- Get link
- X
- Other Apps
আইনগত কার্যধারায় কোন সময় গণনা থেকে বাদ দিতে হবে?
কখন এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে?
কি কি শর্তে এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনায় বাদ দিতে হবে?
কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ১৪ ধারা প্রযোজ্য?
প্রতারণার ফলাফল কি?
লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল কি?
অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি?
তামাদির মেয়াদ গণনা [Computation of Period of Limitation]
তামাদির মেয়াদ বা সময় গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিয়ে গণনা করতে হবে তা ১২ থেকে ১৭ ধারায় আলোচনা করা হয়েছে।
আইনগত কার্যধারায় কোন সময় গণনা থেকে বাদ দিতে হবে?
তামাদি আইনের ১২ (১) ধারা অনুযায়ী-
কোন মামলা, আপীল, বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, যেদিন থেকে উক্ত মেয়াদ আরম্ভ হবে, সেই দিনটি বাদ দিতে হবে।
তামাদি আইনের ১২ (২) ধারা অনুযায়ী-
আপীল, আপীলের অনুমতি দরখাস্ত অথবা রায় রিভিউের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে, যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে, সে দিনটি এবং যে ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপীল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে, তার নকল (সইমুহুরী) গ্রহণ করতে যে সময় ব্যয় হবে, তা বাদ দিতে হবে।
তামাদি আইনের ১২ (৩) ধারা অনুযায়ী-
যে ক্ষেত্রে ডিক্রি সম্পর্কে আপীল বা রিভিউ প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে যে রায়ের উপর উক্ত ডিক্রি প্রতিষ্ঠিত সেই রায়ের নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে।
তামাদি আইনের ১২ (৪) ধারা অনুযায়ী-
কোন রোয়েদাদ বা Award বাতিল করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, রোয়েদাদ উত্তোলন করতে যে সময় ব্যয় হবে, তা বাদ দিতে হবে।
কখন এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে?
তামাদি আইন, ১৯০৮ এর ১৪ ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা হতে বাদ দিতে হবে। তামাদি আইনের ১৪(১) ধারা প্রযোজ্য হবে মোকদ্দমার তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে এবং তামাদি আইনের ১৪ (২) ধারা প্রযোজ্য হবে যেকোন আবেদনের তামাদির মেয়াদ গণনার জন্য।
কি কি শর্তে এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনায় বাদ দিতে হবে?
১. পূর্ববর্তী এবং পরবর্তী উভয় মোকদ্দমার কার্যক্রম একই পক্ষগণ কর্তৃক দায়েরকৃত দেওয়ানী কার্যক্রম হতে হবে;
২. বাদী পূর্ববর্তী মামলার কার্যক্রমটি যথাবিহিত যত্নের সাথে এবং সরল বিশ্বাসে পরিচালনা করতেছিল।
৩. আদালতের এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ কারণে আদালত পূর্ববর্তী কার্যক্রমটি পরিচালনা করতে ক্ষমতাসম্পন্ন ছিলনা।
তখন এখতিয়ারবিহীন আদালতে উক্ত ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দিতে হবে।
উদাহরণ: ক এখতিয়ারবিহীন আদালতে সৎ বিশ্বাসে একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করে। পরবর্তীতে দেখা যায়, উক্ত আদালতের মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার নেই। ক মোকদ্দমাটি অন্য একটি এখতিয়ারসম্পন্ন আদালতে দায়ের করে। কিন্তু ইতোমধ্যে মোকদ্দমার তামাদির মেয়াদ শেষ হয়েছে। এই ক্ষেত্রে তামাদি আইনের ১৪ ধারার বিধান অনুযায়ী প্রথম আদালতে ব্যয়িত সময়, তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দিয়ে গণনার জন্য ১৪ ধারায় আবেদন করা যাবে।
কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ১৪ ধারা প্রযোজ্য?
তামাদি আইনের ১৪ ধারা নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে-
১. মূল মোকদ্দমার মেয়াদ গণনার ক্ষেত্রে;
২. যেকোন আবেদনের মেয়াদ গণনার ক্ষেত্রে
কিন্তু তামাদি আইনের ১৪ ধারা আপীল, রিভিশন, বা রিভিউ এর ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ এখতিয়ারবিহীন আদালতে আপীল দায়ের করলে এবং উক্ত এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ দিয়ে আপীলের তামাদির মেয়াদ গণনা করতে ১৪ ধারায় আবেদন গ্রহণযোগ্য না। এখতিয়ারবিহীন আদালতে আপীল দায়েরের কারণে ব্যয়িত সময় মওকুফের জন্য তামাদি আইনের ৫ ধারায় আবেদন করা যেতে পারে।
প্রতারণা এবং লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল কি?
তামাদি আইনের ১৮ ধারায় প্রতারণার ফলাফল এবং তামাদি আইনের ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতারণার ফলাফল কি?
প্রতারণার ক্ষেত্রে কখন তামাদির মেয়াদ গণনা শুরু হবে তা তামাদি আইনের ১৮ ধারায় উল্লেখ করা হয়েছে।
যেক্ষেত্রে-
ক. কোন ব্যক্তি মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী; এবং
খ. উক্ত অধিকারের বিষয়টি অথবা এমন অধিকার প্রতিষ্ঠার জন্য যে দলিল প্রয়োজনীয়, তা প্রতারণা করে তার নিকট হতে গোপন করা হয়েছে, সেই ক্ষেত্রে উক্ত প্রতারণার কারণে যে ব্যক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়,
I. সে সর্বপ্রথম যখন উক্ত প্রতারণার বিষয়টি জানতে পারে তখন থেকে বা
II. দলিল গোপন করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্থ ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ
হয় বা অপর পক্ষকে উপস্থাপন করতে বাধ্য করতে পারে, সেদিন থেকে মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে।
তামাদি আইনের ১৮ ধারায় ২ শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে-
১. প্রতারণার জন্য দোষী ব্যক্তির বা তার সহযোগীর বিরুদ্ধে অথবা
২. যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ব্যতীত অন্যকোনভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে স্বত্ব দাবী করে।
লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল কি?
তামাদি আইনের ১৯ ধারায় লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। যখন কোন সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই যে পক্ষের নিকট থেকে উক্ত সম্পত্তি বা অধিকার দাবী করা হচ্ছে, সেই পক্ষ লিখিত ও স্বাক্ষরিত করে উক্ত সম্পত্তি সম্পর্কে দায় স্বীকার করে, তখন উক্ত স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে।
তবে শর্তসমূহ হলো-
১. একটি প্রাপ্তি স্বীকারের [Acknowledgement] বিবৃতি থাকতে হবে;
২. এমন প্রাপ্তি স্বীকার হবে কোন সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে;
৩. তামাদির মেয়াদ শেষ হওয়ার আগে এমন প্রাপ্তি স্বীকার হতে হবে;
৪. যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা অধিকার দাবী করা হয় সেই ব্যক্তি কর্তৃক প্রাপ্তি স্বীকার অবশ্যই লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে।
উপরে উল্লেখিত শর্তে স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে।
অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি?
তামাদি আইন, ১৯০৮ এর ২৩ ধারায় অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন: ক এবং খ এর মধ্যে কর্জের বা ধারের টাকা সম্পর্কিত একটি চুক্তি ছিল। ধারের টাকা পরিশোধের তারিখে ক চুক্তিভঙ্গ করলো এবং পরবর্তী একটি তারিখে টাকা পরিশোধের দিন দিলো। উক্ত তারিখেও সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হলো এবং পুনরায় তারিখ দিলো। ক যতবার চুক্তিভঙ্গ করবে ততবার নতুন করে ধারের টাকা আদায়ের মামলা দায়েরের তামাদির মেয়াদ শুরু হবে।
টপিকস
তামাদির মেয়াদ গণনা [Computation of Period of Limitation] আইনগত কার্যধারায় কোন সময় গণনা থেকে বাদ দিতে হবে? কখন এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে? কি কি শর্তে এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনায় বাদ দিতে হবে? কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ১৪ ধারা প্রযোজ্য? প্রতারণার ফলাফল কি? লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল কি? অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি?
ইউটিউব ভিডিও - তামাদির মেয়াদ গণনা Computation of Period of Limitation