Skip to main content

HSC English First Paper English For Today - Unit 9 Lesson 4 Seeking Help

An Essay - Democracy রচনা - গণতন্ত্র

An Essay - Democracy

Democracy

Introduction: Democracy is a system of government where the citizens enjoy the ultimate power. It is a political system  enabling people to freely choose an effective, honest, transparent and accountable government. It is based on the idea that people have to only obey laws if they had helped in making the government whether directly or indirectly.

What is democracy: Democracy is a system of ruling the country according to people's will. Free and fair election is the most vital precondition for democracy. In a country where democracy really exists, all the people enjoy equal rights of basic human requirements. They enjoy freely the rights of food, cloth, shelter, education, medical treatment and other facilities. Freedom of speech, press and religion is ensured for all. Abraham Linclon, the late President of the USA has defined democracy as "Government of the people, by the people and for the people." It signifies that in democracy public opinion is highly ensured. This recognition is honoured through elected representatives of the people who sit in the Parliament. In a true sense of democracy, the majority party should form a coalition government with the main opposition party and work together. Good relationship with the neighbouring country, liberty of newspapers, free judicial system are the essential conditions of democracy.

Types of democracy: There are two types of democracy, one is direct democracy and the other is indirect democracy. In a direct democracy, the citizens of a particular territory puts the rights to elect and form the government having their choices directly. In an indirect democracy the citizens form their government through media which means that the people of the state elect a good number of representatives who in turn are empowered to select their leaders from  themselves in order to form the government.

Democracy in Bangladesh: Democracy is thought to be the best form of government that ensures rights of citizens, good governance, rule of law, accountability and transparency of government. Today, in Bangladesh, democracy usually means an elected government which is made up of politicians voted into power every few years by citizens. As it is the people who elect them into power, the government is accountable for every action it takes to the citizens and the works should solely be in favour of the citizens. The people are empowered in order to choose among opposition political parties to form the government, if they are not satisfied with the current one. In Bangladesh as well as in most countries in the world, democratic system of government is divided into three sections-- the legislature, the executive and the judiciary. The legislature ensures the amendment of  laws and makes new laws if necessary, the executive puts them into force and the judiciary makes sure that they are applied fairly.

Conclusion: In a democratic country people are free to enjoy their civil and political rights as human beings. This kind of liberty gives satisfaction for the people and help developing their mental faculties and thus makes it easy for national progress. Therefore, in democracy, the government works in such a way that is beneficial to its citizens and so it is a system of liberal government empowering the citizens to be the masterminds of a country.

বাংলা অনুবাদ

রচনা - গণতন্ত্র

ভূমিকা: গণতন্ত্র হচ্ছে এমন এক সরকার ব্যবস্থা যেখানে জনগণই সর্বোচ্চ শক্তির অধিকারী। এটা এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেটা জনগণকে স্বাধীন ক্ষমতা দেয় কার্যকর, সৎ এবং দায়বদ্ধ সরকার পছন্দ করতে। এটা এই ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যে, জনগণ আইন-শৃঙ্খলা মেনে চলবে যদি তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইন তৈরি করতে সাহায্য করে।

গণতন্ত্র কী: গণতন্ত্র হলো মানুষের ইচ্ছানুসারে দেশ শাসন করার এক ব্যবস্থা। মুক্ত এবং নিরপেক্ষ নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত। যে দেশে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করে, সে দেশে সকল জনগণ মানুষের মৌলিক চাহিদার সমান অধিকার ভোগ করতে পারে। তারা খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসার অধিকার এবং অন্যান্য সুবিধা উপভোগ করতে পারে। কথা বলার, সংবাদপত্রের এবং ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয়। আব্রাহাম লিংকন, আমেরিকার ভূতপূর্ব রাষ্ট্রপতি গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন "জনগণ দ্বারা এবং জনগণের জন্য জনগণের সরকার।" এটা বুঝায় যে, গণতন্ত্রে জনসাধারণের মতামতকে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতিকে সম্মানিত করা হয় জনগণের নির্বাচিত প্রতিনিধিকে সংসদে দিয়ে। সত্যিকার অর্থে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ দলের তার প্রধান বিপক্ষ দলের সাথে যুক্ত হয়ে একত্রে কাজ করা উচিত। গণতন্ত্রের প্রয়োজনীয় শর্তসমূহ হলো-প্রতিবেশি দেশের সাথে ভালো সম্পর্ক, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্ত বিচার ব্যবস্থা।

গণতন্ত্রের প্রকারভেদ: দুই ধরনের গণতন্ত্র রয়েছে- প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্রে একটি নির্দিষ্ট এলাকার জনগণের অধিকার থাকে সরাসরি তাদের পছন্দের সরকার নির্বাচন এবং গঠন করার। পরোক্ষ গণতন্ত্রে জনগণ সরকার গঠন করে গণমাধ্যমের সাহায্যে - যার মানে হলো দেশের জনগণ বেশকিছু প্রতিনিধি নির্বাচন করে যারা সরকার গঠনের জন্য তাদের মধ্য থেকে নেতা নির্বাচন করার ক্ষমতা লাভ করে।

বাংলাদেশে গণতন্ত্র : গণতন্ত্রকে সরকার গঠনের সর্বোৎকৃষ্ট পন্থা ভাবা হয়, যা জনগণের অধিকার, সুশাসন, আইনের শাসন, সরকারের দায়বদ্ধতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে। বর্তমানে বাংলাদেশে সাধারণত গণতন্ত্র বলতে এক নির্বাচিত সরকারকে বুঝায়, যা গঠিত হয় জনগণের কয়েক বছর পরপর ভোটের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত রাজনীতিবিদগণের দ্বারা। যেহেতু জনগণই তাদেরকে নির্বাচিত করে ক্ষমতাশালী করে, সেহেতু সরকার দায়বদ্ধ থাকে জনগণের কাছে তাদের জন্য গৃহীত প্রত্যেকটা কাজের জন্য এবং প্রতিটি কাজ সম্পূর্ণভাবে জনগণের অনুকূলে থাকতে হবে। যদি জনগণ বর্তমান সরকার নিয়ে সন্তুষ্ট না হতে পারে তাহলে বিরোধী রাজনৈতিক দলের মধ্য থেকে সরকার গঠনের ক্ষমতা তাদের রয়েছে। বাংলাদেশ এবং বেশিরভাগ দেশেই সরকারের গণতন্ত্র ব্যবস্থাকে তিন অংশে বিভক্ত করা হয় - আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ আইন সংশোধন করে এবং প্রয়োজন মোতাবেক নতুন আইন প্রণয়ন করে, শাসন বিভাগ আইন প্রয়োগ করে এবং বিচার বিভাগ নিশ্চিত করে যে- সে সকল আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে।

উপসংহার : একটি গণতান্ত্রিক দেশে জনগণ স্বাধীন, মানুষ হিসেবে তাদের সামাজিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করার ক্ষেত্রে স্বাধীন। এ ধরনের স্বাধীনতা জনগণের সন্তুষ্টি প্রদান করে এবং তাদের মানসিক ক্ষমতার উন্নয়নে সাহায্য করে, এভাবে জাতীয় উন্নতির পথ সৃষ্টি করে দেয়। সুতরাং গণতন্ত্রে সরকার এমনভাবে কাজ করে যা জনগণের জন্য কল্যাণকর এবং তাই এটা উদার সরকার ব্যবস্থা যা দেশের নিয়ন্ত্রক হিসাবে জনগণকে ক্ষমতা দেয়।

Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...