Skip to main content

HSC English First Paper English For Today - Unit 9 Lesson 4 Seeking Help

An Essay - Deforestation রচনা: অরণ্যবিনাশ বননিধন

An Essay - Deforestation

Deforestation

Introduction : Deforestation is the act of cutting down or burning trees in large scale in an area. It is a global concern at present. Due to deforestation, many wild animals and birds have already become extinct and many are on the way of it and we are heading towards a disastrous situation.

Causes of deforestation: The causes of deforestation are many in number. The rapidly growing population is a constant threat to the forests because they need food and shelter. For this reason, people are cutting down trees indiscriminately all over the world. Everyday the world is losing hundreds of acres of forest area. There is a close contact between drought and deforestation - regular drought is one of the pre-symptoms of deforestation. The other reasons for deforestation are: (a) too much pressure on grazing lands, (b) excessive cultivation, (c) soil erosion. The increasing effects of all these factors expedite the process of deforestation.

Impact of deforestation: Deforestation is a great threat to the ecological balance. Because of deforestation, carbon dioxide is increasing worldwide. Consequently, the world is becoming warmer. The sea level is rising and many parts of the world is being engulfed by the sea in recent future. On the other hand, new areas of the world are going to be deserts as a result of deforestation. The destruction of trees forces birds and other animals living on them to leave the place. It also causes severe damage to the soil, for trees give protection to soil as well. In the end, the soil makes sediment in the riverbed and thus causes frequent floods. So if we continue destroying trees at random, one day the country will turn into a great desert. All living animals and birds will not find food to eat or any shelter to live in. There will be no rain and consequently, our agriculture will face a great crisis. The temperature will go up and it will cause greenhouse effect. The country will not be suitable for living and many natural
calamities like flood, drought, storm, etc. will affect our country. In our country, the results of deforestation are quiet obvious. A country requires 25% forest land for its ecological balance whereas we have now only 10%. This is a forecast of bad future. We should come forward to planting more trees to ensure a healthy balance of our environment.

Conclusion: Deforestation problem is on the rise not only in Bangladesh but all over the world everyday. The international community is also working in this regard. The United Nations has already arranged several conferences on deforestation. This shows the world's awareness to fight deforestation. As a nation, we also have our responsibilities. We should try to do our duties properly to prevent the deforestation process. So, more trees and plants should be planted in order to save our environment from catastrophic debacle.

বাংলা অনুবাদ

রচনা: অরণ্যবিনাশ / বননিধন

ভূমিকা : বননিধন মানে কোনো অঞ্চলে ব্যাপকভাবে গাছ কেটে ফেলা বা পুড়িয়ে ফেলা। এটা বর্তমানে বৈশ্বিক এক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বননিধনের জন্য অনেক বন্য পশুপাখি লুপ্ত হয়েছে এবং অনেক লুপ্ত হওয়ার পথে এবং আমরা একটি ভয়ংকর অবস্থার সম্মুখীন হতে যাচ্ছি।

বননিধনের কারণ : বননিধনের পেছনে বহু কারণ রয়েছে। যেহেতু পৃথিবীর বর্ধিষ্ণু জনসংখ্যার খাদ্য ও আশ্রয়ের প্রয়োজন, সেহেতু এই অতিরিক্ত জনগণ বনজঙ্গলের জন্য প্রতিনিয়ত এক হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এজন্যেই তারা পৃথিবীর সকল জায়গায় নির্বিচারে গাছ কেটে ফেলছে। প্রতিদিন পৃথিবী হারাচ্ছে শত শত একর বনজঙ্গল। অনাবৃষ্টি এবং বননিধনের মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে। অনবরত অনাবৃষ্টি বন উজাড়ের অন্যতম একটি পূর্ব লক্ষণ। বননিধনের অন্যান্য কারণগুলো হলো : (ক) চারণভূমির উপর অধিক চাপ, (খ) অতিরিক্ত চাষাবাদ, (গ) মাটির ক্ষয়। এসব বিষয়ের একীভূত প্রভাব বননিধনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে।

বননিধনের প্রভাব : বননিধন পরিবেশগত ভারসাম্যের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। বননিধনের জন্য কার্বন ডাইঅক্সাইড বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, পৃথিবী উষ্ণতর হচ্ছে। সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলশ্রুতিতে অদূর ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন স্থান সমুদ্রের পানিতে প্লাবিত হবে। অন্যদিকে বননিধনের কারণে পৃথিবীর নতুন নতুন স্থান মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। পশুপাখিদের তাদের আশ্রয়স্থল গাছপালা ছেড়ে চলে যেতে হচ্ছে এ বননিধনের জন্য। যেহেতু গাছপালা মাটির ক্ষয়রোধও করে, সেহেতু মাটির ভয়ংকর ক্ষতি করছে এই বননিধন। শেষ পর্যন্ত নদীগর্ভে মাটির কণা জমতে শুরু করে এবং এজন্য প্রায়ই বন্যা হতে থাকে। তাই যদি আমরা নির্বিচারে গাছপালা ধ্বংস করে ফেলি, তবে একদিন এদেশ এক বিশাল মরুভূমিতে পরিণত হবে। সমস্ত জীবন্ত পশুপাখি এখানে থাকার মতো খাদ্য ও আশ্রয় পাবে না। যেহেতু কোনো বৃষ্টিপাতও হবে না ফলে আমাদের কৃষিকাজও ভয়ংকর সমস্যার সন্মুখীন হবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এর ফলে গ্রীণ হাউজের প্রভাব পড়বে। আমাদের দেশ তখন বসবাসের
অনুপযোগী হয়ে পড়বে এবং বন্যা, অনাবৃষ্টি, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগসমূহ আমাদের দেশে বারবার দেখা যাবে। আমাদের দেশে বননিধনের প্রভাব স্পষ্ট। একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য ২৫ শতাংশ বন থাকা আবশ্যক, কিন্তু সে জায়গায় আমাদের বনের পরিমাণ মাত্র ১০ শতাংশ। এটা আমাদের ভয়ংকর ভবিষ্যতের লক্ষণ। আমাদেরকে পরিবেশের সুস্থ ভারসাম্য নিশ্চিত করার জন্য বেশি বেশি গাছ রোপণ করতে এগিয়ে আসতে হবে।

উপসংহার : বননিধন সমস্যা দিনে দিনে বাড়ছে শুধুমাত্র বাংলাদেশেই নয়, বরং সারাবিশ্বে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যা নিয়ে কাজ করছে। জাতিসংঘ ইতিমধ্যে বননিধনের উপর কয়েকটি বৈঠক করেছে। এটা বৃক্ষনিধনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বের সচেতনতা প্রকাশ করছে। একটি জাতি হিসেবে আমাদেরও কিছু কর্তব্য রয়েছে। বননিধন প্রক্রিয়া প্রতিরোধ করার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করার চেষ্টা করা উচিত আমাদের পরিবেশকে ভয়াবহ পরিণতির হাত থেকে বাঁচানোর জন্য আমাদের বেশি বেশি চারাগাছ রোপণ করতে হবে।

Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...