- Get link
- X
- Other Apps
ঘোষণামূলক মোকদ্দমা কি?
কোন কোন বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়?
ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিকার পাওয়ার শর্তসমূহ কি কি?
আনুষঙ্গিক প্রতিকার কি?
কে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে?
ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি কত?
ঘোষণামূলক মোকদ্দমার তামাদির মেয়াদ কত?
কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়?
কিভাবে ঘোষণামূলক ডিক্রি জারি করা হয়?
কোন কোন বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়?
ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিকার পাওয়ার শর্তসমূহ কি কি?
আনুষঙ্গিক প্রতিকার কি?
কে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে?
ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি কত?
ঘোষণামূলক মোকদ্দমার তামাদির মেয়াদ কত?
কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়?
কিভাবে ঘোষণামূলক ডিক্রি জারি করা হয়?
ঘোষণামূলক মোকদ্দমা [Declaratory Suit] [ধারা ৪২ থেকে ৪৩]
ঘোষণামূলক মোকদ্দমা (Declaratory Suit) কি?
কোন ব্যক্তির আইনানুগ পরিচয় বা সম্পত্তিতে স্বত্বের অধিকারী কোন ব্যক্তির অধিকার ঘোষণা চেয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় তা হলো ঘোষণামূলক মোকদ্দমা। ঘোষণামূলক মোকদ্দমায় আদালত ঘোষণা মঞ্জুর করে যে ডিক্রি দেয় তা হলো ঘোষণামূলক ডিক্রি। ধরা যাক, A মারা গেছে। B এসে দাবী করে যে, সে হলো A এর দত্তকপুত্র এবং সে A এর সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার অধিকারী। কিন্তু এই দাবী A এর সন্তানরা অস্বীকার করে। এই ক্ষেত্রে B যে A এর দত্তকপুত্র তার ঘোষণা চেয়ে B মোকদ্দমা দায়ের করতে পারে। দেখুন ঘোষণাটি কিন্তু B এর জন্য গুরুত্বপূর্ণ কারণ যদি সে A এর দত্তকপুত্র না হয়, তাহলে সে কিন্তু A এর সম্পত্তির অধিকারী হবেনা।
কোন কোন বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার অধীন ২ টি বিষয়ে ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা দায়ের করা যেতে পারে-
১. বাদীর আইনগত পরিচয়ের জন্য অথবা
২. সম্পত্তিতে বাদীর কোন অধিকার বিষয়ে ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা দায়ের করা যেতে পারে।
ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিকার পাওয়ার শর্তসমূহ কি কি?
১. মোকদ্দমা দায়েরের সময় বাদী অবশ্যই কোনো আইনগত পরিচয়ের অধিকারী হবে। আইনগত পরিচয় বলতে আইন কর্তৃক আরোপিত কোনো পরিচয়। এই আইনের অধীন আইনগত পরিচয় বলতে কোন চুক্তি বা টর্ট হতে সৃষ্ট নয় কিন্তু আইন স্বীকৃত কোনো ব্যক্তি বা বিশেষ অধিকার কে বোঝায়। যেমন বৈধতা, বিবাহ, তালাক, দত্তক ইত্যাদি আইনগত মর্যাদা। যেমন বাদী কোনো শিশুর পিতা নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা বা বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা ।
২. বাদী কোন সম্পত্তিতে স্বত্বের অধিকারী হবে। অর্থাৎ মোকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ বিদ্যমান থাকতে হবে যদিও সম্পত্তি ব্যবহার এবং ভোগ করা দূরবর্তী হতে পারে। ভবিষ্যতে বাদী উক্ত সম্পত্তিতে স্বার্থের বা স্বত্বের অধিকারী হবে এই কারণে সে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার অধিকারী না। যেমন বাদী দখলে থাকা অবস্থায় স্বত্বের ঘোষণা চেয়ে মামলা করতে পারে।
৩. বাদীর এমন আইনগত পরিচয় বা সম্পত্তি সংক্রান্ত যে কোন অধিকার বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে বা বিবাদী অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ করে। অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর স্বত্বের জন্য হুমকি বা বিপদজনক কোনো কর্ম করা হবে বা হতে পারে।
৪. বাদী প্রার্থীত ঘোষণা ছাড়া অন্যকোনো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল আনুসঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত ঘোষণামূলক ডিক্রী দিতে অস্বীকার করবে। কারণ ৪২ ধারার শেষে বলা হয়েছে, যেখানে বাদী শুধুমাত্র স্বত্বের ঘোষণা ছাড়া আরও প্রতিকার দাবী করতে পারে, কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না'। যদি প্রথম তিনটি শর্ত পূরণ না হয় তাহলে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে। যদি প্রথম তিনটি শর্ত পূরণ হয় কিন্তু চতুর্থ শর্তটি পূরণ হয়নি অর্থাৎ প্রয়োজনীয় আনুসঙ্গিক প্রতিকার প্রার্থনা করা হয়নি, সেই ক্ষেত্রে আদালত ঘোষণাটি মঞ্জুর করবে না। ঘোষণমূলক ডিক্রী বাদীর কোন নতুন অধিকার সৃষ্টি করে না বরং বাদীর বিদ্যমান অধিকারকে ঘোষণা করে। তাই মোকদ্দমা দায়ের করার সময় বাদীর অধিকার বিদ্যমান থাকতে হবে। বাদী ভবিষ্যতে কোন অধিকার অর্জন করবে তার ঘোষণা চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারে না।
আনুষঙ্গিক প্রতিকার কি?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় বলা হয়েছে, যেখানে বাদী শুধুমাত্র স্বত্ত্বের ঘোষণা ছাড়া আরও প্রতিকার দাবী করতে পারতো, কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। এইক্ষেত্রে আদালত মোকদ্দমাটি খারিজ করবেনা কিন্তু দাবীকৃত ঘোষণাও মঞ্জুর করবেনা। যেখানে বাদী শুধুমাত্র স্বত্বের ঘোষণা ছাড়া আরও প্রতিকার দাবী করতে পারতো, সেখানে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা বাদীর জন্য বাধ্যতামূলক। অর্থাৎ এই ক্ষেত্রে আনুসঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে, আদালাত কোনভাবেই ঘোষণা মঞ্জুর করবেনা। উদাহরণ: যদি বাদী সম্পত্তির দখলে না থাকে, এবং বাদী যদি আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দখল দাবী না করে শুধুমাত্র স্বত্ব ঘোষণার মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত স্বত্ব ঘোষণা মঞ্জুর করবেনা। অর্থাৎ যেক্ষেত্রে বিবাদী বিরোধীয় সম্পত্তির দখলে থাকে এবং বাদী দখলে থাকেনা, সেই ক্ষেত্রে স্বত্ব ঘোষণার মোকদ্দমায় বাদীকে অবশ্যই দখলের দাবী করতে হবে। যদি না করে তাহলে আদালত স্বত্ব ঘোষণা মঞ্জুর করবেনা।
যেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবী করা উচিত ছিল, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবী না করলে আদালত কোন ঘোষণা মঞ্জুর করবেনা, তার কারণ হলো মোকদ্দমার বহুত্ব নিবারণ করার জন্য। যেমন যেখানে আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দখল দাবী করা উচিত ছিল কিন্তু আপনি দাবী না করে শুধুমাত্র ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করেছেন, এই ক্ষেত্রে যদি আদালত আপনার ঘোষণাটি মঞ্জুর করে, তাহলে আপনি পুনরায় দখলের জন্য মোকদ্দমা দায়ের করবেন। অথচ দখল এবং ঘোষণা দুইটি বিষয় কিন্তু একই মোকদ্দমায় নিষ্পত্তি করা সম্ভব ছিল ।
কে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে?
৪২ ধারার অধীন ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে-
১. যে কোন ব্যক্তি যে আইনগত পরিচয়ের অধিকারী বা
২. কোনো সম্পত্তিতে স্বত্বের অধিকারী এবং
৩. যার এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে বা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি কত?
শুধুমাত্র ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কোর্ট ফি:
শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য নির্ধারিত কোর্ট ফি ৩০০ টাকা দিতে হবে। অর্থাৎ যেক্ষেত্রে কোনো আনুষঙ্গিক প্রতিকার না চেয়ে শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা রুজু করা হয় সেক্ষেত্রে নির্ধারিত কোর্ট ফি ৩০০ টাকা দিতে হয়।
আনুসঙ্গিক প্রতিকারসহ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কোর্ট ফি:
কিন্তু যেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকারসহ ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা রুজু করা হয় সেক্ষেত্রে অ্যাডভোলেরাম কোর্ট ফি দিতে হয়। যেমন: দলিলটি বাদীর উপর বাধ্যকর নয় মর্মে শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করলে ৩০০ টাকা নির্ধারিত কোর্ট ফি দিতে হবে। কিন্তু যদি ৪২ ধারায় দলিলটি বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা এবং ৩৯ ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করলে, দলিলে উল্লেখিত মূল্যমানের উপর অ্যাডভোলেরাম কোর্ট ফি দিতে হবে। বা যখন সম্পত্তিতে বাদীর দখল স্বত্ব ঘোষণার উপর নির্ভর করে, তখন বাদী স্বত্ব ঘোষণার জন্য ৪২ ধারায় এবং আনুসঙ্গিক প্রতিকার হিসাবে দখল উদ্ধারের জন্য ৮ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে অ্যাডভোলেরাম বা মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে।
ঘোষণামূলক মোকদ্দমার তামাদির মেয়াদ কত?
কোন প্রকার আনুষঙ্গিক প্রতিকার ছাড়া শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা রুজু করতে হবে ৬ বছরের মধ্যে [তামাদি আইন; ১৯০৮ এর প্রথম তফসিল এর ১২০ অনুচ্ছেদ]। কারণ শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদির মেয়াদ তামাদি আইনের তফসিলে নেই এবং এই কারণে তামাদি আইনের ১২০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে। কিন্তু আনুষঙ্গিক প্রতিকারসহ যদি ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা করা হয় সেই ক্ষেত্রে তামাদির একক কোন মেয়াদ নেই। যেমন যদি ৪২ ধারায় দলিলটি বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা এবং ৩৯ ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে মোকদ্দমার তামাদির মেয়াদ হবে ৩ বৎসর।
কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়?
১. দত্তক বৈধ বা অবৈধ ঘোষণার মোকদ্দমা;
২. প্রতিবেশী গ্রামের বাসিন্দাদের ক-এর জমির উপর চলাচলের অধিকার নেই মর্মে ঘোষণা।
৩. সম্পত্তি গ্রহণের অধিকারী হিসাবে ঘোষণা
৪. মৃত পিতার সম্পত্তিতে বৈধ উত্তরাধিকারী হিসাবে সম্পত্তি দখলের অধিকারী হিসাবে ঘোষণা।
৫. বিধিবদ্ধ আইনের নিয়ম ভঙ্গ করে বা প্রতারণার মাধ্যমে নিলাম বিক্রয় বাতিল হিসাবে ঘোষণা ।
৬. সম্পত্তিতে স্বত্বের ঘোষণা। যখন বাদী দখলে থাকে, তখন শুধুমাত্র স্বত্বের ঘোষণার মামলা রক্ষণীয়। কিন্তু যখন বাদী সম্পত্তির দখলে থাকেনা, তখন শুধুমাত্র স্বত্বের ঘোষণার মামলা রক্ষণীয় না। বরং এই ক্ষেত্রে দখলও চাইতে হবে।
৭. বৈধতা সংক্রান্ত ঘোষণার মামলা রক্ষণীয়। যেমন বাদী বিবাদীর বৈধ সন্তান বা বাদী বিবাদীর পিতা না এবং এই কারণে ভরণপোষণ দিতে বাধ্য না। বা কোন পদের অধিকারী মর্মে ঘোষণা যেমন কলেজের অধ্যক্ষের পদ।
৮. বিবাহ সংক্রান্ত ঘোষণা । যেমন বাদী বিবাদীকে বিবাহ করেনি বা মোকদ্দমার পক্ষগণের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে ঘোষণা ।
কিভাবে ঘোষণামূলক ডিক্রি জারি করা হয়?
ঘোষণামূলক ডিক্রি বলবৎ করার কোনো প্রয়োজন নেই বা ঘোষণামূলক ডিক্রি বলবৎ করার জন্য কোন জারি মামলা দায়ের করার প্রয়োজন নেই। এমনকি ঘোষণামূলক ডিক্রি অবমাননার জন্য আদালতে অবমাননার কোন মোকদ্দমা করার প্রয়োজন হয়না।
টপিকস
ঘোষণামূলক মোকদ্দমা কি? কোন কোন বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়? ঘোষণামূলক মোকদ্দমায় প্রতিকার পাওয়ার শর্তসমূহ কি কি? আনুষঙ্গিক প্রতিকার কি? কে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে? ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি কত? ঘোষণামূলক মোকদ্দমার তামাদির মেয়াদ কত? কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়? কিভাবে ঘোষণামূলক ডিক্রি জারি করা হয়?
ইউটিউব ভিডিও - ঘোষণামূলক মোকদ্দমা Declaratory Suit সুনির্দিষ্ট প্রতিকার আইন