- Get link
- X
- Other Apps
জমি সংক্রান্ত বিরোধ, মৎস্য খামার, সীমানা প্রাচীর ইত্যাদি সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার আবেদন
কলিমুদ্দিন ও আশরাফ পরস্পরের বিরুদ্ধে একটি মৎস্য খামারের দাবীদার। কলিমুদ্দিন ৩০ শে নভেম্বর ২০০১ তারিখ পর্যন্ত মৎস্য খামারটির দখলে ছিলেন। ঐ দিন সে আশরাফ কর্তৃক বেদখল হয়। কলিমুদ্দিন দখল ফেরত পাইতে চায়। মৎস্য খামারের দখল বিষয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর। উপযুক্ত আদালতে উপযুক্ত প্রতিকার প্রার্থনা করিয়া কলিমুদ্দিনের পক্ষে একটি দরখাস্ত মুসাবিদা করুন।
এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ০৮ মার্চ ২০০২ সালে এসেছিল।
মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট-এর আদালত, যশোর
পিটিশন মামলা নং ০২/২০০২
ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা
কলিমউদ্দিন,
পিতা: মো: রহিমউদ্দিন
মনিরামপুর, যশোর
....১ম পক্ষ
বনাম
আশরাফ
পিতা: মো: কাওছার
মনিরামপুর, যশোর
....২য় পক্ষ
সাক্ষীগণের নাম ও ঠিকানা
১। মো: জহির উদ্দিন, মনিরামপুর, যশোর
২। মো: কামালউদ্দিন, মনিরামপুর যশোর
৩। মো: রায়হান, মনিরামপুর, যশোর
প্রয়োজনে আরও সাক্ষী দেওয়া হবে।
ঘটনার স্থান: ১ম পক্ষের মৎস্য খামার
ঘটনার তারিখ: ৩০/১১/২০০১
সময়: রাত ২ ঘটিকা
অভিযোগকারীর বিনীত নিবেদন এই যে,
১. অভিযোগকারী একজন সহজ, সরল প্রকৃতির আইন মান্যকারী ব্যক্তি বটে। অভিযোগকারী একজন প্রতিষ্ঠিত সনামধন্য ব্যবসায়ী ও সম্মানিত করদাতা।
২. অন্যদিকে ২য় পক্ষ অত্যন্ত অসৎ, ধূর্ত, আইন অমান্যকারী এবং পরধন লোভী বটে।
৩. ১ম পক্ষ আইনগতভাবে নিম্নবর্ণিত মৎস্য খামার ক্রয় করে মৎস্য চাষ করে আসছিল। ১ম পক্ষ কলিমউদ্দিন ৩০ শে নভেম্বর ২০০১ তারিখ পর্যন্ত খামারটি দখলে ছিল। কিন্তু ৩০/১১/২০০১ তারিখে আনুমানিক ২ ঘটিকার সময় ২য় পক্ষ কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে উক্ত মৎস্য খামারে হামলা করে এবং আশরাফকে বেদখল করে ২য় পক্ষ দখল গ্রহণ করে।
৪. ১ম পক্ষকে তার খামার হতে বেদখল করায় উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং এই উত্তেজনার কারণে এলাকার শান্তিভঙ্গের সম্ভাবনা আছে। শান্তিভঙ্গ প্রতিরোধ করার জন্য ১ম পক্ষ মাননীয় আদালতের নিকট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আবেদন দাখিল করেছে।
৫. আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উক্ত এলাকায় শান্তি নিশ্চিত করতে এবং ১ম পক্ষের অপূরণীয় ক্ষতি রোধ করতে প্রয়োজনীয় আদেশ মঞ্জুর করা আবশ্যক ।
৬. আদালতের শুনানীর সময় প্রয়োজনীয় অন্যান্য আইনগত এবং সাক্ষ্যগত বিষয় উপস্থাপন করা হবে।
অতএব, উপরে উল্লেখিত ঘটনার প্রেক্ষাপটে ১ম পক্ষের প্রার্থনা এই যে, আইন ও ন্যায় বিচারের স্বার্থে আবেদনটি গ্রহণ করে নিম্নলিখিত আদেশ প্রার্থনা করছি
ক. ২য় পক্ষকে হাজির হয়ে লিখিত বিবৃতি পেশ করার;
খ. উভয় পক্ষের বিবৃতি এবং সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে বিরোধী সম্পত্তিতে দখল নির্ধারণপূর্বক ১ম পক্ষের পক্ষে দখল হস্তান্তর করার আদেশ প্রদান করার;
গ. ১ম পক্ষের দখল এর বিরোধী সকল বাধা এবং বিঘ্ন অপসারণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে ১ম পক্ষের এবং তার পরিবারে লোক জনের নিরাপত্ত বিবেচনা করে উক্ত ২য় পক্ষকে বিরুদ্ধে প্রয়োজনীয় আদেশ প্রদান করা একান্ত জরুরী।
অতএব, উপরে উল্লেখিত বিষয় বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী বিরোধী সম্পত্তিতে দখল নির্ধারণপূর্বক ১ম পক্ষের পক্ষে দখল হস্তান্তর করার আদেশ প্রদান করে শান্তি নিশ্চিতের আদেশ দিতে আদালতের একান্ত মর্জি হয়।
এবং
আদালতের এমন আদেশের জন্য ১ম পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে।
নিবেদক
তারিখ