- Get link
- X
- Other Apps
চোরাইমাল কাকে বলে?
চোরাই মাল সম্পর্কিত শাস্তি সমূহ কি কি?
প্রতারণা কাকে বলে?
প্রতারণার শাস্তি কি?
অনিষ্টসাধন কাকে বলে?
অনিষ্ঠসাধনের শাস্তি কি?
চোরাই মাল সম্পর্কিত শাস্তি সমূহ কি কি?
প্রতারণা কাকে বলে?
প্রতারণার শাস্তি কি?
অনিষ্টসাধন কাকে বলে?
অনিষ্ঠসাধনের শাস্তি কি?
চোরাই মাল [Stolen Property]
৪১০ ধারায় চোরাই মালকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ৪১১ ধারায় অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি উল্লেখ করা হয়েছে।
চোরাইমাল কাকে বলে?
৪১০ ধারা অনুযায়ী নিম্নলিখিত ৫টি উপায়ে কোন সম্পত্তির দখল হস্তান্তর বা গ্রহণ করা হলে উক্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে-
১. চুরি
২. বলপূর্বক গ্রহণ
৩. দস্যুতা
৪. অপরাধমূলক আত্মসাৎ
৫. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
প্রতারণা বা ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে না। যদি চোরাই মাল দখলের অধিকারী ব্যক্তির নিকট চলে আসে, তাহলে উক্ত সম্পত্তি আর চোরাই মাল বলে গণ্য হবে না।
চোরাই মাল সম্পর্কিত শাস্তি সমূহ কি কি?
দন্ডবিধির ৪১১ ধারা অনুযায়ী অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দন্ডে দণ্ডিত হবে।
৪১২ ধারা অনুযায়ী ডাকাতের সংগঠনের সময় চুরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৪১৩ ধারা অনুযায়ী অভ্যাসগতভাবে চোরাই মালের কারবার করার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত যেকোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ডসহ দণ্ডিত হবে।
৪১৪ ধারা অনুযায়ী চোরাইমাল লুকিয়ে রাখতে সাহায্য করার শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহ বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
প্রতারণা [Cheating [ধারা: ৪১৫ থেকে ৪২০]
প্রতারণা কাকে বলে?
দণ্ডবিধির ৪১৫ ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রতারণামূলকভাবে রা অসাধুভাবে কোন ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করা হলে তাকে প্রতারণা বলে।
৪১৫ ধারা অনুযায়ী নিম্নলিখিত শর্তপূরণ হলে তা প্রতারণা বলে গণ্য হবে-
১. এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে ছলনা করবে,
২. যে ব্যক্তি ছলনা করে, সে এমন ছলনার মাধ্যমে, প্রবঞ্চনা বা অসাধুভাবে-
ক. অপর কাউকে কোন সম্পত্তি প্রদানে প্ররোচিত করবে; বা
খ. কোনো ব্যক্তিকে কোন সম্পত্তি রেখে দেওয়ার ব্যাপারে সম্মতিপ্রদানে তাকে প্ররোচিত করবে; বা
৩. ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যমূলকভাবে অনুরুপ প্রতারিত ব্যক্তিকে এমন কোনো কার্য করতে বা করা হতে বিরত থাকতে প্ররোচিত করে, যে কার্য সেই ব্যক্তি অনুরুপভাবে প্রতারিত না হলে করতো না বা করা হতে বিরত থাকতো না এবং এমন কার্য করা বা করা হতে বিরত থাকার কারণে উক্ত ব্যক্তির দেহ, মন, খ্যাতি বা সম্পত্তির ক্ষতি করে বা করার সম্ভাবনা তৈরী করে।
প্রতারণার শাস্তি কি?
দন্ডবিধির ৪১৭ ধারা অনুযায়ী প্রতারণার শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা এক বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
৪১৯ ধারা অনুযায়ী অপরের রূপ ধারনপূর্বক প্রতারণা বা ছদ্মবেশে প্রতারণার শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা তিন বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয় দন্ডিত হবে।
৪২০ ধারা অনুযায়ী প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরে প্ররোচিত করা শাস্তি যেকোনো বর্ণনার কারাবাস যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
অনিষ্টসাধন বা ক্ষতিসাধন [Mischief] [ধারা ৪২৫ থেকে ৪৪০]
অনিষ্টসাধন কাকে বলে?
অনিষ্টসাধন বা ক্ষতিসাধন সম্পত্তি সম্পর্কিত একটি অপরাধ। সাধারণ অর্থে অনিষ্ট সাধন বা ক্ষতিসাধন অর্থ হলো অবৈধ ক্ষতি করার জন্য কোন ব্যক্তির সম্পত্তি বিনষ্ট করা। কোন ব্যক্তি অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য কোন ব্যক্তির বা জনসাধারণের অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হতে পারে জেনে নিম্নলিখিত কোন কাজ করে-
১. কোন সম্পত্তি নষ্ট করে,
২. কোন সম্পত্তি এমনভাবে পরিবর্তন করে যে উক্ত সম্পত্তির উপযোগিতা নষ্ট হয় বা তার মূল্য হ্রাস পায়, বা
৩. উক্ত সম্পত্তি ক্ষতিকারকভাবে আক্রান্ত হয়।
উদাহরণ: A, B এর ক্ষতি করার জন্য B এর মালের গোডাউনে আগুন লাগিয়ে মাল পুড়িয়ে দিল। A অনিষ্টসাধন করেছে বলে গণ্য হবে।
অনিষ্ঠসাধনের শাস্তি কি?
দন্ডবিধির ৪২৬ ধারা অনুযায়ী অনিষ্টের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দন্ডিত হবে।
৪২৭ ধারা অনুযায়ী ৫০ টাকা বা ততোধিক টাকার ক্ষতি করে অনিষ্ঠ সাধনের শাস্তি যেকোনো বর্ণনার কারাবাস যা ২ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয় দন্ডের দন্ডিত হবে।
৪২৮ ধারা অনুযায়ী ১০ টাকা মূল্যের কোন জন্তু হত্যা বা বিকলাঙ্গ করে অনিষ্ঠ সাধনের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ২ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
টপিকস
চোরাইমাল কাকে বলে? চোরাই মাল সম্পর্কিত শাস্তি সমূহ কি কি? প্রতারণা কাকে বলে? প্রতারণার শাস্তি কি? অনিষ্টসাধন কাকে বলে? অনিষ্ঠসাধনের শাস্তি কি?
ইউটিউব ভিডিও - চোরাই মাল Stolen Property প্রতারণা Cheating অনিষ্টসাধন কাকে বলে