসামী রায়হান ফরিয়াদীর নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু সিরাজ সাহেব উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকার করে।
৩. উক্ত দিন ১নং আসামীর সাথে ফরিয়াদী বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়লে আশে পাশের মানুষ এসে পরিস্থিতি মোকবেলা করে।
৪. উক্ত স্থান ত্যাগ করার সময় ১নং আসামী ফরিয়াদীকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
৫. গত ০২/০৭/২০০৭ তারিখে ফরিয়াদীর ছেলে সিরাজ কলাবাগান মাঠ থেকে ফেরার সময়, ১নং আসামী রায়হান এবং মিন্টু তাকে দাঁড় করিয়ে তার উপর হামলা করে।
৬. তারা ছুরি দিয়ে সিরাজের হাত কেটে দেয়, বাম পায় লাঠি দিয়ে মেরে ভেঙ্গে দেয়। আসামীরা উক্ত
চাঁদার টাকা না দিলে তার জীবন শেষ করে দিবে বলে হুমকি প্রদান করে।
৭. উক্ত ঘটনাস্থান থেকে লোকজন সিরাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
৮. আসামীরা ফরিয়াদীকে মামলা না করতে হুমকি দিচ্ছে এবং মামলা করলে তাদের সকলকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।
৯. ফরিয়াদী এবং তার পরিবারে লোক জনের নিরাপত্ত বিবেচনা করে উক্ত আসামীদের বিরুদ্ধে মামলা গ্রহণ পূর্বক প্রয়োজনীয় আদেশ প্রদান করা একান্ত জরুরী।
অতএব, উপরে উল্লেখিত বিষয় বিবেচনা করে মামলাটি নথিভুক্ত করতে এবং আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানী জারী করতে এবং ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী তাদের বিচারের ব্যবস্থা করে শাস্তি নিশ্চিতের আদেশ দিতে আদালতের একান্ত মর্জি হয়।
এবং
আদালতের এমন আদেশের জন্য অভিযোগকারী পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে।
নিবেদক
তারিখ