Skip to main content

Video Article Preposition Phrase Clause

An essay - Compulsory Primary Education রচনা - বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

 An essay - Compulsory Primary Education

Compulsory Primary Education

Introduction: It is a universal truth that  is the backbone of a nation, and primary education is the basis of all education. Controversy exists on different topics but there is no controversy about education. There is no alternative to education. Education is the process that develops our mind. It is a mental and intellectual training. It is education that differentiates a man from an animal.

Its importance: Education makes a man a real man in the real sense of the term. In this modern world, both man and woman should receive education. Life without education is meaningless. To make life meaningful, education is a must. The majority of the people of Bangladesh are illiterate. This is a curse for the nation. To be an educated nation, we must give emphasis to the primary education.

Its present condition: But it is an irony of fate that primary education is in a deplorable state. There are no necessary materials in the school. Classes are held in the dilapidated buildings. In many rural areas, because of the shortage of the classrooms, the classes are held under the open sky. There is no requisite number of teachers in the primary schools.

Measures to be taken: If we look at the developed countries, we find that the root of their development is education. An educated nation can take the country to the highest peak of development. The illiterate poor people are not inclined to send their children to schools. Awareness about education among the mass people should be created through the mass media. They should be encouraged to send their children to school. At the same time, books and school dress along with other materials should be supplied free of cost. In this connection, a literacy campaign may be launched to generate awareness among the people. The people from all walks of life should participate in this programme.

Conclusion: Everybody should realize that education is light. Then we can expect that the darkness of ignorance will disappear from the country. Primary education can play a pioneering role in this regard. And it must get top priority from the government.

বাংলা অনুবাদ

রচনা - বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

ভূমিকা : একটি সর্বজনীন সত্য যে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং প্রাথমিক শিক্ষা সব শিক্ষার ভিত্তি। বিভিন্ন বিষয়ে বিতর্ক বিদ্যমান কিন্তু শিক্ষা সম্পর্কে কোনো বিতর্ক নেই। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা সেই প্রক্রিয়া যা আমাদের মনকে উন্নত করে। এটি মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণ। শিক্ষাই পশু থেকে একজন মানুষকে পৃথক করে।

এর গুরুত্ব : শিক্ষা শব্দটির ভাবার্থ মতে শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। এই আধুনিক জগতে পুরুষ ও মহিলা উভয়েরই শিক্ষা গ্রহণ করা উচিত। শিক্ষা ছাড়া জীবন অর্থহীন। জীবনকে অর্থপূর্ণ করতে শিক্ষা অত্যাবশ্যকীয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত। এটা জাতির অন্য একটি অভিশাপ। একটি শিক্ষিত জাতি হওয়ার জন্যে আমাদেরকে অবশ্যই প্রাথমিক শিক্ষায় জোর দিতে হবে।

এর বর্তমান অবস্থা : কিন্তু এটা ভাগ্যের একটি পরিহাস যে, প্রাথমিক শিক্ষা একটি শোচনীয় অবস্থায় আছে। স্কুলে প্রয়োজনীয় উপকরণ নেই। শ্রেণি কার্যক্রম ভাঙাচোরা ভবনগুলোতে অনুষ্ঠিত হয়। অনেক গ্রামাঞ্চলে, শ্রেণিকক্ষের অভাবের কারণে খোলা আকাশের নিচে শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রাথমিক স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই।

গ্রহণীয় ব্যবস্থাসমূহ : যদি আমরা উন্নত দেশগুলোর দিকে তাকাই আমরা দেখতে পাই যে, তাদের উন্নয়নের মূল হচ্ছে শিক্ষা। একটি শিক্ষিত জাতি দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। অশিক্ষিত দরিদ্র মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ইচ্ছুক নয়। গণমাধ্যমের মাধ্যমে জনসাধারণের মধ্যে শিক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করা উচিত। তাদের সন্তানদের স্কুলে পাঠাতে তাদের উৎসাহিত করা উচিত। একই সময়ে অন্যান্য উপকরণসহ বই ও স্কুলের পোশাক বিনামূল্যে সরবরাহ করা উচিত। এ ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য একটি সাক্ষরতা অভিযান চালু করা যেতে পারে। এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ করা উচিত।

উপসংহার : সবাইকে বুঝতে হবে যে, শিক্ষাই আলো। তারপর আমরা আশা করতে পারি যে, অজ্ঞতার অন্ধকার দেশ থেকে দূরীভূত হবে। প্রাথমিক শিক্ষা এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আর সরকার থেকে এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

Popular posts from this blog

সাক্ষ্য আইন (সংশোধন), ২০২২ Evidence Act (Amendment) 2022

সাক্ষ্য আইন (সংশোধন), ২০২২ ডিজিটাল রেকর্ড বা ইলেক্ট্রনিক রেকর্ড কি? ডিজিটাল রেকর্ড বা ইলেক্ট্রনিক রেকর্ডের প্রমাণ: ডিজিটাল স্বাক্ষর সনদ কি? প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কি? ধারা ৪৫: বিশেষজ্ঞদের মতামত ধারা ৪৫ক: শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত ধারা ৪৭ক: ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যেখানে প্রাসঙ্গিক। ধারা-৬৫ক: ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান ধারা-৬৫খ: ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা ধারা-৬৭ক: ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ ধারা-৭৩ক: শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান ধারা-৭৩খ:- অন্যদের সাথে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য তুলনা, স্বীকৃত বা প্রমাণিত ধারা-৮১ক। ডিজিটাল আকারে গেজেট হিসাবে অনুমান ধারা-৮৫ক: ডিজিটাল আকারে চুক্তির অনুমান। ধারা-৮৫খ: ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষরের অনুমান ধারা ৮৭গ: ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে অনুমান ধারা-৮৮ক: ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান ধারা-৮৯ক: শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান। ধারা-৯০ক: পাঁচ বছরের পুরনো ডিজিটাল রেকর্ডের অনুমান। ধারা-১৪৬: জেরায় আইনসঙ্গত প্রশ্ন। সাক্ষ্য আইন (সংশোধন), ২০

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha

Most Important Preposition List of Appropriate Prepositions A to Z

The Most Important Prepositions List of Appropriate Prepositions A to Z Appropriate Prepositions starting with the letter "A" The Most Important Appropriate Prepositions starting with A Abide by (মেনে চলা): I shall abide by the rules of this country. Abound in / Abound with ( প্রচুর) : Tigers abound in the African forests. This jungle abounds with (Or, in) tigers. Absent from (a place) (অনুপস্থিত থাকা): He was absent from the parents meeting called by the principal. Absorbed in (মগ্ন): He is absorbed in writing his biography. Abstain from (বিরত থাকা): I shall abstain from doing any wrong with others. Abide with (সঙ্গে থাকা): He abides with his parents in the USA. Abide in (বাস করা): I abide in Narayangonj. Abound with (পূর্ণ থাকা): The Padma abounds with hilsa, a very tasty fish. Abhorance of (ঘৃণা): A sinner has no abhorance of sin. Abhorent to (ঘৃণা): Smoking is abhorent to me. Access to (প্রবেশাধিকার): I have free access to the manager of this company. Accompanied by a