Skip to main content

An essay - Corruption in Bangladesh রচনা - বাংলাদেশে দুর্নীতি

An essay - Corruption in Bangladesh

Corruption in Bangladesh

Introduction: Corruption is a vast and complex matter. Corruption means to make or become defiled. Corruption may take it's origin from unsolved problems, incompleted work, vicious politics, weak administration and many other related or relevant activities. According to Indian Sociologist Ramanath Sharma, "In corruption, a person usefully neglects his specified duty in order to have an undue advantage. A corrupt person gets illegal advantages by neglecting  his duty and misusing power. The roots of corruption are bribery, misuse of power, nepotism, avarice for wealth and social condition.  A corrupt person can do everything for his own interest. Social or state value has no importance to him."

Causes of corruption: Corruption is an incurable social malady. It is very hard to find out when and why someone is corrupt. Avarice is the main cause of corruption. Unlimited demand of the people is another cause of corruption. In addition to this, economic insolvency, ambiguity of laws, unemployment, political instability, lack of patriotism are the main causes of corruption. Corruption keeps spreading due to some factors, like-(i) relaxation of coercive measures in local administration, (ii) sentiments of taking grafts as dues from the recipient and above all, (ii) indulgence of malpractices which has become an order of the day.

Effects of corruption: Corruption is eroding our total lifespan at a high speed. It seems that it would be hard for us to distinguish fair from unfair. In a developing and poor country like Bangladesh, the effect of corruption in politics is very devastating. Corrupt politicians misuse state power, use power for their own and party. Bribery, embezzlement, neglecting administrative duty, nepotism, etc. are administrative corruptions and  create depression and grievance among the mass people. Corruption in education system disrupts national life. Corrupt people belonging to many institutions help the bad students pass the examination taking bribe or other opportunities. It is a matter of great regret that the educational system of a country is so corrupt! If the backbone of a nation is corrupted, how a nation will survive - it is a question. Corruption is one of the main obstacle to socio-economic development of a country. A lot of money for development work is misappropriated by the government staff and political leaders. As a result, the main target of the development work does not reach its destination. Corruption pollutes the moral base of the society and the moral character of the public. When a person notices that through corruption it is easy to get everything in an unlawful way, he will not think about the meaning of fair and unfair.

Remedies: Eradication of corruption is a crying need at present for the greater interest of the country. To make the country free from corruption, people of all classes should be responsible, accountable, dutiful and considerate. Nepotism, favouritism, red-tapism. etc. should be dealt with an iron hand. In addition, some prominent maintainable aspects are as follows:

(a) To ensure worthy, justified and consistent ways to meet the existing cost of living especially for the labourer class.

(b) Taking steps to reform administrative channels with liability and transparency- by strengthening trained up police force and the rightful discharge of their duties.

(c) To administer severe exemplary punishment to corrupt people and miscreants by enforcing impartial, inflexible laws and menacing penal codes.

(d) To drive healthy, religious and pragmatic awareness in the minds of the people in general against corruption through all mass media.

Conclusion: We are turning up such a state of life that at times we are surprised to see that corruption is the law. Corruption begets corruption. It should be eradicated urgently in all spheres of our life. Otherwise, we will fail to build up a generation sound and potent . We look forward to ensuring corruption-free society as well as corruption-free country.

বাংলা অনুবাদ

রচনা : বাংলাদেশে দুর্নীতি

ভূমিকা : দুর্নীতি একটি ব্যাপক ও জটিল বিষয়। দুর্নীতির অর্থ কলুষিত করা বা হওয়া। দুর্নীতি অমীমাংসিত সমস্যা, অসম্পূর্ণ কাজ, বিদ্বেষপূর্ণ রাজনীতি, দুর্বল প্রশাসন এবং অন্যান্য সম্পর্কিত বা প্রাসঙ্গিক বিষয় থেকে উদ্ভূত হতে পারে। ভারতীয় সমাজবিজ্ঞানী রামনাথ শর্মা'র মতে, “দুর্নীতিতে একজন ব্যক্তি অযাচিত সুবিধা ভোগ করার জন্য তার নির্দিষ্ট দায়িত্বটি অবহেলা করে। দুর্নীতিবাজ ব্যক্তি দায়িত্বের অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সুযোগ গ্রহণ করে। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, সম্পদের লোলুপতা ও সামাজিক মর্যাদা দুর্নীতির মূল। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারেন। সামাজিক বা রাষ্ট্রীয় মূল্যবোধ তার কাছে নিষ্ফল।

দুর্নীতির কারণসমূহ : দুর্নীতি একটি দুরারোগ্য সামাজিক ব্যাধি। কখন এবং কেন কেউ দুর্নীতিগ্রস্ত হয় তা খুঁজে বের করা কঠিন। অর্থলিপ্সা দুর্নীতির মূল কারণ। জনগণের সীমাহীন চাহিদা দুর্নীতির আরেকটি কারণ। এর পাশাপাশি দুর্নীতির মূল কারণগুলো হলো— অর্থনৈতিক অসচ্ছলতা, আইনের অস্পষ্টতা, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, দেশপ্রেমের অভাব। কিছু বিষয়ের কারণে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যেমন- (১) স্থানীয় প্রশাসনে দমনমূলক ব্যবস্থার শিথিলতা, (২) প্রাপকের কাছ থেকে প্রাপ্য হিসাবে উৎকোচ গ্রহণের ভাব প্রবণতা এবং সর্বোপরি (৩) অপকর্মগুলোর প্রশ্রয় যা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

দুর্নীতির প্রভাবসমূহ : দুর্নীতি আমাদের সার্বিক জীবনকালকে দ্রুত গতিতে গ্রাস করে নিচ্ছে। এটা মনে হয় যে, ন্যায়কে অন্যায় থেকে পৃথক করা আমাদের জন্য কঠিন হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশে রাজনীতিতে দুর্নীতির প্রভাব খুবই ভয়াবহ। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করেন, তাদের নিজের ও দলের স্বার্থে ক্ষমতা ব্যবহার করেন। ঘুষ, আত্মসাৎ, প্রশাসনিক দায়িত্বকে অবহেলা, স্বজনপ্রীতি ইত্যাদি হলো প্রশাসনিক দুর্নীতি— যা সাধারণ মানুষের মধ্যে বিষণ্নতা ও ক্ষোভ সৃষ্টি করে। শিক্ষাব্যবস্থায় দুর্নীতি জাতীয় জীবনে বাধা সৃষ্টি করে। বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ ব্যক্তিরা শিক্ষার্থীদেরকে ঘুষ অথবা অন্যান্য সুযোগ গ্রহণের বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে। একটি গভীর অনুশোচনার বিষয় যে, একটি দেশের শিক্ষাব্যবস্থা এত দুর্নীতিগ্রস্ত! যদি একটি জাতির মেরুদণ্ড এত দুর্নীতিগ্রস্ত হয় তবে তারা কীভাবে বাঁচবে— এটি একটি প্রশ্ন। দুর্নীতি একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধান বাধা। সরকারি কর্মচারী ও রাজনৈতিক নেতাদের দ্বারা উন্নয়ন কর্মের বিপুল পরিমাণ অর্থের অপব্যবহার হয়। ফলস্বরূপ, উন্নয়ন কাজের মূল লক্ষ্য গন্তব্যে পৌঁছাতে পারে না। দুর্নীতি সমাজের নৈতিক ভিত্তি এবং জনগণের নৈতিক চরিত্র ধ্বংস করে দেয় । যখন একজন ব্যক্তি দেখে যে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে সবকিছু পাওয়া সহজ, সে ন্যায় ও অন্যায়ের মর্মার্থ নিয়ে মাথা ঘামারে না।

প্রতিকারসমূহ : দেশের বৃহত্তর স্বার্থে দুর্নীতির মূলোৎপাটন জরুরি প্রয়োজন। দেশকে দুর্নীতির কবল থেকে মুক্ত করার জন্য, সকল শ্রেণির নাগরিককে দায়িত্বশীল, জবাবদিহিমূলক, কর্তব্যপরায়ণ ও বিবেচক হওয়া উচিত। স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, লাল ফিতার দৌরাত্ম্য ইত্যাদি কঠোর হস্তে মোকাবিলা করা উচিত। এছাড়াও, কিছু উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় প্রেক্ষিতসমূহ নিম্নরূপ :

(ক) বিশেষভাবে শ্রমিক শ্রেণির জন্য জীবনযাত্রার বিদ্যমান খরচ পূরণের উপযুক্ত, ন্যায়সংগত ও সামঞ্জস্যপূর্ণ উপায়গুলো নিশ্চিত করা।

(খ) প্রশিক্ষিত পুলিশবাহিনীকে শক্তিশালী করে ও তাদের দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে স্বচ্ছতা ও দায়বদ্ধতাসহ প্রশাসনিক চ্যানেল সংস্কারের সঠিক পদক্ষেপ গ্রহণ করা।

(গ) নিরপেক্ষ, অনমনীয় আইন ও ভয় প্রদর্শনকারী দণ্ডবিধির কোডগুলো প্রয়োগ করার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত লোক ও দুষ্কৃতকারীদের জন্যে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চালু করা।

(ঘ) দুর্নীতির বিরুদ্ধে সকল গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের মনে সুস্থ, ধর্মীয় ও বাস্তববাদী সচেতনতা চালু করা।

উপসংহার : আমরা জীবনের এমন একটি অবস্থায় উপনীত হয়েছি যে কখনো কখনো আমরা এই দেখে বিস্মিত হই যে, দুর্নীতিই হলো আইন। দুর্নীতি দুর্নীতির জন্ম দেয়। আমাদের জীবনের সকল স্তরে অবিলম্বে এটি প্রতিরোধ করা উচিত। অন্যথায়, আমরা একটি সুস্থ ও শক্তিশালী প্রজন্ম নির্মাণ করতে ব্যর্থ হবো। দুর্নীতিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই প্রত্যাশা করা উচিত।

Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়