- Get link
- X
- Other Apps
ঘোষণামূলক ডিক্রী ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আরজি মুসাবিদা
একটি ঘোষণামূলক ডিক্রী ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আরজি ক এর পক্ষে 'খ' এর বিরুদ্ধে মুসাবিদা যেখানে 'খ' 'ক' কে তাহার পৈতিক নিবাস হইতে ভূয়া মৌখিক দানের ভিত্তিতে উচ্ছেদ করিতে চেষ্টা করিতেছে।
নিম্নে বাদী 'ক' এর পক্ষে ঘোষণামূলক ডিক্রী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার দাবীতে একটি আরজি মুসাবিদা করা হলো।
মোকাম: ১ম সহকারী জজ আদালত, ঢাকা
দেওয়ানী মোকদ্দমা নং-০৭/২০০৭
"ক"
পিতা: মোশারফ করিম
৪৪/গ, শেওড়াপাড়া,
মিরপুর-১০, ঢাকা-১২১০
--------------বাদী
বনাম
"খ"
পিতা: খলিল আহম্মেদ
৫৯, শেওড়াপাড়া,
মিরপুর-১০, ঢাকা-১২১০
----------বিবাদী
বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় স্বত্ব ঘোষণাসহ উক্ত আইনের ৫৪ ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা
মোকদ্দমার তায়দাদ (মূল্যমান)-১,০০০/- টাকা
উপরোক্ত বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে,
১. বাদী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং অত্র মোকদ্দমার
আরজির তফসিলে বর্ণিত সম্পত্তিতে স্থায়ীভাবে বসবাসকারী এবং ভোগদখলকারী। অন্যদিকে অত্র
মোকদ্দমার বিবাদী একজন ভূমি দস্যু। তিনি জাল জালিয়াতির মাধ্যমে কতিপয় দলিল তৈরী করে
অনেক মানুষের সম্পত্তি জবর দখল করেছেন।
২. বাদী পৈত্রিকসূত্রে 'সূখের নীড়’ নামক একটি তিন তলা বিশিষ্ট আবাসিক বিল্ডিং এর মালিক। উক্ত
বাড়ীটি মিরপুর ১০ এর পূর্ব দিকের রাস্তার পাশে ৫ শতক জমির উপর অবস্থিত। সম্পত্তির আরও
সুনির্দিষ্ট বর্ণনা এই আরজির শেষে তফসিলে বর্ণনা করা হয়েছে।
৩. বাদী উক্ত বাড়ীটি পৈত্রিক সূত্রে একমাত্র ওয়ারিশ এবং গত ০২-০৫-২০০৬ ইং তারিখে তার পিতার
মৃত্যুর পর কোন রকম বাধা বিঘ্ন ছাড়া শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে।
৪. বাদীর পিতা উক্ত সম্পত্তিটি জনাব রহমত আলীর নিকট থেকে গত ০১/০৭/১৯৭৯ ইং তারিখে ১৩৩৬ নং নিবন্ধিত বিক্রয় কবলা দলিলমূলে ক্রয়পূর্বক ভোগ দখল করে আসছে।
৫. বাদী তফসিলভুক্ত সম্পত্তি ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে রেকর্ডে পিতার নাম কর্তন করে নিজ নামে বি.এস খতিয়ান সৃজন করে এবং হালনাগাদ হওয়া পর্যন্ত সকল খাজনাদি পরিশোধ করে ।
৬. বিবাদী গত ১০/০৭/২০০৭ ইং তারিখে একজন অপরাধমূলক প্রবেশকারী হিসেবে নালিশী সম্পত্তিতে প্রবেশ করে বাদীকে উচ্ছেদপূর্বক তৃতীয় তলা বিশিষ্ট ভবনটি ভেঙ্গে বহুতল ভবন নির্মাণের হুমকি প্রদান করে এবং বিবাদী বাদীর পিতার নিকট হতে মৌখিক দান পত্রের মাধ্যমে উক্ত সম্পত্তির মালিক বলে দাবী করে। অত:পর বাদী উক্ত বিষয় নিয়ে বিগত ১১/০৭/২০০৭ তারিখে মিরপুর থানায় ৭৫১ নং জিডি করে। কিন্তু বিবাদী কোন কিছুতেই নিবৃত্ত হন নাই।
৭. বিবাদীর প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ০২/০৮/২০০৭ ইং তারিখে পুনরায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে নালিশী সম্পত্তিতে প্রবেশ করার চেষ্টা করে এবং তফসিলভুক্ত সম্পত্তির আশেপাশে ইট, বালি, সিমেন্ট রাখতে থাকে। বিবাদীর এমন কাজ বাদীর দখল এবং মালিকানার জন্য হুমকি স্বরুপ।
৮. বিবাদী কর্তৃক দাবীকৃত মৌখিক দানের বিষয়টি মিথ্যা এবং ভূয়া। বাদী উত্তরাধিকারসূত্রে উক্ত সম্পত্তির মালিকানা পেয়েছে এবং তার পিতা উক্ত সম্পত্তি মৃত্যুর পূর্বে কোন ব্যক্তিকে দান বা অন্য কোন প্রকারে হস্তান্তর করেনি।
৯. মোকদ্দমার কারণ: যেহেতু মোকদ্দমার তফসিলভুক্ত সম্পত্তি হতে বিগত সর্বশেষ ০২/০৮/২০০৭ ইং তারিখে বিবাদী বাদীকে উচ্ছেদের চেষ্টা করেছে তাই উক্ত সময় হতে মোকদ্দমা দায়েরের কারণ উৎপত্তি হয়েছে এবং বাদী নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমাটি দায়ের করেছে।
১০. মোকদ্দমার বিরোধীয় সম্পত্তির তফসিল অনুযায়ী সম্পত্তিটি আদালতের এখতিয়ারাধীন এবং উক্ত মোকদ্দমার বিষয়বস্তুর বিষয়ে বিরোধ নিষ্পত্তিতে আদালতের সম্পূর্ণ এখতিয়ার আছে।
১১. মোকদ্দমার মূল্যমান: যেহেতু মোকদ্দমাটি স্বত্ব ঘোষণাসহ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যার মূল্য
নির্ধারণের কোন মানদণ্ড নেই, সেহেতু বাদীর প্রার্থীত প্রতিকারের মূল্য ১০০০ (এক হাজার) টাকা ধরে নিয়ে ধার্য্যকৃত মূল্যের উপর ৩০০/- টাকা অ্যাডভালোরেম কোর্ট ফি প্রদানপূর্বক আরজি দাখিল করা হয়েছে।
অতএব বিজ্ঞ আদালতের নিকট বাদী পক্ষের প্রার্থনা এই যে,
ক. বাদী নালিশী সম্পত্তির মালিক মর্মে ঘোষণামূলক ডিক্রী দিতে;
খ. বিবাদী নালিশী সম্পত্তিতে প্রবেশ করে বাদীকে বেদখল করা হতে এবং নালিশী সম্পত্তিতে বাদীর শান্তিপূর্ণ ভোগ দখলে বিঘ্ন ঘটানো থেকে বিবাদীকে চিরতরে বিরত থাকার নির্দেশ প্রদান করে বিবাদীর বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী দিতে;
গ. অত্র মামলার যাবতীয় খরচ বিবাদী বাদীকে প্রদান করবে মর্মে ডিক্রী দিতে;
ঘ. আদালতের বিবেচনা মতে আইন এবং ন্যায়নীতি
অনুযায়ী বাদী অন্যান্য যে সকল প্রতিকার পাওয়ার
হকদার তার আদেশ এবং ডিক্রী প্রদান করতে
এবং
আদালতের এমন আদেশের জন্য বাদী পক্ষ চিরতরে আদালতের প্রতি কৃতজ্ঞ থাকবে।
তফসিল
মৌজা- মিরপুর ১০, থানা-মিরপুর, জেলা-ঢাকা,
সি, এস, জরিপের ১১৭৮ নং খতিয়ানের আর এস জরিপের ১১৭৮ খতিয়ানের বি, এস জরিপের
৫০৯১ খতিয়ানের ৩৮৬৪ দাগের ০৫ শতক জমি।
চৌহদ্দি
উত্তরে- জহির আহম্মদ কন্ট্রাক্টরের বাড়ী, দক্ষিণে- উক্ত দাগের বাকী জায়গা, পূর্বে- সরকারী রাস্তা, পশ্চিমে- আজিজ সাহেবের বাড়ী।
সত্যপাঠ
আমি মো: ..ক........, পিতা: মোশারফ করিম, ৪৪/গ, শেওড়াপাড়া, থানা: মিরপুর, জেলা: ঢাকা, এই মর্মে ঘোষণা করছি যে অত্র আরজিতে যা লিপিবদ্ধ করা হয়েছে তা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জেনে অদ্য ১০/০৮/২০০৭ ইংরেজী তারিখে সকাল ১০.০০ টার সময় বিজ্ঞ আইনজীবীর চেম্বারে উপস্থিত হয়ে অত্র সত্যপাঠে নিজ নাম স্বাক্ষর করলাম।
সত্যপাঠকারীর স্বাক্ষর
তাং...…........