- Get link
- X
- Other Apps
প্রতিকার কত প্রকার?
ক্ষতিপূরণমূলক প্রতিকার কি?
সুনির্দিষ্ট প্রতিকার কি?
সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট কত ধরণের সুনির্দিষ্ট প্রতিকার আছে?
কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে?
নিরোধমূলক প্রতিকার কি?
কিভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়?
ক্ষতিপূরণমূলক প্রতিকার কি?
সুনির্দিষ্ট প্রতিকার কি?
সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট কত ধরণের সুনির্দিষ্ট প্রতিকার আছে?
কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে?
নিরোধমূলক প্রতিকার কি?
কিভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়?
সুনির্দিষ্ট প্রতিকার আইন Specific Relief Act ১৮৭৭ প্রাথমিক আলোচনা:
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ একটি তত্ত্বগত বা মৌলিক আইন। ১৮৭৭ সালের ১ নম্বর আইন। আইনটি ১৮৭৭ সালের ১লা মে কার্যকর হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট ধারা ৫৭টি। The New York Civil Code, 1862 এর আদলে বা অনুকরণে Dr. Whitley Stokes ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনটির খসড়া প্রণয়ন করেন। সুনির্দিষ্ট প্রতিকার (সংশোধন) আইন, ২০০৪ [Specific Relief (Amendment) Act 2004] কার্যকর বা বলবৎ হয়েছিল ০১.০৭.২০০৫ তারিখ হতে।
প্রতিকার কত প্রকার?
আইন দ্বারা বলবৎযোগ্য দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রতিপালন না করার প্রতিকার ২ ধরণের হতে পারে:
১. ক্ষতিপূরণমূলক প্রতিকার (compensatory relief] এবং
২. সুনির্দিষ্ট প্রতিকার [specific relief ]
ক্ষতিপূরণমূলক প্রতিকার [compensatory relief] কি?
ক্ষতিপূরণমূলক প্রতিকার সাধারণত আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া হয়। এই ক্ষেত্রে যে পক্ষ বাধ্যবাধকতা প্রতিপালনে ব্যর্থ হয়েছে আদালত সেই পক্ষকে নির্দেশ প্রদান করে অন্যপক্ষকে ক্ষতিপূরণ প্রদানে। অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক প্রতিকার অপর্যাপ্ত এবং মূল্যহীন। ক্ষতিপূরণমূলক প্রতিকার মূল্যহীন যেমন যে ব্যক্তিকে ক্ষতিপূরণ পরিশোধ করতে আদেশ দেওয়া হয়েছে সে যদি দেউলিয়া ব্যক্তি হয়, তাহলে সে ক্ষতিপূরণ দিতে অক্ষম এবং এই ক্ষেত্রে ক্ষতিপূরণ কার্যকর করা যায় না। বা যেক্ষেত্রে দায়িত্ব হলো কোন নির্দিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তর করার, সেই ক্ষেত্রে সম্পত্তির বিকল্প হিসাবে ক্ষতিপূরণ অপর্যাপ্ত আদেশ হিসাবে বিবেচনা করা হয়। যেমন ক গম বিক্রয়ের চুক্তি করলো খ-এর সাথে। ক কোন কারণ ছাড়া চুক্তিভঙ্গ করলো। এই ক্ষেত্রে মামলা করলে আদালত চুক্তি প্রতিপালনের পরিবর্তে খ-কে আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করলো।
সুনির্দিষ্ট প্রতিকার [specific relief] কি?
বাধ্যবাধকতা হলো কোন কিছু করা বা করা হতে বিরত থাকার আইনগত দায়িত্ব। সুনির্দিষ্ট প্রতিকার হলো এমন প্রতিকার যার উদ্দেশ্য হলো কোন বাধ্যবাধকতা যেমনভাবে প্রতিপালন করার নিয়ম আছে, ঠিক সেই ভাবে প্রতিপালন করতে হবে। কর্তব্যপালনে লঙ্ঘনকারী বা ব্যতয়কারী পক্ষ যা করতে বা করা হতে বিরত থাকতে বাধ্য, তাকে সেই কার্যটি করার আদেশ দিয়ে বা করা হতে বিরত থাকার আদেশ দিয়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়। যেমন চুক্তি অনুসারে কোন ব্যক্তি জমি বিক্রয় করতে বাধ্য। সুতরাং তাকে জমি বিক্রয় করতে আদেশ দিয়ে তথা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। অন্যদিকে চুক্তি অনুসারে যে ব্যক্তি জমিতে পুকুর খনন করা হতে বিরত থাকতে বাধ্য, তাকে পুকুর খনন করা হতে বিরত থাকার আদেশ তথা নিষেধাজ্ঞার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যেতে পারে।
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ একটি স্বয়ংসম্পূর্ণ আইন না। শুধুমাত্র যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট প্রতিকার উল্লেখ আছে এমন না। অন্যান্য আইনেও কিছু সংখ্যক সুনির্দিষ্ট প্রতিকার উল্লেখ করা হয়েছে। যেমন সম্পত্তি হস্তান্তর আইনেরর অধীন বন্ধকদাতা ও বন্ধকগ্রহীতার জন্য সুনির্দিষ্ট প্রতিকারের বিধান করা হয়েছে যথা বন্ধকদাতার বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার [redemption) বা বন্ধকদাতার বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার নাশের [foreclosure] বন্ধকগ্রহীতার অধিকার। পার্টনারশীপ আইনের অধীনেও সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে যেমন পার্টনারশীপ বিলোপ বা পার্টনারশীপ হিসাব ইত্যাদি।
সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট কত ধরণের সুনির্দিষ্ট প্রতিকার আছে?
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ দেওয়ানী আদালতকে বিভিন্ন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করার ক্ষমতা দিয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ৮ ধরণের সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে।
১. স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার- ধারা-৮ থেকে ১১
২. চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন - ধারা-১২ থেকে ৩০।
৩. দলিল সংশোধন - ধারা-৩১ থেকে ৩৪
8. চুক্তি বাতিল -ধারা-৩৫ থেকে ৩৮
৫. দলিল বাতিল - ধারা-৩৯ থেকে ৪১
৬. ঘোষণামূলক প্রতিকার - ধারা-৪২ এবং ৪৩
৭. রিসিভার নিয়োগ - ধারা-৪৪
৮. নিষেধাজ্ঞা - ধারা-৫২ থেকে ৫৭।
কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। ৫ ধারা অনুযায়ী আদালত ৫টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে।
ক. কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবীদারকে অর্পণের মাধ্যমে । যেমন ধারা ৮ থেকে ১১ এর অধীন সম্পত্তির দখল উদ্ধারের আদেশ দিয়ে।
খ. যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে, একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। যেমন ১২ ধারার অধীন চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের বা ৫৫ ধারার অধীন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিয়ে । [ধারা ১২ থেকে ৩০ এবং ৫৫]
গ. যা না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে, একটি পক্ষকে তেমন কাজ হতে বিরত রাখার মাধ্যমে। যেমন ৫৪ ধারার অধীন স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। (ধারা ৫২ থেকে ৫৪ এবং ৫৭ ধারা)
ঘ. ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষ সমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। যেমন ৪২ ধারার অধীন ঘোষণামূলক ডিক্রি দিয়ে। [ধারা ৩১ থেকে ৪৩]
ঙ. একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। [ধারা ৪৪]।
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৭ ধারায় বলা হয়েছে, দন্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না।
নিরোধমূলক প্রতিকার কি?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৬ ধারায় প্রতিরোধমূলক প্রতিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে। ৬ ধারায় বলা হয়েছে, ৫ ধারার (গ) অনুচ্ছেদের অধীন যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তাহলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। সুতরাং নিরোধমূলক প্রতিকার অর্থ হলো এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার যা মঞ্জুর করা হয় কোন ব্যক্তিকে এমন কোন কাজ করা হতে বিরত থাকার আদেশ দিয়ে যা না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা আছে । সুতরাং নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকারও এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার।
কিভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫২ ধারায় বলা হয়েছে, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার দ্বারা আদালতের বিবেচনায় নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। আদালত নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করে নিষেধাজ্ঞার মাধ্যমে। সাধারণত অস্থায়ী নিষেধাজ্ঞা [Temporary Injunction] বা স্থায়ী নিষেধাজ্ঞার [Perpetual Injunction] মাধ্যমে [ধারা ৫২]। সুতরাং নিষেধাজ্ঞা (অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা) হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকারের উদাহরণ। অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা নিরোধমূলক প্রতিকার হলেও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিরোধমূলক প্রতিকার না। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো আদেশাত্মক প্রতিকার নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা বা না করা আদালতে বিবেচনামূলক ক্ষমতা।
টপিকস
প্রতিকার কত প্রকার? ক্ষতিপূরণমূলক প্রতিকার কি? সুনির্দিষ্ট প্রতিকার কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট কত ধরণের সুনির্দিষ্ট প্রতিকার আছে? কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে? নিরোধমূলক প্রতিকার কি? কিভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়?
ইউটিউব ভিডিও - সুনির্দিষ্ট প্রতিকার আইন Specific Relief Act 1877