- Get link
- X
- Other Apps
সমন কাকে বলে?
কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়?
সমন সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম কি কি?
সমন জারি কাকে বলে?
সমন জারির পদ্ধতি কি?
কিভাবে সমন জারি করতে হয়?
বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি কি?
বিকল্প সমন জারি কাকে বলে?
বিকল্প সমন জারির কারণ কি?
হাজির হতে ব্যর্থতার কারণে জরিমানা।
কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়?
সমন সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম কি কি?
সমন জারি কাকে বলে?
সমন জারির পদ্ধতি কি?
কিভাবে সমন জারি করতে হয়?
বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি কি?
বিকল্প সমন জারি কাকে বলে?
বিকল্প সমন জারির কারণ কি?
হাজির হতে ব্যর্থতার কারণে জরিমানা।
সমন [Summon]
সমন কাকে বলে?
বাদী কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মোকদ্দমায় আত্মপক্ষসমর্থনের জন্য তাকে হাজির হতে বলা। সমন প্রদানের মাধ্যমে আদালত এই কাজটি করে। দেওয়ানী কার্যবিধির ২৭ থেকে ৩২ ধারায় এবং ৫ আদেশে সমন নিয়ে আলোচনা করা হয়েছে। "সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোন নথি যার মাধ্যমে কোন ব্যক্তিকে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতের বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়।”
কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়?
ধারা-২৭ অনুযায়ী যখন মোকদ্দমা সঠিকভাবে রুজু করা হয়, তখন সমনে উল্লেখিত দিনে বিবাদীকে হাজির হতে এবং বাদীর দাবীর জবাব দিতে বিবাদী বরাবর সমন জারি করা যেতে পারে।
আদেশ ৫, বিধি ১ অনুযায়ী সমন সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম কি কি?
সমন দেওয়ার জন্য নিয়োগকৃত আদালতের অফিসার কর্তৃক বিবাদী বরাবর সমন ইস্যু করবে। মোকদ্দমা দায়েরের ৫ কার্যদিবসের মধ্যে সমন দিতে হবে। এটা বাধ্যতামূলক। আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে বাদীর দাবী স্বীকার করে নিলে, উক্ত ক্ষেত্রে বিবাদীকে কোন সমন প্রেরণ করতে হবেনা। যদি নির্ধারিত সময়ে অফিসার সমন দিতে বা issue করতে ব্যর্থ হয়, তাহলে সে অসদাচরণের জন্য দায়ী হবে। প্রত্যেকটি সমন বিচারক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে বা সমন দেওয়ার জন্য নিয়োগকৃত অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং আদালতের সীলযুক্ত হতে হবে। প্রত্যেকটি সমনের সাথে আরজির একটি নকল, অথবা অনুমতি প্রদত্ত হলে একটি সংক্ষিপ্ত বিবৃতি বিদ্যমান থাকতে হবে [বিধি ২]।
সমন জারি [Service of summons] কাকে বলে?
২০১২ সালের দেওয়ানী কার্যবিধির ৫ নং আদেশের ৯ নং বিধিটি সংশোধন করা হয় এবং ৯ক বিধি যুক্ত করা হয়। এই সংশোধনের মাধ্যমে সমন জারির পদ্ধতিতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়।
বর্তমানে আদালত তার অধ:স্তন অফিসারের মাধ্যমে বা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, Fax বার্তা অথবা ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার আদেশ দিতে পারে। ৫ নং আদেশের ১ নং বিধিটি ২০১২ সালে দেওয়ানী কার্যবিধির সংশোধনীর মাধ্যমে সংশোধন করে সমন সম্পর্কে উপরে উল্লেখিত বিধান যুক্ত করা হয়। যখন সমন যথাযথ কর্মকর্তার নিকট অথবা কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করা হয়, তখন উক্ত কর্তৃপক্ষ বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তির তারিখ হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিবাদীর বরাবর সমন পাঠাবে। যদি উক্ত কর্মকর্তা সমন পাঠাতে ব্যর্থ হয়, তাহলে সে অসদাচরণের জন্য দায়ী হবে এবং কুরিয়ার সার্ভিস সমন পাঠাতে ব্যর্থ হলে, জেলা জজ তার নাম তালিকা থেকে বাদ দিবে। [দেওয়ানী কার্যবিধির সংশোধনী-২০১২]। ৯ক বিধির অধীন বাদী ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারে।
সমন জারির পদ্ধতি কি? বা কিভাবে সমন জারি করতে হয়?
সমন জারি করতে হবে সমনের কপি ১) পৌছাইয়া দিয়ে বা ২) লটকাইয়া দিয়ে [বিধি ১০]। বহুসংখ্যাক বিবাদীর ক্ষেত্রে প্রত্যেক বিবাদীর উপর সমন জারি করতে হবে (বিধি-১১)। সাধারণত সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে দিতে হবে এবং যদি সে কোন এজেন্টকে সমন গ্রহণের জন্য ক্ষমতা দিয়ে থাকে তাহলে তাকে প্রদান করা যাবে [বিধি ১২]। যে আদালত হতে সমন প্রদান করা হয় সেই আদালতের এখতিয়ারভুক্ত এলাকার সীমানার মধ্যে বিবাদী বসবাস না করলে, এই ধরণের ব্যক্তির বিরুদ্ধে ব্যবসা বা কোন কার্য সংক্রান্ত মোকদ্দমায় উক্ত ব্যক্তির ম্যানেজার বা প্রতিনিধি হিসাবে উক্ত এলাকার সীমানায় জারি করলে সেটা জারি বলে গণ্য হবে [বিধি ১৩]। স্থাবর সম্পত্তিতে প্রতিকার বা ক্ষতিপূরণের মোকদ্দমার ক্ষেত্রে যদি সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে না দেওয়া যায় বা সমন গ্রহণ করার জন্য বিবাদীর কোন ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট না থাকে, উক্ত সম্পত্তির দায়িত্বে আছে বিবাদীর এমন কোন এজেন্ট এর নিকট সমন দেওয়া যেতে পারে। যখন কোন মোকদ্দমায় যদি সমন জারির সময় বিবাদী তার বসবাসের স্থানে অনুপস্থিত থাকে, এবং সমন গ্রহণের ক্ষমতা প্রাপ্ত তার কোনো প্রতিনিধি না থাকে, তাহলে বিবাদীর সাথে বসবাস করে, তার পরিবারের এইরূপ যে কোন প্রাপ্ত বয়স্ক লোকের উপর সমন জারি করা যাবে। [দেওয়ানী কার্যবিধির ২০১২ সালের সংশোধনী দ্বারা প্রাপ্ত বয়স্ক পুরুষ সদস্য এর পরিবর্তে প্রাপ্ত বয়স্ক শব্দ প্রতিস্থাপন করা হয়। ] অর্থাৎ এখন প্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষ উভয়ের নিকট দেওয়া যাবে।
বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি কি?
যেক্ষেত্রে বিবাদী অন্য আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসবাস করে, সেই ক্ষেত্রে বিবাদী যে এলাকায় বসবাস করে, সেই এলাকার এখতিয়ারাধীন যেকোন সমন জারিকারী আদালত সমনটি পাঠাতে পারে এবং উক্ত আদালত তখন সমন জারি করবে [ধারা ২১] যেক্ষেত্রে বিবাদী জেলে থাকে, সেই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন জারির জন্য জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন পাঠাতে হবে। [বিধি ২৪]। যেক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করে এবং বাংলাদেশে সমন গ্রহণের কোন এজেন্ট নেই, সেই ক্ষেত্রে বিবাদী দেশের বাইরে যেখানে বসবাস করে সেখানে পাঠাতে হবে [বিধি ২৫]। এই ক্ষেত্রে রাজনৈতিক প্রতিনিধি বা এমন সমন জারির জন্য প্রতিষ্ঠিত কোন আদালত কর্তৃক সমনটি জারি করা যেতে পারে [বিধি ২৬]। সরকারী কর্মকর্তা বা রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তার প্রতি সমন জারির জন্য উক্ত অফিসের প্রধানের বরাবর সমন পাঠাতে হবে (বিধি ২৭]। যেক্ষেত্রে বিবাদী একজন সৈনিক, নাবিক, বা বৈমানিক, সেই ক্ষেত্রে সমন জারি করতে উক্ত বাহিনীর কমাণ্ডিং অফিসারের নিকট সমন পাঠাতে হবে [বিধি ২৮]।
বিকল্প সমন জারি [Substituted Service] কাকে বলে?
বিকল্প সমন জারি অর্থ হলো সাধারণ পদ্ধতির বিকল্প হিসাবে সমন জারি করা। দেওয়ানী কার্যবিধির ৫ আদেশের ২০ বিধিতে বিকল্প জারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিকল্প জারির করা হয় সাধারণত সমন লটকাইয়া।
বিকল্প সমন জারির কারণ কি?
১. আদালত যে-ক্ষেত্রে যুক্তি সংগত কারণে বিশ্বাস করে যে, বিবাদী সমন এড়ানোর জন্য আত্মগোপন করে থাকছে বা
২. অন্য কোনো কারণে সাধারণ উপায়ে সমন জারি করা যাচ্ছে না, তখন নিম্নলিখিত বিকল্পভাবে সমন জারি করা যাবে-
ক. বিবাদীর গৃহের কোন প্রকাশ্য স্থানে বা
খ. যে-গৃহে বিবাদী সর্বশেষ বসবাস করেছে বা ব্যবসা করেছে বলে জানা যায়, সেই গৃহের কোনো প্রকাশ্য স্থানে সমনের একটি নকল লটকাইয়া জারি করার জন্য আদালত আদেশ দিতে পারে।
উদ্ঘাটন ও অনুরুপ বিষয়ের আদেশ দানের ক্ষমতা কি?
ধারা ৩০ অনুযায়ী নির্ধারিত হতে পারে এরুপ শর্ত এবং সীমাবদ্ধতা সাপেক্ষে কোন আদালত যে কোন সময় স্বতঃপ্রবৃত্ত হয়ে অথবা কোন পক্ষের আবেদনক্রমে-
ক) প্রশ্নাবলী প্রদান এবং জবাবদান, দলিল এবং তথ্যাবলীর স্বীকৃতি, এবং উদ্ঘাটন, পরিদর্শন, দাখিল, দলিল অন্তরীণ কিংবা ফেরত সম্পর্কে অথবা সাক্ষ্য হিসেবে দাখিলযোগ্য অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কিত সকল বিষয়ে প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত হতে পারে এরুপ আদেশ দিতে পারে ।
খ) সাক্ষ্যদান, অথবা দলিল দাখিল অথবা উপরোক্ত অন্য উদ্দেশ্যে যাদের হাজির হওয়ার প্রয়োজন, তাদের প্রতি সমন প্রেরণ করতে পারে।
গ) কোন তথ্য Affidavit (হলফনামা) দ্বারা প্রমাণের আদেশ দিতে পারে।
ধারা ৩২ অনুযায়ী হাজির হতে ব্যর্থতার কারণে জরিমানা:
৩০ ধারা অনুযায়ী যার প্রতি সমন জারি করা হয়, আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারে এবং এই উদ্দেশ্যে-
১. গ্রেফতারী পরোয়ানা প্রেরণ করতে পারে,
২. তার সম্পত্তি ক্রোক ও বিক্রয় করতে পারে,
৩. তার উপর অনধিক ৫০০ টাকা জরিমানা করতে পারে,
৪. তার হাজির হওয়ার জন্য আদালত তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারে।
টপিকস
সমনের কাকে বলে? কখন বিবাদীর প্রতি সমন জারি করা হয়? সমন সম্পর্কিত কিছু মৌলিক নিয়ম কি কি? সমন জারি কাকে বলে? সমন জারির পদ্ধতি কি? কিভাবে সমন জারি করতে হয়? বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি কি? বিকল্প সমন জারি কাকে বলে? বিকল্প সমন জারির কারণ কি? হাজির হতে ব্যর্থতার কারণে জরিমানা।
ইউটিউব ভিডিও - সমন Summon সমনজারি কাকে বলে? কে সমন জারি করে?