- Get link
- X
- Other Apps
আরজি সংশোধনীর দরখাস্ত মুসাবিদা
আদেশ ৬ এর ১৬ বিধি অনুযায়ী আদালত মোকদ্দমার যে কোন পর্যায়ে প্লিডিংসের (আরজি বা লিখিত জবাবের) যে কোন বিষয় কর্তন বা সংশোধন করতে আদেশ দিতে পারে যদি উল্লেখিত বিষয়টি
১. অপ্রয়োজনীয় হয়,
২. কুৎসাজনক হয়,
৩. মোকদ্দমার সুষ্ঠু বিচার বাধাগ্রস্থ, বা বিলম্বিত করতে পারে।
দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধিতে প্লিডিংস সংশোধন সম্পর্কিত বিধান করা হয়েছে। প্লিডিংস সংশোধন অর্থ হলো বাদী কর্তৃক তার আরজি সংশোধন এবং বিবাদী কর্তৃক তার লিখিত জবাব সংশোধন। অর্থাৎ বাদী তার আরজি এবং বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধির অধীন দায়ের করতে পারে। মনে রাখতে হবে ৬ আদেশের ১৭ বিধিটি আরজি ও লিখিত জবাব উভয় সংশোধনের জন্য প্রযোজ্য।
আদালত মোকদ্দমার যেকোনো পর্যায়ে মোকদ্দমার যেকোনো পক্ষকে প্লিডিংস সংশোধন বা পরিবর্তনের অনুমতি দিতে পারে । কিন্তু বিচার শুরুর পর প্লিডিংস সংশোধনের কোন আবেদন আদালত অনুমোদন করবে না যতখন পর্যন্ত না আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরও উক্ত আবেদনকারী মোকদ্দমার বিচার শুরু হবার আগে সংশোধন করার আবেদন করতে পারেনি [দেওয়ানী কার্যবিধি (সংশোধনী) ২০১২]। বিচার শুরু হবার পর আবেদনকারী যদি সংশোধন করার আবেদন করে এবং আদালত যদি মনে করে, মোকদ্দমার বিলম্ব করার জন্য এমন আবেদন করা হয়েছে তাহলে আদালত আবেদনকারীকে আপত্তি উপস্থাপনকারীকে খরচ প্রদানের আদেশ দিতে পারে।
প্রশ্ন: আরজি সংশোধনের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ২৭ অক্টোবর ২০০৪ সালে এসেছিল।
আরজি সংশোধনীর দরখাস্ত মুসাবিদা
মোকাম: ৩য় যুগ্ম জেলা জজ আদালত, চট্টগ্রাম
সূত্র:- দেওয়ানী মোকদ্দমা নং ৫৩৭/২০১৪ ইং
মোছা: শামীমা আকতার
পিতা: মো: আব্দুর রহমান
৪৫/ক, আকবর শাহা বাজার
আকবর শাহা, চট্টগ্রাম
…..বাদিনী/দরখাস্তকারিনী
বনাম
মোঃ শাহ আলম
৮১/জে, আকবর শাহা বাজার
আকবর শাহা, চট্টগ্রাম
…..বিবাদী (প্রতিপক্ষ)
বিষয়: দরখাস্তকারীর পক্ষে দেওয়ানী কার্যবিধি আইনের ৬ আদেশের ১৭ বিধি মতে আরজি সংশোধনের আবেদন।
বাদিনী পক্ষে বিনীত নিবেদন এই যে,
১. বাদিনী অত্র আদালতে নালিশী সম্পত্তিতে তার স্বত্ব ঘোষণাসহ বি.এস. জরিপ ও বি.এস. নামজারী খতিয়ানে ভুল মর্মে ঘোষণার আবেদন করে বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে।
২. আরজি দাখিলের পর বাদিনী আরজি পাঠ করার পর কিছু তথ্য ভুল আছে বলে মনে করে এবং সেগুলো বিয়োজন করে নতুন কিছু তথ্য সংযুক্ত করা প্রয়োজন বলে উপলব্ধি করে।
৩. উক্তরূপ ভুল বাদীর অনিচ্ছাকৃত এবং তা সংশোধনের মাধ্যমে সংযোজিত হওয়া প্রয়োজন । এমতাবস্থায় নিম্নলিখিত বিষয়ে আরজি সংশোধন করা আবশ্যক। অন্যথায় বাদীর অপূরণীয় ক্ষতি হবে।নিম্নরূপভাবে আরজি সংশোধিত হলে মামলার ধরণ ও গঠনে কাঠামোগত কোন পরিবর্তন হবে না, নতুন কোন বিরোধ সূচনা হবে না এবং বিবাদী কোনভাবে ক্ষতিগ্রস্থ হবে না।
প্রস্তাবিত সংশোধনীসমূহ:
ক. বাদিনীর আরজির ৪নং পৃষ্ঠার ৩নং দফার ১০ম লাইনে “আছেন” শব্দ কর্তন করে উক্তস্থলে “থাকাবস্থায় বিবাদীর সাথে আপোষ মীমাংসার মাধ্যমে চিহ্নিত তফসিলভুক্ত সম্পত্তির চারিদিকে পাঁকা প্রাচীর নির্মাণ করে এবং উক্ত স্থানে গৃহ নির্মাণ করে বাদী বসবাস করে আসছে” শব্দগুলো প্রতিস্থাপিত হবে।
খ. বাদিনীর আরজির ৬নং পৃষ্ঠায় ৫ম লাইনে বি.এস. খতিয়ান নং-৪১ এর পরিবর্তে বি.এস খতিয়ান-৪০১ প্রতিস্থাপিত হবে।
গ, বাদিনীর আরজির ৮নং পৃষ্ঠায় ২নং কলামের শেষে নিম্নলিখিত লাইনটি যুক্ত করতে হবে। “বাদী উক্ত সম্পত্তিতে পৈত্রিক সূত্রে উত্তরাধিকারী হয়ে বসবাস করে আসছে।“
8. প্রস্তাবিত সংশোধনী ন্যায় বিচারের স্বার্থে এবং মোকদ্দমার বিরোধীয় বিষয়ের প্রকৃত প্রশ্ন নির্ধারণে প্রয়োজন।
৫. যদি সংশোধনীর আবেদন মঞ্জুর করা না হয় তাহলে বাদিনী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।
অতত্রব আবেদনকারীর পক্ষে প্রার্থনা এই যে,
মাননীয় আদালত উপরোক্ত বিষয়াদি গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে আরজির প্রস্তাবিত সংশোধনীসমূহ মঞ্জুর করে আদেশ প্রদান করতে একান্ত মর্জি হয়।
এবং
আদালতের এমন আদেশের জন্য বাদী পক্ষ চির কৃতজ্ঞ থাকবে।
অদ্য তারিখ
হলফনামা
আমি মোছা: শামীমা আক্তার, পিতা: মোঃ আব্দুর রহমান, ৪৫/ক, আকবর শাহা বাজার, থানাঃ আকবর শাহা, জেলা: চট্টগ্রাম, পেশা: শিক্ষকতা, বয়স: ৪৫, ধর্ম: ইসলাম, জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী, এই মর্মে শপথপূর্বক ঘোষণা করছি যে,
১. আমি অত্র মামলার বাদিনী এবং দরখাস্তকারী।
২. আমি অত্র মোকদ্দমার বিষয়বস্তু জানি এবং আমি দরখাস্তুটি দায়ের করছি এবং অত্র হলফনামা সম্পাদন করতে সক্ষম।
৩. অত্র দরখাস্তের বিবরণসমূহ আমার জ্ঞান মতে সত্য এবং সঠিক।
অত্র হলফনামা ও দরখাস্তের বিবরণ আমার জ্ঞান এবং বিশ্বাসমতে সঠিক এবং সত্য জেনে আমি অত্র হলফনামায় ০৫/০২/২০১৪ ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকায় আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে নিজ নাম স্বাক্ষর করলাম।
হলফকারীর স্বাক্ষর:
তাং
হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছে। আমি তাকে সনাক্ত করলাম।
এ্যাডভোকেট
অদ্য তাং ০৫/০২/২০১৪, হলফকারী আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম দস্তখত করেছে।
হলফনামা পরিচালনাকারী/
হলফনামা কমিশনারের
দন্তখত এবং সীল
হলফনামা কমিশনারের
দন্তখত এবং সীল
আরজি সংশোধনের দরখাস্ত মুসাবিদা টি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন
ডাউনলোড
উপরের আরজি সংশোধনের দরখাস্ত মুসাবিদা যে সমস্ত আইনের আলোকে করা হয়েছে তার লিংক নিম্নে দেওয়া হলো:
১. আরজি সংশোধনের দরখাস্ত মুসাবিদার বিধান