- Get link
- X
- Other Apps
দস্যুতা কাকে বলে?
কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে?
বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হবে?
দস্যুতা নির্ধারণের উপায় কি?
দস্যুতার শাস্তি কি?
ডাকাতি কাকে বলে?
দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হওয়ার শর্ত কি?
ডাকাতির শাস্তি কি?
কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে?
বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হবে?
দস্যুতা নির্ধারণের উপায় কি?
দস্যুতার শাস্তি কি?
ডাকাতি কাকে বলে?
দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হওয়ার শর্ত কি?
ডাকাতির শাস্তি কি?
দস্যুতা [Robbery] ধারা ৩৯০
দস্যুতা কাকে বলে?
দণ্ডবিধির ৩৯০ ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণের থেকে মারাত্মক ধরণের অপরাধ। প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে।
কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে?
চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য অপরাধী কোন ব্যক্তিকে-
১. স্বেচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনী বাধা দেয় বা করার চেষ্টা করে,
২. মৃত্যু, আঘাত বা বেআইনী বাধার তাৎক্ষণিক ভয় দেখায়।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অপরাধী চুরি করার সময় কোন ব্যক্তিকে হত্যা বা আঘাত বা বেআইনী বাধা দেয়নি কিন্তু সে হত্যা বা আঘাত বা আটক রাখার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করে সম্পত্তি গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হবে। অর্থাৎ যেক্ষেত্রে চুরি করার সময় হত্যা, আঘাত বা বেআইনী আটক করা হয় বা চেষ্টা করা হয় সেটা তো অবশ্যই দস্যুতা কিন্তু যদি হত্যা বা আটক বা আঘাত না করা হয় বা করার চেষ্টা না করা হয়, সেই ক্ষেত্রেও চুরি দস্যুতা হতে পারে যদি মৃত্যু, আঘাত বা বেআইনী আটকের তাৎক্ষণিক ভয় দেখিয়ে চুরি করা হয়।
বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হবে?
১. বলপূর্বক গ্রহণ দস্যুতা হওয়ার প্রাথমিক শর্ত হলো অপরাধীর উপস্থিতি। বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে মৃত্যু বা আঘাত বা বেআইনী আটকের ভয় দেখানো হচ্ছে অর্থাৎ ভিকটিমের সামনে বা নিকটে অপরাধী উপস্থিত থেকে বলপূর্বক গ্রহণ করবে। এবং
২. এমন উপস্থিত থেকে মৃত্যু, আঘাত বা বেআইনী বাধার তাৎক্ষণিক ভয় দেখাবে।
বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে, বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা ।
দস্যুতা নির্ধারণের উপায় কি?
চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতা হবে কিনা তা নির্ধারণ করতে ৪টি বিষয় বিবেচনা করতে হবে-
১. চুরি বা বলপূর্বক গ্রহণের সময় অপরাধী স্বেচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনী বাধা দিয়েছে কিনা?
২. স্বেচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনী বাধা দেওয়ার চেষ্টা করেছে কিনা?
৩. মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা?
৪. বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা?
উপরোক্ত কোন একটি শর্ত যদি ইতিবাচক হয় তাহলে চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য করতে হবে।
দস্যুতার শাস্তি কি?
৩৯২ ধারা অনুযায়ী দস্যুতার শাস্তি ১০ বৎসর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময় দস্যুতা অনুষ্ঠিত হয় তাহলে শাস্তি ১৪ বৎসর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে।
৩৯৩ ধারা অনুযায়ী দস্যুতা করার উদ্যোগের শাস্তি ৭ বৎসর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড।
৩৯৪ ধারা অনুযায়ী দস্যুতা করার সময় স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের শাস্তি যাবজ্জীবন কারাবাস বা ১০ বৎসর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
ডাকাতি [Dacoity] ধারা ৩৯১
দণ্ডবিধির ৩৯১ ধারায় ডাকাতির সংজ্ঞা এবং ৩৯৫ ধারায় ডাকাতির শাস্তি এবং ৩৯৬ ধারায় খুনসহ ডাকাতির শাস্তি উল্লেখ করা হয়েছে।
ডাকাতি কাকে বলে?
পেনাল কোড এর ৩৯১ ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। যখন ৫ বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে, তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। প্রত্যেক ডাকাতি দস্যুতা কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি না। অপরাধীর সংখ্যা ছাড়া ডাকাতি ও দস্যুতার উপাদানসমূহ অভিন্ন।
দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হওয়ার শর্ত কি?
৩৯১ ধারা অনুযায়ী দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে যদি দস্যুতার ক্ষেত্রে-
১. ৫ বা ততোধিক সদস্য থাকে;
২. তারা অবশ্যই দস্যুতা সংঘটন করবে বা দস্যুতা সংঘটনের প্রচেষ্টা করে; এবং
৩. তারা অবশ্যই মিলিতভাবে কার্যটি করেছে।
এখানে বলে রাখা ভালো যে,
ডাকাতি ও দস্যুতার মধ্যে প্রধান পার্থক্য হলো সংখ্যাগত । প্রত্যেক দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ৪ জন ব্যক্তি থাকতে পারে। কিন্তু ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন ৫ জন ব্যক্তি থাকতে হবে । দস্যুতা ৫ এর কম (১ থেকে ৪) সদস্য নিয়ে অনুষ্ঠিত হলে সেটা শুধুমাত্র দস্যুতা কিন্তু দস্যুতা ৫ বা ৫ এর অধিক সদস্য নিয়ে অনুষ্ঠিত হলে, উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন ৫ জন ব্যক্তিকে দণ্ডিত করতে হবে। দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ৪ জন দণ্ডিত করা যেতে পারে। যেক্ষেত্রে আদালত ৫ বা ততোধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির চার্জ গঠন করেছে কিন্তু পরবর্তীতে ৫ এর কম সংখ্যক ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারেনা কিন্তু তাদেরকে দস্যুতার জন্য দণ্ডিত করতে পারে।
ডাকাতির শাস্তি কি?
৩৯৫ ধারা অনুযায়ী ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাবাস বা ১০ বছর মেয়াদী সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৩৯৬ ধারা অনুযায়ী খুনসহ ডাকাতির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস বা ১০ বছর মেয়াদী সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৩৯৭ ধারা অনুযায়ী মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতির শাস্তি সর্বনিম্ন ৭ বছরের কারাবাসের নিচে হবে না।
৩৯৮ ধারা অনুযায়ী মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগের শাস্তি ৭ বছরের কমদন্ডে দণ্ডিত হবে না।
৩৯৯ ধারা অনুযায়ী ডাকাতি সংগঠনের উদ্যোগের শাস্তি ১০ বৎসর পর্যন্ত কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৪০০ ধারা অনুযায়ী ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৪০১ ধারা অনুযায়ী চোরদের দলভুক্ত হবার শাস্তি সশ্রম কারাদণ্ড যার মেয়াদ ৭ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৪০২ ধারা অনুযায়ী ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়ার শাস্তি সশ্রম কারাদন্ড যার মেয়াদ ৭ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
এখানে সংক্ষিপ্ত ভাবে মনে রাখার জন্য যে বিষয়গুলি জানা দরকার তা হচ্ছে ৩৯২ ধারা থেকে ৪০২ ধারা পর্যন্ত (৩৯৭ এবং ৩৯৮ বাদে) কারাবাস সর্বদা সশ্রম হবে। ৩৯৫ ধারায় ডাকাতির শাস্তি এবং ৩৯৬ ধারায় খুনসহ ডাকাতির শাস্তি উল্লেখ করা হয়েছে। ৩৯৫ ধারায় ডাকাতির সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাবাস এবং দন্ডবিধির ৩৯৬ ধারায় খুনসহ ডাকাতি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। ৩৯৬ ধারা অনুযায়ী ডাকাত দলের কোন একজন সদস্য ডাকাতি সংগঠনের সময় খুন করলে উক্ত ডাকাত দলের সকল সদস্য খুনের জন্য দণ্ডিত হবে যদি তারা একত্রে ডাকাতি করে।
টপিকস
দস্যুতা কাকে বলে? কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে? বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হবে? দস্যুতা নির্ধারণের উপায় কি? দস্যুতার শাস্তি কি? ডাকাতি কাকে বলে? দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হওয়ার শর্ত কি? ডাকাতির শাস্তি কি?
ইউটিউব ভিডিও - দস্যুতা Robbery কখন চুরি বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে ডাকাতি Dacoity শাস্তি কি