Skip to main content

Posts

Showing posts from February, 2023

অনুমান কি? সাক্ষ্য আইনে অনুমান কত প্রকার

অনুমান বা Presumption কি? অনুমান কত প্রকার? খণ্ডনযোগ্য অনুমান কি? অখণ্ডনযোগ্য অনুমান কি? May presume, shall presume and conclusive proof কি? May presume বা অনুমান করতে পারে বলতে কি বুঝায়? Shall presume বা অনুমান করবে বলতে কি বুঝায়? Conclusive proof বা চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্তভাবে প্রমাণিত বলতে কি বুঝায়? কোন কোন ধারায় অনুমান নিয়ে আলোচনা করা হয়েছে? May Presume এবং Shall Presume এর ফলাফল কি? Conclusive proof এর ফলাফল কি? অনুমান বা Presumption কি? অনুমান হল এমন একটি নিয়ম যার মাধ্যমে আদালত কোন নির্দিষ্ট বিষয় বা সাক্ষ্য হতে কোন নির্দিষ্ট ধারণা করবে যতক্ষণ না পর্যন্ত উক্ত ধারণার সত্যতা অপ্রমানিত হয়। অনুমান কত প্রকার? সাক্ষ্য আইনে অনুমান প্রধানত ২ প্রকার। ১. ঘটনা সম্পর্কিত অনুমান ২. আইন সম্পর্কিত অনুমান। সাক্ষ্য আইনে অনুমান কে আরও ২টি ভাগে ভাগ করা হয়েছে। ১. খণ্ডনযোগ্য অনুমান বা Rebuttable Presumption ২. অখণ্ডনযোগ্য অনুমান বা Irrebuttable Presumption  খণ্ডনযোগ্য অনুমান কি? খণ্ডনযোগ্য অনুমান অর্থ হলো এমন একটি অনুমান সাক্ষ্য প্রমাণ দ্বারা যার বিরুদ্ধতা করা আইন সমর্থন করে

তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? Experts Opinion

তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? বিশারদের অভিমত বা Expert Opinion কি? হস্তলিপি বা লেখা সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক? ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত কখন প্রাসঙ্গিক? মামলার পক্ষগণের চরিত্র কখন প্রাসঙ্গিক? কোন কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই? বিচারিকভাবে দৃষ্টিগোচর অর্থ কি? কোন কোন বিষয়সমূহ আদালতকে বিচারিক দৃষ্টিগোচর নিতে হয়? তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য হিসাবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা কি? সাধারণত, মামলার পক্ষরা যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে, তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনেক ক্ষেত্রে কোন ব্যক্তি মামলার পক্ষ না হওয়ার পরও বা মামলার পক্ষ দ্বারা সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা না হলেও, তার মতামত বা অভিমত মামলায় প্রাসঙ্গিক হতে পারে। তৃতীয় পক্ষের মতামত বা অভিমত কখন প্রাসঙ্গিক হবে তা সাক্ষ্য আইনের ৪৫ থেকে ৫১ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে এবং তৃতীয় পক্ষের এই অভিমত কে অভিমত সাক্ষ্য বা Opinion Evidence বলে । বিশারদের অভিমত বা Expert Opinion কি? সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো মতামত কে সাক্ষ

কখন বিচার আদালতের রায় প্রাসঙ্গিক? Res judicata

কখন বিচার আদালতের রায় প্রাসঙ্গিক? কখন দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইনের ৪০ ধারার অধীন পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে ৪১ ধারার অধীনে মামলার রায় প্রাসঙ্গিক? কোন কোন আদালতের রায় ৪১ ধারায় প্রাসঙ্গিক? কোন কোন শর্তে সাক্ষ্য আইনের ৪১ ধারায় রায় প্রাসঙ্গিক হতে পারে? কোন কোন ক্ষেত্রে ৪২ ধারার অধীনে মামলার রায় প্রাসঙ্গিক? কখন বিচার আদালতের রায় প্রাসঙ্গিক? বিচার আদালতের রায় কখন প্রাসঙ্গিক সেটা সাক্ষ্য আইনের ৪০ থেকে ৪৪ পর্যন্ত আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ৪০ ধারা অনুসারে, দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের ৪১ ধারা অনুসারে প্রবেট, ইত্যাদি এখতিয়ার প্রয়োগে প্রদত্ত রায় প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের ৪১ ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য রায়, আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের ৪২ ধারায় এবং সাক্ষ্য আইনের ৪০ থেকে ৪২ ধারা পর্যন্ত উল্লেখিত ক্ষেত্র ব্যতিত অন্য ক্ষেত্রে রায় সাক্ষ্য আইনের ৪৩ ধারায় প্রাসঙ্গিক এবং রায় নিতে প্রতারণা বা ষড়যন্ত্

মৃত্যুকালীন ঘোষণা বা Dying Declaration কি? মৃত্যুকালীন ঘোষণার বৈশিষ্ট্য সমূহ কি কি?

যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি। মৃত বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তিদের সাক্ষ্য কখন প্রাসঙ্গিক? কোন কোন ক্ষেত্রে ৩২ ধারায় সাক্ষ্য প্রাসঙ্গিক হবে? মৃত্যুকালীন ঘোষণা বা Dying Declaration কি? মৃত্যুকালীন ঘোষণার বৈশিষ্ট্য সমূহ কি কি? মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী মৃত্যু বরণ না করলে তার কি ফলাফল? প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতার শর্তসমূহ কি কি? সাক্ষ্য আইনের ৩২ এবং ৩৩ ধারার মধ্যে পার্থক্য কি? যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি: যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না যেমন যে ব্যক্তি মৃত বা যাকে খুঁজে পাওয়া যায় না বা যে সাক্ষ্য দিতে অক্ষম বা অযৌক্তিক বিলম্ব ও বায় ছাড়া যাকে হাজির করা যায় না ইত্যাদি, তাদের বিবৃতি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে তা প্রথমত সাক্ষ্য আইনের ৩২ ধারায় এবং দ্বিতীয়ত ৩৩ ধারায় আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ যে বিষয় দ

স্বীকারোক্তি দোষ-স্বীকার দোষ-স্বীকারোক্তি Admission & Confession

স্বীকারোক্তি এবং দোষ স্বীকার। স্বীকারোক্তি কি? কোন কোন ব্যক্তির বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে? কখন দেওয়ানী মামলায় স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয়? দোষ স্বীকারোক্তির কি? দোষ স্বীকারোক্তি কত প্রকার? দোষস্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হতে পারে? সাক্ষ্য আইনের ২৭ ধারার আবশ্যিক শর্তসমূহ কি কি? কখন দোষ স্বীকারোক্তি সহ-অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যে ব্যবহার করা যায়? স্বীকারোক্তি এবং দোষ-স্বীকার [Admission & Confession] সাক্ষ্য আইনের ১৭ থেকে ৩১ ধারা পর্যন্ত স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। ২৪ ধারা অনুসারে অনুচিত প্রভাবজনিত দোষ স্বীকারোক্তি, ২৫ ধারা অনুসারে পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি, ২৬ ধারা অনুসারে পুলিশ হেফাজতে থাকাবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া পুলিশের নিকট দোষ-স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। স্বীকারোক্তি কি? সাক্ষ্য আইনের ১৭ ধারায় স্বীকারোক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে। ১৭ ধারায় বিধান করা হয়েছে, স্বীকারোক্তি হলো কোনো ব্যক্তির মৌখিক বা লিখিত বক্তব্য যা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে। সুতরাং স্বীকারোক্তি দুই প্রকার ১

প্রাসঙ্গিক বিষয় Relevant Facts কি বিচার্য বিষয় Fact in Issue কি?

প্রাসঙ্গিক বিষয় বা Relevant Facts কি? কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? বিচার্য বিষয় কি? কি কি বিষয় প্রাসঙ্গিক? সংঘটিত ব্যাপার নীতি কি? শনাক্তকরণ প্যারেড কি? বিষয়ের প্রাসঙ্গিকতা বিষয়ের প্রাসঙ্গিকতা [Of the Relevancy of Facts ] প্রাসঙ্গিক বিষয় বা Relevant Facts কি? সাক্ষ্য আইনে বর্ণিত কোন উপায়ে যখন একটি বিষয় অন্য বিষয়ের সাথে সম্পর্কিত, তখন একটি বিষয়কে অন্য বিষয়ের প্রাসঙ্গিক বলা হবে। সাক্ষ্য আইনের ৫ থেকে ৫৫ ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। উদাহরণ: 'ক' 'খ' কে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। 'ক' 'খ' কে ছুরি দিয়ে আঘাত করার আগে এবং পরে সে যে সকল কথা বা কাজ করেছে, তা গুরুতর জখম অপরাধের সাথে প্রাসঙ্গিক। সুতরাং এই সকল বিষয় প্রাসঙ্গিক হিসেবে আদালতে সাক্ষ্য হিসেবে উত্থাপন করা যাবে। কি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? সাক্ষ্য আইনের ৫ ধারা অনুযায়ী কোন মামলায় দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। ১. বিচার্য বিষয় সম্পর্কে [Fact in Issue] ২. প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। [Relevant Facts ] বিচার্য বিষয় [Fact in Issue] কি? সাক্

প্রত্যয়িত দলিল প্রমাণের পদ্ধতি। সরকারি দলিল বেসরকারি দলিল

দলিল প্রত্যয়ন কি? কে প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে? কিভাবে প্রত্যয়িত দলিল প্রমাণ করতে হয়? কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে? কখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নেই? কিভাবে একটি উইল প্রমাণ করতে হয়? যেক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হয়? কোনগুলো সরকারি দলিল? সরকারী দলিলের উদাহরণ কি কি? কোনগুলো বেসরকারী দলিল? কিভাবে সরকারী দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি বা সার্টিফাইড কপি পাওয়া যায়? প্রত্যয়িত দলিল প্রমাণের পদ্ধতি দলিল প্রত্যয়ন কি? কে দলিল প্রত্যয়নকারী সাক্ষী হতে পারে? সাধারণ অর্থে প্রত্যয়ন অর্থ হলো কোন ব্যক্তি কর্তৃক সাক্ষী হিসাবে কোন দলিলে স্বাক্ষর বা প্রত্যয়ন করা। যখন কোন ব্যক্তি কোন দলিল সম্পাদিত হয়েছে এই বিষয় দেখে সাক্ষী হিসাবে উক্ত দলিলে প্রত্যয়ন বা স্বাক্ষর করে, তখন উক্ত প্রত্যয়নকারীকে বা স্বাক্ষরকারীকে প্রত্যয়নকারী সাক্ষী বলে । আইনে কোন দলিল প্রত্যয়ন করার বিধান থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেমন: বন্ধকি দলিল যেক্ষেত্রে জামানতের পরিমাণ ১০০ টাকার বেশি

মৌখিক সাক্ষ্য Oral Evidence দালিলিক সাক্ষ্য Documentary Evidence

কিভাবে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হয়? প্রত্যক্ষ সাক্ষ্য কি? দালিলিক সাক্ষ্য কি? কিভাবে দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে? প্রাথমিক সাক্ষ্য কি? মাধ্যমিক সাক্ষ্য কি? কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে? কখন ডিজিটাল রেকর্ড গ্রহণযোগ্য হতে পারে? সর্বোত্তম সাক্ষ্য কি? শোনা সাক্ষ্য কি? কোন কোন ক্ষেত্রে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে? মৌখিক সাক্ষ্য বা Oral Evidence মৌখিক সাক্ষ্য কে সংজ্ঞায়িত করা হয়েছে সাক্ষ্য আইন ১৮৭২ এর ৩ ধারায়। মৌখিক সাক্ষ্য দ্বারা কোন বিষয় প্রমাণ ৫৯ ধারায় আলোচনা করা হয়েছে এবং ৬০ ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। কিভাবে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হয়? ৫৯ ধারায় বিধান করা হয়েছে, দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে অর্থাৎ দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। কারণ হলো যেখানে কোন লিখিত দলিল বা নথি থাকে, সেই ক্ষেত্রে উক্ত লিখিত দলিল বা নথি দিয়েই উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে হবে। দলিলের বিবরণ প্রমাণের ক্ষেত্রে উক্ত দলিলই হলো

সাক্ষ্য আইন Evidence Act 1872 ১৮৭২ এর উপর প্রাথমিক আলোচনা

সাক্ষ্য আইন কিভাবে প্রণীত হয়? সাক্ষ্য আইন কি ধরনের আইন? সাক্ষ্য আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? সাক্ষ্য আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? সাক্ষ্য আইনে ৩ ধারায় সংজ্ঞাসমূহ কি কি? আদালত কাকে বলে? প্রমাণ কি? প্রমাণিত কি? ভুল বলে প্রমাণিত কি? প্রমাণিত নয় কি? সাক্ষ্য কয় প্রকার? সাক্ষ্য কি? ডিজিটাল রেকর্ড কি? সাক্ষ্য আইন ১৮৭২ এর উপর  প্রাথমিক আলোচনা সাক্ষ্য আইন কিভাবে প্রণীত হয়? সর্ব প্রথম ১৮৫০ সালে, স্যার হেনরি সামার মেইন ভারতীয় আদালতের মামলা পরিচালনার জন্য অনুসরণীয় একটি সাক্ষ্য আইনের খসড়া বিল তৈরী করে । কিন্তু এটা ভারতে ব্যবহারের অনুপযোগী ছিল। অবশেষে, ১৮৭১ সালে ব্রিটিশ‌ পার্লামেন্ট স্যার জেমস ফিটজজেমস স্টিফেন কে সাক্ষ্য আইনের একটি খসড়া প্রস্তুত করার দায়িত্ব দেয় । তার তৈরীকৃত বিলটি সেপ্টেম্বর ১, ১৮৭২ সালে, কার্যকর করা হয় এবং তখন থেকে ভারতীয় আদালত এটা অনুসরণ করে আসছে । বর্তমানে বাংলাদেশে সামান্য কিছু সংশোধনী ছাড়া এই আইনটি প্রয়োগ হচ্ছে । সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী গেজেট আকারে প্রকাশিত হয় ২০২২ সালের ২০ নভেম্বর। সাক্ষ্য আইন কি ধরনের আইন? সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত

সাক্ষ্য আইন (সংশোধন), ২০২২ Evidence Act (Amendment) 2022

সাক্ষ্য আইন (সংশোধন), ২০২২ ডিজিটাল রেকর্ড বা ইলেক্ট্রনিক রেকর্ড কি? ডিজিটাল রেকর্ড বা ইলেক্ট্রনিক রেকর্ডের প্রমাণ: ডিজিটাল স্বাক্ষর সনদ কি? প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কি? ধারা ৪৫: বিশেষজ্ঞদের মতামত ধারা ৪৫ক: শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত ধারা ৪৭ক: ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যেখানে প্রাসঙ্গিক। ধারা-৬৫ক: ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান ধারা-৬৫খ: ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা ধারা-৬৭ক: ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ ধারা-৭৩ক: শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান ধারা-৭৩খ:- অন্যদের সাথে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য তুলনা, স্বীকৃত বা প্রমাণিত ধারা-৮১ক। ডিজিটাল আকারে গেজেট হিসাবে অনুমান ধারা-৮৫ক: ডিজিটাল আকারে চুক্তির অনুমান। ধারা-৮৫খ: ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষরের অনুমান ধারা ৮৭গ: ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে অনুমান ধারা-৮৮ক: ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান ধারা-৮৯ক: শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান। ধারা-৯০ক: পাঁচ বছরের পুরনো ডিজিটাল রেকর্ডের অনুমান। ধারা-১৪৬: জেরায় আইনসঙ্গত প্রশ্ন। সাক্ষ্য আইন (সংশোধন), ২০