- Get link
- X
- Other Apps
দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের দরখাস্ত মুসাবিদা
রোস্তম আলীর স্ত্রী মালেকা ঢাকায় পারিবারিক আদালতে (১ম সহকারী জজ আদালত, ঢাকা) খোরপোষের জন্য একটি মোকদ্দমা দায়ের করিয়াছে। আলীও বিবাহ বিচ্ছেদের জন্য ৪র্থ সহকারী জজ আদালত, ঢাকায় একটি মোকদ্দমা দায়ের করিয়াছে। মালেকা বিবাহ বিচ্ছেদের মোকদ্দমাটি ৪র্থ সহকারী জজ আদালত হইতে ১ম সহকারী জজ আদালতে বদলী করার ব্যবস্থা করিতে আপনাকে উকিল নিয়োগ করিয়াছেন। উক্ত মোকদ্দমাটি স্থানান্তরের জন্য প্রার্থনা করিয়া সংশ্লিষ্ট আইনের উল্লেখসহ যথাযথ আদালতে দাখিলের নিমিত্তে একটি দরখাস্ত মুসাবিদা করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ১৮ আক্টোবর ২০০২ সালে এসেছিল।
নিম্নে দেওয়ানী মোকদ্দমা স্থানান্তরের দরখাস্ত মুসাবিদা দেওয়া হলো।
মোকাম: বিজ্ঞ জেলা জজ আদালত, ঢাকা
বিধি মোকদ্দমা নং: ৪৭/২০০২ (পারিবারিক মোকদ্দমা নং ১৫/২০০২ হতে উদ্ভূত)
মালেকা
পিতা: আব্দুল মজিদ
৯০/২, সেন্ট্রাল রোড়,
ধানমণ্ডি, ঢাকা-১২০৫
………বাদিনী (দরখাস্তকারীনি)
বনাম
আলী
পিতা: জহিরউদ্দিন
১৯/২, নিকেতন
গুলশান, ঢাকা-১২১০
……..……বিবাদী (অপরপক্ষ)
বিষয়: ৪র্থ সহকারী জজ আদালত ও পারিবারিক আদালত, ঢাকা-এর পারিবারিক মোকদ্দমা নং ২৭/২০০২ ১ম সহকারী জজ আদালত ও পারিবারিক আদালত, ঢাকাতে বদলির জন্য পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৫(২) ধারায় দরখাস্ত ।
বাদিনী পক্ষে বিনীত নিবেদন এই যে,
১. বাদিনী মালেকা বিবাদী আলীর বিরুদ্ধে গত ০২/০৩/২০০২ তারিখে ঢাকায় পারিবারিক আদালতে (১ম সহকারী জজ আদালত, ঢাকায়) খোরপোষের জন্য একটি মোকদ্দমা দায়ের করেছে এবং উক্ত মোকদ্দমার নং ১৫/২০০২।
২. বিবাদীও গত ০৫/০৩/২০০২ তারিখে বাদিনীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের জন্য ৪র্থ সহকারী জজ আদালত, ঢাকায় একটি মোকদ্দমা দায়ের করেছে যার মোকদ্দমা নম্বর ২৭/২০০২।
৩. উভয় মোকদ্দমায় বাদিনী এবং বিবাদী একই, তাদের প্রার্থীত প্রতিকার সমরুপ এবং মোকদ্দমার কারণ একই বিষয় হতে উৎপত্তি হয়েছে।
৪. বিরোধের বিষয়টি অত্র আদালতের এখতিয়ারাধীন।
৫. যেহেতু মোকদ্দমায় বাদিনী এবং বিবাদীর প্রার্থীত প্রতিকার একই বিষয় হতে উৎপত্তি এবং মোকদ্দমার বিচার্য বিষয় একই এবং যদিও এই ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির ১০ ধারার রেস-সাবজুডিস নীতির কারণে পরবর্তী মোকদ্দমার বিচার স্থগিত থাকার কথা, কিন্তু মোকদ্দমার বহুত্ব কমিয়ে সময় এবং ব্যয় বাঁচাতে উভয় মোকদ্দমার বিচার একত্রে করা আবশ্যক। এটা করা হলে একই বিষয়ে আদালতের ভিন্ন সিদ্ধান্ত প্রকাশের সম্ভাবনা থাকবে না।
৬. বিবাহ বিচ্ছেদের জন্য ৪র্থ সহকারী জজ ও পারিবারিক আদালত, ঢাকাতে আলী কর্তৃক দায়েরকৃত ২৭/২০০২ মোকদ্দমাটি ১ম সহাকারী জজ আদালত ও পারিবারিক আদালত, ঢাকাতে স্থানান্তরের আদেশ দিয়ে একত্রে বিচারের ব্যবস্থা করলে, পক্ষদ্বয়ের মধ্যেকার বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণ করা সম্ভব হবে।
৭. যেহেতু আদালতের উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা এবং মোকদ্দমার পক্ষদ্বয়কে প্রার্থীত প্রতিকার প্রদান করা এবং বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করা, তাই উক্ত দুইটি মোকদ্দমার একত্রে শুনানী করার জন্য ৪র্থ সহকারী জজ ও পারিবারিক আদালত, ঢাকাতে আলী কর্তৃক দায়েরকৃত ২৭/২০০২ মোকদ্দমাটি ১ম সহাকারী জজ আদালত ও পারিবারিক আদালত, ঢাকাতে স্থানান্তরের আদেশ দিতে একান্ত মর্জি হয়।
অতএব, আদালতের নিকট বাদিনী পক্ষের প্রার্থনা এই যে, উপরে উল্লেখিত বিষয় বিবেচনা করে আদালত ন্যায়বিচারের স্বার্থে, মোকদ্দমার বহুত্ব নিবারণে, একই বিষয়ে আদালতের ভিন্ন সিদ্ধান্ত পরিহার করতে এবং স্বল্প সময়ে এবং ব্যয়ে মোকদ্দমাটি নিষ্পত্তি করতে এবং মোকদ্দমা দুইটি একত্রে শুনানীর জন্য ৪র্থ সহকারী জজ ও পারিবারিক আদালত, ঢাকাতে আলী কর্তৃক দায়েরকৃত ২৭/২০০২ মোকদ্দমাটি ১ম সহকারী জজ আদালত ও পারিবারিক আদালত, ঢাকাতে স্থানান্তরের আদেশ দিতে আপনার একান্ত মর্জি হয়।
এবং
আদালতের এমন আদেশের জন্য বাদী পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে।
অদ্য তারিখ ...... ইং
হলফনামা
আমি মালেকা, পিতা: আব্দুল মজিদ, ৯০/২, সেন্ট্রাল রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৫, পেশা: গৃহীনি, বয়স:৩৫, ধৰ্ম: ইসলাম, জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী, জাতীয় পরিচয়পত্র নং........... এই মর্মে শপথপূর্বক ঘোষণা করছি যে,
১. আমি অত্র মামলার বাদিনী এবং তদবিরকার।
২. আমি অত্র মোকদ্দমার বিষয়বস্তু জানি এবং আমি দরখাস্তটি দায়ের করছি এবং অত্র হলফনামা সম্পাদন করতে সক্ষম।
৩. অত্র দরখাস্তের বিবরণসমূহ আমার জানা এবং আমার জ্ঞান মতে সত্য এবং সঠিক।
অত্র হলফনামা ও দরখাস্তের বিবরণ আমার জ্ঞান এবং বিশ্বাসমতে সঠিক এবং সত্য জেনে আমি অত্র হলফনামায় ১২/০২/২০০২ ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকায় আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে নিজ নাম স্বাক্ষর করলাম।
হলফকারীর স্বাক্ষর:
তাং-
হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছে। আমি তাকে সনাক্ত করলাম।
এ্যাডভোকেট
অদ্য তাং ১২/০২/২০০২, হলফকারী আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম দস্তখত করেছে।
হলফনামা পরিচালনাকারী/
হলফনামা কমিশনারের
দস্তখত এবং সীল
হলফনামা কমিশনারের
দস্তখত এবং সীল