- Get link
- X
- Other Apps
প্রাসঙ্গিক বিষয় বা Relevant Facts কি?
কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়?
বিচার্য বিষয় কি?
কি কি বিষয় প্রাসঙ্গিক?
সংঘটিত ব্যাপার নীতি কি?
শনাক্তকরণ প্যারেড কি?
কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়?
বিচার্য বিষয় কি?
কি কি বিষয় প্রাসঙ্গিক?
সংঘটিত ব্যাপার নীতি কি?
শনাক্তকরণ প্যারেড কি?
বিষয়ের প্রাসঙ্গিকতা
বিষয়ের প্রাসঙ্গিকতা [Of the Relevancy of Facts ]
প্রাসঙ্গিক বিষয় বা Relevant Facts কি?
সাক্ষ্য আইনে বর্ণিত কোন উপায়ে যখন একটি বিষয় অন্য বিষয়ের সাথে সম্পর্কিত, তখন একটি বিষয়কে অন্য বিষয়ের প্রাসঙ্গিক বলা হবে। সাক্ষ্য আইনের ৫ থেকে ৫৫ ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। উদাহরণ: 'ক' 'খ' কে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। 'ক' 'খ' কে ছুরি দিয়ে আঘাত করার আগে এবং পরে সে যে সকল কথা বা কাজ করেছে, তা গুরুতর জখম অপরাধের সাথে প্রাসঙ্গিক। সুতরাং এই সকল বিষয় প্রাসঙ্গিক হিসেবে আদালতে সাক্ষ্য হিসেবে উত্থাপন করা যাবে।
কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়?
সাক্ষ্য আইনের ৫ ধারা অনুযায়ী কোন মামলায় দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়।
১. বিচার্য বিষয় সম্পর্কে [Fact in Issue]
২. প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। [Relevant Facts ]
বিচার্য বিষয় [Fact in Issue] কি?
সাক্ষ্য আইনের ৩ ধারায় বিচার্য বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যেটা দেওয়ানী মোকদ্দমায় প্লিডিংসে এক পক্ষ দাবী করে এবং অন্য পক্ষ অস্বীকার করে এবং যেটা প্রমাণ করতে পারলে মোকদ্দমার পক্ষদ্বয়ের অধিকার এবং দায় নির্ধারণ করে রায় দেওয়া যায় । আর ফৌজদারী মামলায় বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যা এক পক্ষ কর্তৃক অভিযোগ করে এবং অন্যপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে দোষী নয় বলে দাবী করে এবং যেটা প্রমাণ করতে পারলে, আদালত সিদ্ধান্ত গ্রহণ
করে রায় দিতে পারে। উদাহরণ: ফৌজদারী মামলায় বিচার্য বিষয় হলো হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে আঘাত করে B কে হত্যা করার অপরাধে A অভিযুক্ত হয়। বিচারকালে নিম্নলিখিত ঘটনাগুলি বিচার্য বিষয় হতে পারে-
১. A, B-কে মুগুর দিয়ে আঘাত করেছে কিনা?
২. এমন আঘাত দ্বারা A, B-এর মৃত্যু ঘটিয়েছে কিনা?
৩. B-এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় A এর ছিল কিনা?
দেওয়ানী মামলায় বিচার্য বিষয় হলো মনে করেন, 'ক' 'খ' এর বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমা দায়ের করেছে। 'ক' তার আরজিতে লিখেছে যে, সে মোকদ্দমাটি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করেছে অর্থাৎ ১ বৎসরের মধ্যে দায়ের করেছে। 'খ' লিখিত জবাব দাখিল করার সময়ে লিখেছে যে, 'ক' মোকদ্দমাটি আইনে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করেনি এবং সে দাবী করেছে মোকদ্দমাটি তামাদিতে বারিত। সুতরাং মোকদ্দমাটি খারিজ করা হোক। সুতরাং এখানে বিচার্য বিষয় হলো:
১. মোকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে কিনা? বা
২. মোকদ্দমাটি তামাদিতে বারিত কিনা?
মোকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে এই বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয়সমূহ সাক্ষ্য হিসাবে আদালতে দাখিল করা যাবে। সাক্ষ্য আইনের ১৩৬ ধারা অনুযায়ী কোন বিষয় সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক কিনা বা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য কিনা, তা নির্ধারণ করবে আদালত। অর্থাৎ সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে বিচারক। প্রাসঙ্গিকতা এবং গ্রহণযোগ্যতা এক বিষয় না। কোন বিষয় যুক্তি অনুযায়ী প্রাসঙ্গিক হতে পারে কিন্তু আইন অনুযায়ী সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন: আইন উপদেষ্টার সঙ্গে গোপনীয় তথ্যের আদান প্রদান, বা বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে স্বামী এবং স্ত্রীর মধ্যেকার যোগাযোগ প্রাসঙ্গিক বিষয় হতে পারে কিন্তু উক্ত যোগাযোগ সাক্ষ্য আইনের ১২৯ এবং ১২২ ধারা অনুযায়ী সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নাও হতে পারে।
কি কি বিষয় প্রাসঙ্গিক?
যে সকল ঘটনা একই কার্যের অংশ সেই গুলির প্রাসঙ্গিকতা:
সাক্ষ্য আইনের ৬ ধারা অনুযায়ী কোন ঘটনা, যা বিচার্য বিষয় নয়, কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমনইভাবে সংযুক্ত, যা একই কার্যের অংশ হিসাবে ঘটেছিল, সেগুলো প্রাসঙ্গিক। সেগুলো একই সময়ে এবং স্থানে বা বিভিন্ন সময়ে বা স্থানসমূহে সংঘটিত হোক না কেন।
সংঘটিত ব্যাপার নীতি বা Principle of Res Gestae কি?
৬ ধারায় Res gestae নীতিটি কি সেটা উল্লেখ করা হয়েছে এবং ৭, ৮, ৯ এবং ১৪ ধারায় ব্যাখ্যা করা হয়েছে। সংঘটিত ব্যাপার বা Res gestae সেই সকল বিষয়কে বোঝায় যেগুলো একই কার্যের অংশ গঠন করে। 'ক' 'খ' কে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এখানে গুরুতর জখম করা হলো প্রধান কার্য এবং ঘটনার আগে বা পরে 'ক' ও 'খ' বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে বা যা করেছে সেইগুলো উক্ত ঘটনার অংশ এবং সেগুলো ৬ ধারায় প্রাসঙ্গিক। Res gestae নীতিটি শোনা সাক্ষ্য এর ব্যতিক্রম। সাধারণ নিয়ম হলো শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য না কিন্তু যখন এটা Res gestae বা একই কার্যের অংশ তখন উক্ত শোনা সাক্ষ্য, সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে।
যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ্য, কারণ বা পরিণাম, সে গুলো প্রাসঙ্গিক:
সাক্ষ্য আইনের ৭ ধারায় নিম্নলিখিত ঘটনাকে প্রাসঙ্গিক করা হয়েছে। যথা: যে সকল ঘটনা, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপলক্ষ্য বা কারণ সে গুলো প্রাসঙ্গিক। যে সকল ঘটনা, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের প্রভাব সে গুলো প্রাসঙ্গিক। যে অবস্থার প্রেক্ষাপটে কোন বিষয় ঘটেছে সেই অবস্থা গঠন করে এমন বিষয় সে গুলো প্রাসঙ্গিক। কোন কার্য ঘটতে যে বিষয় সুযোগ করে দিয়েছে, সেই সকল বিষয়গুলো প্রাসঙ্গিক হবে।
অভিপ্রায়, প্রস্তুতি এবং পূর্ববর্তী ও পরবর্তী কার্যসমূহ প্রাসঙ্গিক:
সাক্ষ্য আইনের ৮ দ্বারা অনুযায়ী যে কোন বিষয় যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের জন্য অভিপ্রায় বা প্রস্তুতি দেখায় বা গঠন করে তা প্রাসঙ্গিক।
সাক্ষ্য আইনের ৮ ধারায় তিনটি (৩) বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে।
১. অভিপ্রায় বা Motive
২. প্রস্তুতি বা Preparation
৩. পূর্ববর্তী বা পরবর্তী কার্য বা Previous or Subsequent Conduct।
উদাহরণ: C কে খুনের জন্য A এর বিচার হচ্ছে। A, C কে খুন করেছে এই বিষয়টি B জানতো এবং B বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে দিবে এই হুমকি সে A কে দেয় এবং B, A কে হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করে, এটা প্রাসঙ্গিক।
প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো প্রাসঙ্গিক:
সাক্ষ্য আইনের ৯ দ্বারা অনুযায়ী-
১. প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় ব্যাখ্যা বা পরিচিত করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই গুলো ৯ ধারায় সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক করা হয়েছে। উদাহরণ: A চুরির জন্য অভিযুক্ত, A চুরিকৃত সম্পত্তি B কে দিচ্ছে এবং উক্ত সম্পত্তি B, A এর স্ত্রীকে দিচ্ছে। যখন B এটা হস্তান্তর করে, তখন B বলে 'A বলেছে তুমি এটা লুকিয়ে রাখো'। এখানে চুরির ঘটনা ব্যাখ্যা করার জন্য ব্যাখ্যামূলক বিষয় হিসাবে B এর বক্তব্যটি প্রাসঙ্গিক ।
২. বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় যে অনুমান প্রদান করে তা যে সকল ঘটনা সমর্থন করে বা খণ্ডন করে, সেই সকল ঘটনা প্রাসঙ্গিক।
৩. যে সকল ঘটনা কোন ব্যক্তি বা বস্তুর পরিচয় সনাক্ত করে, তা ৯ ধারায় প্রাসঙ্গিক।
৪. প্রাসঙ্গিক ঘটনা যে সকল স্থানে বা সময়ে সংঘটিত হয়েছে সেই সকল স্থান বা সময় যে সকল ঘটনা নির্ধারণ করে, তা প্রাসঙ্গিক।
শনাক্তকরণ প্যারেড বা Test Identification Parade কি?
সাক্ষ্য আইনের ৯ ধারায় শনাক্তকরণ প্যারেড কে সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক করা হয়েছে। অপরাধের সাথে সম্পর্কিত সম্পত্তি বা ব্যক্তির পরিচয় সনাক্ত করার একটি পদ্ধতি হলো শনাক্তকরণ প্যারেড বা Test Identification Parade। যে সকল ঘটনা কোন ব্যক্তির পরিচয় সনাক্ত করে, সেই সকল ঘটনাও ৯ ধারায় প্রাসঙ্গিক। যেমন একটি সারিতে দাঁড়িয়ে থাকা অনেক ব্যক্তিদের মধ্য হতে একজন আসামীকে সাক্ষী কর্তৃক সনাক্ত করা। সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হয়, যেন সাক্ষী-
১. অপরাধের সাথে সম্পর্কিত কোন সম্পত্তি সনাক্ত করতে সক্ষম হয় বা
২. অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তিকে যেমন আসামীকে সনাক্ত করতে সক্ষম হয়।
উদাহরণ: খুনের মামলায় বেঁচে যাওয়া একমাত্র শিশুর বক্তব্য যে, ৩ জন আক্রমণকারী তার পিতা এবং মাতাকে জখম করেছিল। শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে শিশুটি যে আসামীকে সনাক্ত করেছে তার সত্যতা নির্ধারণ করা যেতে পারে। অথবা A একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে এক ব্যক্তি দ্বারা ধর্ষিত হয়। অতপর অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করার পর উক্ত ছাত্রী দ্বারা সনাক্ত করা হলে উক্ত ছাত্রী গ্রেফতারকৃত ব্যক্তিকে ধর্ষক হিসাবে চিহ্নিত করে। ধর্ষকের নাম হলো মজনু। এটা প্রাসঙ্গিক।
অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারী দ্বারা কোন কাজ করা বা বলা প্রাসঙ্গিক:
সাক্ষ্য আইনের ১০ ধারা অনুযায়ী যখন দুই বা ততোধিক ব্যক্তি কোন অপরাধ সংঘটনের জন্য ষড়যন্ত্র করে এবং সেই অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে, ষড়যন্ত্রকারীদের দ্বারা কোন কিছু করা, বলা বা লেখা হলে, সেগুলো ষড়যন্ত্র এবং অভিন্ন অভিপ্রায় প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে।
অন্যত্র থাকার অজুহাত বা Plea of Alibi যখন প্রাসঙ্গিক:
সাক্ষ্য আইনের ১১ ধারায় অন্যত্র থাকার অজুহাত বা Plea of Alibi কে প্রাসঙ্গিক করা হয়েছে। Alibi অর্থ
হলো অন্যত্র। যে ঘটনার জন্য কোন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, ঘটনার সময় সে অন্যত্র ছিল বলে দাবী করা হলো অন্যত্র থাকার অজুহাত বা Plea of Alibi। সাক্ষ্য আইনের ১০৩ ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা Plea of Alibi প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়।
টপিকস
প্রাসঙ্গিক বিষয় বা Relevant Facts কি? কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? বিচার্য বিষয় কি? কি কি বিষয় প্রাসঙ্গিক? সংঘটিত ব্যাপার নীতি কি? শনাক্তকরণ প্যারেড কি?