Skip to main content

HSC English First Paper English For Today Unit 1 Lesson 3

An essay - Climate Change রচনা - জলবায়ু পরিবর্তন

An essay - Climate Change

Climate Change

Introduction: We take various things from nature for our use. We also behave rudely towards nature. It has destroyed the balance of nature.  Most of the time we forget that the elements of nature are limited. However, unplanned urbanization and industrialization has affected the world environment enormously. The enormous pollution of the environment is the most significant cause of the change of the world climate and Bangladesh is also under the threat of it.

Its causes: The climate is changing mostly for the greenhouse effect. As a consequence of  the greenhouse effect, the balance of the environment is breaking down for increasing the average temperature 

Threats to Bangladesh: According to the observation of the IPCC,  one of the threats to Bangladesh is the rise of  average temperature of Bangladesh from 0.2 to 1 degree celsius. Bangladesh is under the severe threat as it is in the Asian region. The probable threats to Bangladesh for  the global warming are:

1. Natural disaster will increase: Flood, cyclone, high tide, etc. will increase due to the change of the climate. It will destroy our assets and lives immensely specially in our coastal areas.

2. Coastal areas and low lands will go under water: According to the opinion of the IPCC, the sea level of the Bay of Bengal will increase about one metre by this century. Rainfall will increase abruptly in the rainy areas for the change of the climate. So, the global warming is increasing the risk for our coastal areas and low lands.

3.Desertification of the dry areas: On one hand, global warming will certainly increase the rainfall in the rainy areas and on the other hand, it will cease the rainfall in the dry areas. So, the desertification will happen in some areas of our country for the change of the climate.

4. Production of agricultural products will decrease: The average temperature of Bangladesh will increase up to 2 degree celsius by the year 2050. It will decrease the production of rice upto 10% and wheat upto 30% as a result of the shortage of the water for irrigation.

5. Fishery and forest will be destroyed: The temperature and the salinity of the sea water are increasing. It will certainly destroy the fishes of the sea and the mangrove trees and plants of the forest.

What should Bangladesh do: Bangladesh is under the immense threat of the global warming. Change of climate is affecting greatly the Asian countries. Bangladesh, however, must take the following steps to face the challenges of the global warming:

(a) To stop the use of CFC and other greenhouse gases immensely.

(b) To cease the use of fire woods and bio-fuels.

(c) To expand the programme of planting trees all over the country, specially in the coseral areas.

(d) To observe the behaviours of the world climate and to take immediate decisions accordingly.

(e) To create and increase the public awareness about protecting the environment.

Conclusion: We must take effective and sustainable policies and strategies in order to face the challenges of the climate change. It is our  responsibility to remove the imbalance of nature.

বাংলা অনুবাদ

রচনা: জলবায়ু পরিবর্তন

ভূমিকা : ব্যবহারের জন্য আমরা প্রকৃতি থেকে বিভিন্ন উপাদান নেই। আমরা প্রকৃতির প্রতি নির্দয় আচরণ করি। এটা প্রকৃতির ভারসাম্যকে ধ্বংস করেছে। প্রকৃতির উপাদান সীমিত; বেশিরভাগ সময়ে আমরা এটি ভুলে যাই। যাহোক, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন বিশ্বের পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। পরিবেশের ব্যাপক দূষণ বিশ্ব জলবায়ু পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এবং বাংলাদেশ ও এর হুমকির মধ্যে রয়েছে।

এর কারণসমূহ : প্রধানত গ্রীনহাউজ প্রভাবের জন্য জলবায়ু পরিবর্তিত হচ্ছে। গ্রীনহাউজ প্রভাবের কারণে গড় তাপমাত্রা বাড়ার ফলে পরিবেশের ভারসাম্য ভেঙে যাচ্ছে।

বাংলাদেশের জন্যে হুমকিসমূহ : আইপিসিসি-এর পর্যবেক্ষণ মতে, বাংলাদেশের গড় তাপমাত্রা ০.২ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ চরম হুমকির মুখে রয়েছে কারণ এটি এশীয় অঞ্চলে অবস্থিত। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের জন্য সম্ভাব্য হুমকিসমূহ:

(১) প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে : জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘূর্ণিঝড়, উচ্চ জোয়ার ইত্যাদি বৃদ্ধি পাবে। এটি বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে আমাদের জীবন ও সম্পদসমূহের ক্ষতিসাধন করবে।

(২) উপকূলীয় অঞ্চল ও নিম্ন ভূমিগুলো পানির নিচে চলে যাবে : আইপিসিসি এর মতে এই শতাব্দীর মধ্যে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় এক মিটার বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি প্রবল অঞ্চলের বৃষ্টিপাত বাপকভাবে বাড়বে। তাই বৈশ্বিক উষ্ণায়ন আমাদের উপকূলীয় এলাকা ও নিম্নভূমি গুলির জন্য হুমকি বাড়াচ্ছে।

(৩) শুষ্ক এলাকার মরুকরণ : বৈশ্বিক উষ্ণায়ন একদিকে বৃষ্টিপ্রবণ অঞ্চলের বৃষ্টিপাত বাড়াবে এবং অন্যদিকে শুষ্ক এলাকায় বৃষ্টিপাত বন্ধ হবে। তাই জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশের কিছু অঞ্চলে মরুকরণ ঘটবে।

(৪) কৃষি পণ্যের উৎপাদন হ্রাস পাবে : ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। সেচের পানির ঘাটতির কারণে এটি চালের উৎপাদন ১০% পর্যন্ত এবং গমের উৎপাদন ৩০% পর্যন্ত কমিয়ে দিবে।

(৫) মৎস্য ও বন ধ্বংস হবে: সমুদ্রের পানির তাপমাত্রা ও লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এটি সামুদ্রিক মাছ, ম্যানগ্রোভ গাছ এবং বনের গাছগুলো নষ্ট করবে।

বাংলাদেশের কী করা উচিত : বৈশ্বিক উষ্ণায়নের বড়ো হুমকির মধ্যে রয়েছে বাংলাদেশ। জলবায়ুর পরিবর্তন এশীয় দেশগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। বৈশ্বিক উষ্ণায়নের হুমকি মোকাবেলায় বাংলাদেশের নিম্নলিখিত সতকর্তা গ্রহণ করা উচিত:

(ক) এই মুহূর্ত সিএফসি ও অন্যান্য গ্রীনহাউজ গ্যাসের ব্যবহার বন্ধ করা।

(খ) জ্বালানি কাঠ ও জৈব জ্বালানির ব্যবহার বন্ধ করা।

(গ) দেশের সব জায়গায়, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূতি প্রসার করা।

(ঘ) বিশ্ব জলবায়ুর আচরণ পর্যবেক্ষণ ও তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা।

(ঙ) পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি করা।

উপসংহার: জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় আমাদের কার্যকর ও টেকসই নীতিমালা এবং কৌশল সমূহ প্রস্তুত করা উচিত। প্রকৃতির ভারসাম্যহীনতা দূর করা আমাদের দায়িত্ব।

Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...