- Get link
- X
- Other Apps
যৌন নির্যাতনের মোকদ্দমার মুসাবিদা। Draft: যৌন নির্যাতনের মোকদ্দমার মুসাবিদাDraft: যৌন নির্যাতনের মোকদ্দমার মুসাবিদা Drafting for Harassment
Draft: যৌন নির্যাতনের মোকদ্দমার মুসাবিদা।
বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ জজ আদালত, মুন্সিগঞ্জ
নারী ও শিশু মোঃ নং- ৩৩২ /২০১২
সীমা ত্রিবেদী
স্বামী- সঞ্জয় ত্রিবেদী
সাং- দেশওয়ালীপাড়া,
থানা- সিরাজদিখান,
জেলা- মুন্সিগঞ্জ
…..বাদী
বনাম
১। নাম
পিতা-
২।
৩1
৪।
ঠিকানা-সর্বসাং-দেশওয়ালীপাড়া
থানা- সিরাজদিখান,
জেলা- মুন্সিগঞ্জ।
……আসামী
১। সঞ্জয় ত্রিবেদী
পিতা-
২।
৩।
৪।
….
…..
৯। মেডিকেল অফিসার, সিরাজদিখান হাসপাতাল,
থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ
১০। ইমার্জেন্সি অফিসার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
…..সাক্ষী
ঘটনার তারিখঃ—বাংলা -----সন রোজ---- বিকাল অনুমান ---ঘটিকা।
ঘটনার স্থানঃ বাদীর বসতবাড়ীর উত্তরভিটী বসতঘর।
ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (সংশোধিত) ২০০৩ এর ১০/৩০ ধারা তৎ সহ দঃ বিঃ ৩১৩ বাঃ দঃ বিঃ ।
বাদী পক্ষে বিনীত নিবেদন এই,
মামলার আসামীগণ পরস্পর আত্মীয় ও সহযোগী বটে। ৩-৪নং আসামীগণের সহিত আমাদের পূর্ব শত্রুতা চলে আসছে। ১-২নং আসামীগণ ৩-৪নং আসামীর সহযোগী বটে। ঘটনার দিন ও সময়ের কিছু পূর্বে আমার স্বামীর সহিত সিরাজদিখান বাজারে ১, ২, ৪নং আসামীর ঝগড়া হয়। এই আক্রোশে আসামীগণ পরস্পর যোগাযোগে পরিকল্পিতভাবে আমার বসতঘরে (ঘটনার স্থান) অনধিকার প্রবেশ করে ১-৪নং আসামীগণ আমাকে শারীরিক নির্যাতন করাক্রমে অত্যাচার করার হীন উদ্দেশ্যে ১-২নং আসামীগণ আমাকে জাবড়িয়ে ধরে আমার স্তনে ও শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় । আমি বাঁধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝে (মাটিতে) ফেলে দেয়। ৩-৪নং আসামীগণ আমার চুলের মুঠি ও কাপড় ধরে টানা-হেঁচড়া করে উঠিয়ে ঘরের ভিতর হতে বাড়ীর বাহিরে বাহির করে নিয়ে যায়। আমি ডাক-চিৎকার দিলে ১, ৪নং আসামীগণ আমার তলপেটে লাথি মেরে মাটিতে ফেলে দিলে আমি পূর্ব হতে চিৎকার দিতে থাকলে আশেপাশের সাক্ষীগণ ঘটনার স্থানে এসে আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং আসামীগণ আমাকে ফেলে চলে যাচ্ছে দেখতে পায়। কতক সাক্ষীগণ আমাকে ঘরের ভিতরে নিয়ে আমার স্বামী ১নং সাক্ষীকে খবর দিয়ে বাড়ীতে আনিলে আমি সাক্ষীগণের কাছে সমস্ত ঘটনা প্রকাশ করি। আমার স্বামী ও কতক সাক্ষীগণ আমাকে বিগত ----------ইং তারিখে সিরাজদিখান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে বাড়ীতে আনিলে আমার গুপ্তস্থান দিয়ে রক্তক্ষরণ হতে থাকলে আমাকে পুনরায় –ইং তারিখে দূর্গাপুর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন থেকে আমার ০৩ (তিন) মাসের গর্ভের সন্তান নষ্টক্রমে অকাল প্রসব হয়।
পরবর্তী সময় কিছু চিকিৎসা করে সুস্থ হয়ে বিগত ------- ইং তারিখে ছুটি নিয়ে সিরাজদিখান বাড়ীতে আসি। আসামীগণের আঘাতে এবং টানা-হেঁচড়ায় আমার ০৩ (তিন) মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে অকাল প্রসব হয়।
পরবর্তী সময়ে সাক্ষীগণের সহিত আলাপ-আলোচনা করে বিগত – ইং বাংলা----সন রোজ ----সকাল অনুমান ---- ঘটিকার সময় আমার স্বামীকে নিয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করার জন্য গেলে কর্তব্যরত থানা পুলিশ ডিউটি কর্মকর্তা আসামীগণের দ্বারা বাধ্য হয়ে মামলা গ্রহণ করতে অস্বীকার করলে পুনরায় সাক্ষীগণের সহিত আলাপ আলোচনা করে ন্যায় বিচারের অত্র মামলা দায়ের করলাম। অত্রসহ আমার চিকিৎসার কাগজপত্রের ফটোকপি দাখিল করলাম । সাক্ষীগণ ঘটনা অবগত আছেন, তারা সাক্ষী দ্বারা ঘটনা প্রমাণ করবেন।
সে মতে বিনীত প্রার্থনা যে, আসামীগণের বিরুদ্ধে মোকদ্দমায় আমল গ্রহণে সুবিচার করতে আজ্ঞা হয়।
নিবেদক-
তারিখ-
সত্যপাঠ
উপরোক্ত বক্তব্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জানিয়া আমার নিযুক্তীয় বিজ্ঞ আইনজীবী সাহেবের চেম্বারে বসিয়া অত্র সত্যপাঠে নিজ নাম দস্তখত করিলাম।
তাং—
সত্যপাঠকারীর স্বাক্ষর