- Get link
- X
- Other Apps
দলিল প্রত্যয়ন কি?
কে প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে?
কিভাবে প্রত্যয়িত দলিল প্রমাণ করতে হয়?
কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে?
কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নেই?
কিভাবে একটি উইল প্রমাণ করতে হয়?
যেক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হয়?
কোনগুলো সরকারি দলিল?
সরকারী দলিলের উদাহরণ কি কি?
কোনগুলো বেসরকারী দলিল?
কিভাবে সরকারী দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি বা সার্টিফাইড কপি পাওয়া যায়?
কে প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে?
কিভাবে প্রত্যয়িত দলিল প্রমাণ করতে হয়?
কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে?
কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নেই?
কিভাবে একটি উইল প্রমাণ করতে হয়?
যেক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হয়?
কোনগুলো সরকারি দলিল?
সরকারী দলিলের উদাহরণ কি কি?
কোনগুলো বেসরকারী দলিল?
কিভাবে সরকারী দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি বা সার্টিফাইড কপি পাওয়া যায়?
প্রত্যয়িত দলিল প্রমাণের পদ্ধতি
দলিল প্রত্যয়ন কি?
কে দলিল প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে?
সাধারণ অর্থে প্রত্যয়ন অর্থ হলো কোন ব্যক্তি কর্তৃক সাক্ষী হিসাবে কোন দলিলে স্বাক্ষর বা প্রত্যয়ন করা। যখন কোন ব্যক্তি কোন দলিল সম্পাদিত হয়েছে এই বিষয় দেখে সাক্ষী হিসাবে উক্ত দলিলে প্রত্যয়ন বা স্বাক্ষর করে, তখন উক্ত প্রত্যয়নকারীকে বা স্বাক্ষরকারীকে প্রত্যয়নকারী সাক্ষী বলে । আইনে কোন দলিল প্রত্যয়ন করার বিধান থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেমন: বন্ধকি দলিল যেক্ষেত্রে জামানতের পরিমাণ ১০০ টাকার বেশি এবং স্থাবর সম্পত্তির দানপত্র ইত্যাদি সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে এবং সর্বনিম্ন ২ জন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হতে হবে। এই ক্ষেত্রে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক। যখন কোন দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে দলিলটি প্রত্যয়ন করা না হলে, দলিলটি অবৈধ বলে গণ্য হবে।
কিভাবে প্রত্যয়িত দলিল প্রমাণ করতে হয়?
আইনে যে সকল দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, সেই সকল দলিল কিভাবে প্রমাণ করতে হবে তা সাক্ষ্য আইনে ৬৮ থেকে ৭১ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। যে সকল দলিল আইনে প্রত্যয়ন করার বিধান নেই, সেই সকল দলিল কিভাবে প্রমাণ করতে হবে, তা সাক্ষ্য আইনের ৭২ ধারায় আলোচনা করা হয়েছে।
কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে?
আইনে যদি কোন দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের ৬৮ ধারা অনুসরণ করতে হবে। যখন কোন দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা প্রয়োজনীয় এবং প্রত্যয়ন করা হলে, উক্ত দলিলের সম্পাদন প্রমাণের জন্য সর্বনিম্ন ১ জন প্রত্যয়নকারী সাক্ষী ডাকতে হবে যদি প্রত্যয়নকারী সাক্ষী জীবিত থাকে।
কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নেই?
সাক্ষ্য আইনের ৬৮ ধারায় বলা হয়েছে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য প্রত্যয়নকারী সাক্ষীকে ডাকার প্রয়োজন হবে না-
১. যদি দলিলটি রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ অনুযায়ী নিবন্ধিত হয় এবং
২. যে ব্যক্তি উক্ত দলিল সম্পাদন করেছে, সে দলিল সম্পাদনের বিষয়টি স্বীকার করলে প্রত্যয়নকারী সাক্ষীকে ডাকার প্রয়োজন হবে না।
কিভাবে একটি উইল প্রমাণ করতে হয়?
উইল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য শুধুমাত্র উইলটি নিবন্ধিত বা উইলটির লেখককে বা তার স্বাক্ষর পরীক্ষা করা যথেষ্ট না। উইল নিবন্ধিত হোক বা না হোক উইলের ক্ষেত্রে অবশ্যই একজন প্রত্যয়নকারী সাক্ষী ডেকে উইল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হবে।
যেক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হয়?
সাক্ষ্য আইনের ধারা ৬৯ অনুযায়ী যেক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করছে বা যুক্তিসঙ্গত খোঁজা খুঁজির পরও তাকে পাওয়া যায় না বা দলিলটি যুক্তরাজ্যে সম্পাদন হয়েছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য নিম্নলিখিত ২টি বিষয় প্রমাণ করতে হবে;
১. একজন প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা বা
২. দলিল সম্পাদনকারীর স্বাক্ষর দ্বারা দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হয়।
যদি প্রত্যয়িত দলিলের কোন পক্ষ উক্ত দলিল সম্পাদনের বিষয়টি নিজে স্বীকার করে, তাহলে উক্ত স্বীকারোক্তি দলিলটি যে সম্পাদন হয়েছে তা প্রমাণের জন্য যথেষ্ট। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের ৭০ ধারায়। কোন একটি দলিল প্রত্যয়ন আইনগত আবশ্যকীয় না হলেও যদি উক্ত দলিল প্রত্যয়িত হয়, তবে তা অপ্রত্যয়িত দলিল হিসাবে প্রমাণ করা যেতে পারে। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের ৭২ ধারায়।
সরকারি দলিল এবং বেসরকারি দলিল:
সাক্ষ্য আইনে দলিলকে দুইটি (২টি) ভাগে ভাগ করা হয়েছে।
১. সরকারী দলিল [Public Documents] এবং
২. বেসরকারী দলিল [Private Documents)
৭৪ ধারায় সরকারী দলিল কোন গুলো এবং তার প্রকৃতি, ৭৫ ধারায় বেসরকারী দলিল, এবং ৭৬ থেকে ৭৮ ধারায় সরকারী দলিল প্রমাণের বিষয় আলোচনা করা হয়েছে।
কোনগুলো সরকারি দলিল?
সাক্ষ্য আইনের ৭৪ ধারা অনুযায়ী-
১. যে সকল দলিল
i. কোন সার্বভৌম কর্তৃপক্ষের কার্য বা কার্যের রেকর্ড,
ii. সরকারী প্রতিষ্ঠান অথবা ট্রাইব্যুনালের এবং
iii. বিদেশী রাষ্ট্রের বা কমনওয়েলথয়ের বা বাংলাদেশের যেকোন অংশের আইনসভার, বিচার বিভাগের বা শাসন বিভাগের বা সরকারী কর্মকর্তার কার্য বা কার্যের রেকর্ড সরকারী দলিল,
২. বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড হলো সরকারি দলিল।
সরকারী দলিল হলো সরকারী দায়িত্ব পালনে সরকারী কর্মকর্তা কর্তৃক তৈরীকৃত দলিল বা নথি। ৭৪ ধারার মূল কথা হলো কোন দলিল তখনই সরকারী দলিল বলে গণ্য হবে যদি উক্ত দলিল সরকারী কর্মকর্তার কার্যের রেকর্ড হয়। যেমন মামলার রায়, ডিক্রি ইত্যাদি সরকারী দলিল কারণ এই গুলো সরকারী কর্মকর্তাদের কাজের ফলাফল। কোন দলিল সরকারী অফিসে রাখা হয়েছে শুধুমাত্র এই কারণে উক্ত দলিলকে সরকারী দলিল বলে গণ্য করা যাবে না। আরজি এবং লিখিত জবাব আদালতে দাখিলের পর এবং নিবন্ধন (নথিভুক্ত) করা হলে তখন তা সরকারী দলিল বলে গণ্য হবে। কিন্তু সাক্ষ্য আইনের ৭৪ (২) ধারা অনুযায়ী বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারী দলিল বলে গণ্য হবে। যেমন বিক্রয় চুক্তি নিবন্ধিত হলে তা সরকারী দলিল।
সরকারী দলিলের উদাহরণ কি কি?
কতিপয় সরকারী দলিল হলো নিবন্ধিত বিক্রয় দলিল, ভোটার তালিকা, রাজস্ব বিবরণী, খতিয়ান সরকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম এবং মৃত্যু সনদ, চার্জ শীট, ম্যাজিস্ট্রেট কর্তৃক সিআরপিসির ১৬৪ ধারায় লিপিবদ্ধকৃত দোষ স্বীকারমূলক বক্তব্য, ওয়ারেন্ট বা সমন ইত্যাদি।
কোনগুলো বেসরকারী দলিল?
সাক্ষ্য আইনের ৭৫ ধারায় বলা হয়েছে, সরকারী দলিল বাদে বাকি দলিল বেসরকারী দলিল। যেমন বিক্রয় চুক্তিপত্র, ইজারা দলিল, বন্ধকি দলিল ইত্যাদি।
কিভাবে সরকারী দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি বা সার্টিফাইড কপি পাওয়া যায়?
সাক্ষ্য আইনের ৭৬ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ফি প্রদান পূর্বক সরকারী দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি পাওয়া যায়। সরকারী দলিল হেফাজতকারী সরকারী কর্মকর্তা সরকারী দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি দিতে পারে। সরকারী দলিলের সইমোহর প্রদানকারী সরকারী কর্মকর্তা দলিলটি প্রদানের সময় দলিলের নিচে এই মর্মে সত্যায়ন করবে যে, নকল কপিটি সেই দলিলের বা তার অংশ বিশেষের সঠিক নকল। উক্ত প্রত্যয়নটি তারিখযুক্ত, উক্ত সরকারী কর্মকর্তার নাম এবং পদবী এবং ক্ষমতাপ্রাপ্ত থাকলে সীল দিবে।
টপিকস
দলিল প্রত্যয়ন কি? কে প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে? কিভাবে প্রত্যয়িত দলিল প্রমাণ করতে হয়? কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে? কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নেই? কিভাবে একটি উইল প্রমাণ করতে হয়? যেক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হয়? কোনগুলো সরকারি দলিল? সরকারী দলিলের উদাহরণ কি কি? কোনগুলো বেসরকারী দলিল? কিভাবে সরকারী দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি বা সার্টিফাইড কপি পাওয়া যায়?
ইউটিউব ভিডিও - প্রত্যয়িত দলিল প্রমাণের পদ্ধতি। সরকারি দলিল বেসরকারি দলিল