- Get link
- X
- Other Apps
প্লিডিংস।
প্লিডিংস কি?
প্লিডিংস সম্পর্কে মৌলিক নিয়ম কি?
প্লিডিংস স্বাক্ষর এবং সত্যাখ্যান।
প্লিডিংসে বা আরজি বা লিখিত জবাবে কে স্বাক্ষর করবে?
প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন কে করবে?
প্লিডিংস কর্তন এবং সংশোধন।
কখন আদালত প্লিডিংস (আরজি বা জবাব) কর্তন করার আদেশ দিতে পারে?
প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধন বলতে কি বুঝায়?
কখন আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে?
কি কারণে আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে?
প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন কোথায় করতে হবে?
প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় কতদিন?
প্লিডিংস সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল কি?
প্লিডিংস কি?
প্লিডিংস সম্পর্কে মৌলিক নিয়ম কি?
প্লিডিংস স্বাক্ষর এবং সত্যাখ্যান।
প্লিডিংসে বা আরজি বা লিখিত জবাবে কে স্বাক্ষর করবে?
প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন কে করবে?
প্লিডিংস কর্তন এবং সংশোধন।
কখন আদালত প্লিডিংস (আরজি বা জবাব) কর্তন করার আদেশ দিতে পারে?
প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধন বলতে কি বুঝায়?
কখন আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে?
কি কারণে আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে?
প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন কোথায় করতে হবে?
প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় কতদিন?
প্লিডিংস সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল কি?
সাধারণভাবে প্লিডিংস আদেশ ৬
প্লিডিংস [Pleadings] কি?
দেওয়ানি কার্যবিধির আদেশ ৬ বিধি ১ অনুযায়ী প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজি হলো বাদীর দাবি সম্বলিত কোন লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে দেওয়ানী মোকদ্দমা দায়ের করা হয়। এখানে বাদী তার দাবী এবং দাবীর সমর্থনে ঘটনা উল্লেখ করে। লিখিত জবাব হলো বিবাদী কর্তৃক বাদীর দাবীর উত্তর সম্বলিত কোন লিখিত বক্তব্য। এখানে বিবাদী সাধারণত বাদীর দাবী অস্বীকার করে লিখিত বক্তব্য দেয়।
প্লিডিংস সম্পর্কে মৌলিক নিয়ম কি?
প্লিডিংসে শুধুমাত্র ঘটনা উল্লেখ করতে হবে, আইন বা সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নেই। প্লিডিংসে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাদি উল্লেখ থাকবে। গুরুত্বপূর্ণ ঘটনাদি যার উপর ভিত্তি করে আবেদনকারী বা দরখাস্তকারী তার দাবী উত্থাপন করে বা আত্মপক্ষ সমর্থন করে, সে সব তথ্য প্লিডিংসে (আরজি বা লিখিত জবাবে) উল্লেখ করতে হবে। যেমন মোকদ্দমার কারণ। প্লিডিংসে তারিখ, টাকার পরিমাণ ও সংখ্যা অংকে লিখতে হয়।
প্লিডিংস স্বাক্ষর এবং সত্যাখ্যান:
দেওয়ানী কার্যবিধির আদেশ ৬ এর বিধি ১৪ তে প্লিডিংস স্বাক্ষর এবং ১৫ বিধিতে প্লিডিংস সত্যাখ্যান নিয়ে আলোচনা করা হয়েছে।
প্লিডিংসে বা আরজি বা লিখিত জবাবে কে স্বাক্ষর করবে?
আদেশ ৬ বিধি-১৪ অনুযায়ী প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হতে হবে। প্রত্যেক প্লিডিংস অর্থাৎ আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হতে হবে
১. সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক এবং
২. তার উকিল বা Pleader কর্তৃক
অর্থাৎ আরজিতে বাদী এবং তার উকিল স্বাক্ষর করবে এবং লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল স্বাক্ষর করবে।
প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন কে করবে?
আদেশ ৬ বিধি ১৫ অনুযায়ী প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন [Verification of Pleadings] সম্পর্কে বিধান করা হয়েছে। সত্যাখ্যান হলো মামলার পক্ষসমূহ যেমন আরজির ক্ষেত্রে বাদী এবং লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী আরজি বা লিখিত জবাবে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে, তা তার জানা বলে স্বীকার করা। আরজির নিচে মোকদ্দমার বাদী এবং লিখিত জবাবের নিচে বিবাদী সত্যাখ্যান (সত্যতা প্রতিপাদন) করবে অথবা আদালত সন্তুষ্ট হলে, অন্য কোন ব্যক্তি যে মোকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে জানে, সে আরজি বা লিখিত জবাবে সত্যাখ্যান করতে পারে। যে ব্যক্তি সত্যাখ্যান করছে সে সত্যতা প্রতিপাদন অংশে স্বাক্ষর করবে এবং যে দিন এবং স্থানে সত্যাখ্যান স্বাক্ষর করা হয়েছিল তা উল্লেখ করবে। আদেশ ২৯, বিধি ১ অনুযায়ী কোন কর্পোরেশনের পক্ষে বা বিরুদ্ধে কোন মোকদ্দমার ক্ষেত্রে উক্ত কোম্পানীর পক্ষে কোম্পানীর সচিব, পরিচালক বা অন্যকোনো প্রধান কর্মকর্তা যে মোকদ্দমার ঘটনাবলী প্রকাশ করতে সক্ষম সেই ব্যক্তি স্বাক্ষর বা সত্যাখ্যান করতে পারে।
প্লিডিংস কর্তন এবং সংশোধন:
আদেশ ৬ এর ১৬ বিধিতে প্লিডিংস কর্তন [Striking Out of Pleadings| এবং ১৭ বিধিতে প্লিডিংস সংশোধন [Amendment of Pleadings) নিয়ে আলোচনা করা হয়েছে।
কখন আদালত প্লিডিংস বা আরজি বা জবাব কর্তন করার আদেশ দিতে পারে?
আদেশ ৬ এর ১৬ বিধি অনুযায়ী আদালত মোকদ্দমার যে কোন পর্যায়ে প্লিডিংসের (আরজি বা লিখিত জবাবের) যে কোন বিষয় কর্তন বা সংশোধন করতে আদেশ দিতে পারে যদি উল্লেখিত বিষয়টি
১. অপ্রয়োজনীয় হয়,
২. কুৎসাজনক হয়,
৩. মোকদ্দমার সুষ্ঠু বিচার বাধাগ্রস্থ, বা বিলম্বিত করতে পারে।
প্লিডিংস সংশোধন [Amendment of Pleadings]:
প্লিডিংস (আরজি বা লিখিত জবাব) সংশোধন বলতে কি বুঝায়?
দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধিতে প্লিডিংস সংশোধন সম্পর্কিত বিধান করা হয়েছে। প্লিডিংস সংশোধন অর্থ হলো বাদী কর্তৃক তার আরজি সংশোধন এবং বিবাদী কর্তৃক তার লিখিত জবাব সংশোধন। অর্থাৎ বাদী তার আরজি এবং বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১৭ বিধির অধীন দায়ের করতে পারে। মনে রাখতে হবে ৬ আদেশের ১৭ বিধিটি আরজি ও লিখিত জবাব উভয় সংশোধনের জন্য প্রযোজ্য।
কখন আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে?
আদালত মোকদ্দমার যেকোনো পর্যায়ে মোকদ্দমার যেকোনো পক্ষকে প্লিডিংস সংশোধন বা পরিবর্তনের অনুমতি দিতে পারে । কিন্তু বিচার শুরুর পর প্লিডিংস সংশোধনের কোন আবেদন আদালত অনুমোদন করবে না যতখন পর্যন্ত না আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরও উক্ত আবেদনকারী মোকদ্দমার বিচার শুরু হবার আগে সংশোধন করার আবেদন করতে পারেনি [দেওয়ানী কার্যবিধি (সংশোধনী) ২০১২]। বিচার শুরু হবার পর আবেদনকারী যদি সংশোধন করার আবেদন করে এবং আদালত যদি মনে করে, মোকদ্দমার বিলম্ব করার জন্য এমন আবেদন করা হয়েছে তাহলে আদালত আবেদনকারীকে আপত্তি উপস্থাপনকারীকে খরচ প্রদানের আদেশ দিতে পারে।
কি কারণে আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে?
আদালত মোকদ্দমার যেকোনো পর্যায়ে প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের অনুমতি দিতে পারে-
১. যদি সংশোধনটি পক্ষগণের মধ্যে বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় হয়;
২. যদি সংশোধনটি অপর পক্ষের জন্য অবিচার না হয়
প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন কোথায় করতে হবে?
প্লিডিংস (আরজি বা জবাব) সংশোধনীর দরখাস্ত করতে হবে বিচারিক আদালতে। যেমন: যদি মোকদ্দমাটি যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন থাকলে, আরজি বা লিখিত জবাবটি সংশোধনের আবেদন যুগ্ম জেলা জজ আদালতে করতে হবে।
প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় কতদিন?
৬ আদেশ বিধি ১৮ অনুযায়ী যে পক্ষকে প্লিডিংস সংশোধনের অনুমতি দেওয়া হয়েছে, সেই পক্ষ প্লিডিংস সংশোধন করবে-
১. আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বা
২. যদি আদালত সময় নির্ধারণ না করে দেয়, তাহলে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে।
এই ক্ষেত্রে সংশোধনের সময় বাড়ানো আদালতের বিবেচনামূলক ক্ষমতা।
প্লিডিংস সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল কি?
আরজি সংশোধনের আদেশ হওয়ার পর নির্ধারিত সময়ে বা অনধিক ১৪ দিনের মধ্যে সংশোধন করতে না পারলে এবং আদালত সংশোধনের সময় না বাড়ালে পরবর্তীতে আরজি সংশোধন করতে পারবে না।
টপিকস
প্লিডিংস। প্লিডিংস কি? প্লিডিংস সম্পর্কে মৌলিক নিয়ম কি? প্লিডিংস স্বাক্ষর এবং সত্যাখ্যান। প্লিডিংসে বা আরজি বা লিখিত জবাবে কে স্বাক্ষর করবে? প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন কে করবে? প্লিডিংস কর্তন এবং সংশোধন। কখন আদালত প্লিডিংস (আরজি বা জবাব) কর্তন করার আদেশ দিতে পারে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধন বলতে কি বুঝায়? কখন আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে? কি কারণে আদালত প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন কোথায় করতে হবে? প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় কতদিন? প্লিডিংস সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল কি?