Skip to main content

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

An Essay - Dignity of Labour রচনা - শ্রমের মর্যাদা

An Essay - Dignity of Labour

Dignity of Labour

Introduction: There is a good saying, "Life is short, but art is long." We are surrounded with work and we have to cross a long path full of our duties and work. The sun, the moon, the stars and the the group of stars are moving on and on. Similarly every living being from tiny insect to the large elephant is working for their existence and growth. We take lessons from nature, nature is not still. Man is moving with the passage of time to the endless journey.

Importance of labour: All of us  know that industry is the mother of good luck. Allah has provided us hands to work with. The great souls of the world used to do their work with their hands. We have our needs, hunger and dreams for prospect. We have to earn money to meet the cost of our daily necessaries. Labour occupies our work ranging from the space to the deep sea. Without labour, we would not have food, clothes and shelter. But a man should undergo labour honestly and do his work faithfully. Samuel Smiles moralizes, "It is not a disgrace to be a shoemaker. But it is certainly a great disgrace to make bad shoes." So if we exert labour, we may get confidence in return.

Importance of labour in national development: In our national life, importance of labour is undeniable. An idle nation can never prosper. The world is colourful and labour is essential to ensure success in every sphere of life. From top to bottom, lower class to higher class, all people should do labour for the overall development of the nation. The ten fingers of a man are his greatest friends. He is embellished with honour and fame by virtue of his work.

Our attitude to labour: If we realise the importance of labour in our human life, we will have a readier appreciation of the dignity of labour. Without labour nothing is brought to life. It is absolutely correct written in an ancient Jewish book. "Every carpenter and work master that laboureth night and day; the smith also by the anvil; the potter sitting at his work; all these trust to his hand, and everyone is wise in his work. Without these a city cannot be inhabited."

Conclusion: In conclusion, it is said that honest work of all kinds is dignified and worthy of respect. Even an employee of modest profession ought to be respected instead of being regarded with hatred. The only things we should be ashamed of are idleness and trying to live by without labour. There is a saying that, "Work is worship and to work is to pray." We should always remember that an honest workman stands high in honour:

"His brow is wet with honest sweat,
He earns whatever he can;
And looks the whole world in the face,
For he owes not any man."

বাংলা অনুবাদ

রচনা - শ্রমের মর্যাদা

ভূমিকা: একটি প্রবাদ বাকা আছে, "জীবন সংক্ষিপ্ত, কিন্তু শিল্প দীর্ঘ।" আমরা কাজ দ্বারা পরিবেষ্টিত এবং আমাদেরকে দায়িত্ব কর্তবা ও কাজে পরিপূর্ণ দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সূর্য, চন্দ্র, তারকারাজি চলছে আর চলছে। একইভাবে ছোটো কীট থেকে শুরু করে বৃহৎ হাতি সকল জীব তাদের অস্তিত্ব এবং বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। আমরা প্রকৃতি থেকে শিক্ষা নিই, প্রকৃতি স্থির নয়। মানুষ সময় অতিক্রমের সাথে সাথে অসীম যাত্রার দিকে অগ্রসর হচ্ছে।

শ্রমের প্রয়োজনীয়তা: আমরা সকলেই জানি যে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আল্লাহ আমাদের হাত দিয়েছেন কাজ করার জন্য। পৃথিবীর মহান ব্যক্তিগণ সকলেই নিজের হাতে কাজ করতেন। আমাদের চাহিদা, ক্ষুধা এবং ভবিষ্যতের স্বপ্ন রয়েছে। আমাদের অর্থ উপার্জন করতে হয় প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ মেটানোর জন্য। শ্রম বলতে বোঝায় কাজ যা মহাশূন্য থেকে গভীর মহাসাগর পর্যন্ত বিস্তৃত। শ্রম ছাড়া আমরা আমাদের খাদ্য, বস্তু এবং আশ্রয় পেতাম না। কিন্তু একজন মানুষকে সততার সাথে পরিশ্রম করা উচিত এবং তার কাজ বিশ্বস্ততার সাথে করা উচিত। স্যামুয়েল স্মাইলস বলেছেন, “মুচি হওয়া অপমানের নয়। কিন্তু খারাপ জুতা তৈরি করা সত্যিই খুবই অপমানজনক।” তাই আমরা যদি শ্রম প্রয়োগ করি, তাহলে আমরা বিনিময়ে আত্মবিশ্বাস লাভ করতে পারব।

জাতীয় উন্নয়নে শ্রমের প্রয়োজনীয়তা: আমাদের জাতীয় জীবনে শ্রমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। একটি অলস জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। পৃথিবী রঙিন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য নিশ্চিত করার জন্য শ্রম প্রয়োজনীয়। শীর্ষ থেকে নিচ, নিচু শ্রেণি থেকে উঁচু শ্রেণি, সকল মানুষকে জাতির সার্বিক উন্নতির জন্য শ্রম দিতে হবে। মানুষের শ্রেষ্ঠ বন্ধু হলো তার দশটা আঙুল। সে সম্মান এবং খ্যাতি দ্বারা অলংকৃত হয় তার কাজের গুণে।

শ্রমের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি: আমরা যদি মানবজীবনে শ্রমের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা দ্রুত শ্রমের মর্যাদার স্বীকৃতি পাব। শ্রম ছাড়া জীবনে কিছুই অর্জিত হয় না। একটি প্রাচীন ইহুদি বইয়ে যথার্থই লেখা আছে, “প্রত্যেক ছুতার এবং কাজের মালিক যারা দিনরাত পরিশ্রম করে, কামার তার নেহাইয়ের পাশে বসে কাজ করে, কুমার তার কাজ নিয়ে বসে, এদের সকলের তাদের হাতের প্রতি বিশ্বাস রয়েছে এবং প্রত্যেকেই তাদের নিজ কাজের ব্যাপারে সচেতন। এদের ছাড়া কোনো শহরে বসবাস করা সম্ভব নয়। "

উপসংহার: পরিশেষে, এটা বলা যায় সকল সৎ কাজ গৌরবান্বিত এবং সম্মানের যোগ্য। এমনকি নিচু পেশাব কর্মচারীকে ঘৃণার দৃষ্টিতে বিবেচনা না করে সম্মানের চোখে দেখা উচিত। শুধুমাত্র যে জিনিসগুলোর ব্যাপারে আমাদের লজ্জা পাওয়া উচিত, তা হলো অলসতা ও শ্রম ছাড়া বেঁচে থাকার চেষ্টা করা। একটা প্রবাদ আছে যে, “কাজ হচ্ছে ইবাদত এবং কাজ করাই হচ্ছে ইবাদত করা।" আমাদের সবসময় মনে রাখতে হবে যে, একজন সৎ পরিশ্রমী ব্যক্তি সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ায়।

“তার ভ্রু সততার ঘামে সিক্ত,
সে আয় করে যাহাই সে পারে,
এবং সে তার মুখমণ্ডলেই সমস্ত পৃথিবী দেখে,
কারণ সে কোনো মানুষের কাছে ঋণী নয়।"

Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...