- Get link
- X
- Other Apps
মামলা দায়েরের স্থান।
আঞ্চলিক এখতিয়ার কাকে বলে?
স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়?
ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন সম্পত্তির ক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হয়?
আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করতে হয়?
ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়?
এখতিয়ারের আপত্তি কখন উত্থাপন করতে হবে?
রেস-সাবজুডিস কাকে বলে?
বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা স্থগিতকরণ কি?
রেস-সাবজুডিসের শর্তসমূহ কি কি?
রেস জুডিকাটা কাকে বলে?
দোবারা দোষ বা বিচারিত বিষয় কাকে বলে?
রেস জুডিকাটার শর্তসমূহ কি কি?
আঞ্চলিক এখতিয়ার কাকে বলে?
স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়?
ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন সম্পত্তির ক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হয়?
আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করতে হয়?
ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়?
এখতিয়ারের আপত্তি কখন উত্থাপন করতে হবে?
রেস-সাবজুডিস কাকে বলে?
বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা স্থগিতকরণ কি?
রেস-সাবজুডিসের শর্তসমূহ কি কি?
রেস জুডিকাটা কাকে বলে?
দোবারা দোষ বা বিচারিত বিষয় কাকে বলে?
রেস জুডিকাটার শর্তসমূহ কি কি?
মামলা দায়েরের স্থান (Place of suing)
কোথায় আদালতে মোকদ্দমা দায়ের করতে হয়? বা কোন দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করতে হয়?
কোথায় বা কোন দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করবেন সেটা ২টি বিষয় বিবেচনা করে নির্ধারণ করতে হবে-
১) আদালতের আর্থিক এখতিয়ার এবং
২) আদালতের আঞ্চলিক এখতিয়ার।
দেওয়ানী কার্যবিধির ১৫ থেকে ২০ ধারায় দেওয়ানী আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানী কার্যবিধির ১৫ ধারায় বলা হয়েছে, বিচার করার এখতিয়ারসম্পন্ন সর্বনিম্ন আদালতে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে।
কোনটি সর্বনিম্ন আদালত সেটা নির্ধারিত হবে আদালতের আর্থিক এখতিয়ার এবং মোকদ্দমার মূল্যমান অনুযায়ী।
আঞ্চলিক এখতিয়ার [Territorial Jurisdiction] কাকে বলে?
দেওয়ানী মামলা স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, ক্ষতিপূরণ ইত্যাদি সম্পর্কিত হতে পারে। দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ১৬ থেকে ১৮ ধারা পর্যন্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা কোথায় দায়ের করবেন তা উল্লেখ করা হয়েছে। ১৯ ধারায় ক্ষতিপূরণ সংক্রান্ত মোকদ্দমা কোথায় দায়ের করবেন তা উল্লেখ করা হয়েছে। ১৫ থেকে ১৯ ধারা যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না, সেই ক্ষেত্রে কোথায় মোকদ্দমা দায়ের করবেন তা ২০ ধারায় আলোচনা করা হয়েছে। ২১ ধারায় এখতিয়ার সম্পর্কে আপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে।
স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়? [ধারা ১৬ থেকে ১৮]
ধারা ১৬ অনুযায়ী মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত সেই আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। সাধারণত স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমা যেমন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি ভাগ বাটোয়ারা, স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোন ক্ষতিপূরণের মামলা, আটক বা ক্রোককৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য মামলা, সেই আদালতে দায়ের করতে হবে, যেখানে উক্ত বিরোধীয় সম্পত্তি অবস্থিত। স্থাবর সম্পত্তির বন্ধকের ক্ষেত্রে, বন্ধকি সম্পত্তি খালাসের অধিকারহরণ [foreclosure] বা বন্ধকি সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের [redemption] মামলা সেই আদালতে দায়ের করতে হবে, যেখানে মোকদ্দমা
দায়েরের আংশিক বা সম্পূর্ণ কারণ উৎপত্তি হয়েছে।
উদাহরণ : 'ক' 'খ' এবং 'গ', 'ঘ' এর বিরুদ্ধে তাদের পিতার সম্পত্তি বাটোয়ারার মোকদ্দমা দায়ের করতে চায়। বিরোধীয় সম্পত্তি যশোরে অবস্থিত। সুতরাং যশোর জেলা জজ আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। এখন যশোর জেলা জজ আদালতের কোন বিচারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে তা সেই বিচারিক আদালতের আর্থিক এখতিয়ার এবং মোকদ্দমার বিষয়বস্তু অনুযায়ী নির্ধারণ করতে হবে। যদি মোকদ্দমার আর্থিক মূল্য ২৩,৫০,০০০/- (তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) হয়, তাহলে আর্থিক এখতিয়ার অনুযায়ী মোকদ্দমাটি সিনিয়র সহকারী জজ আদালত, যশোরে দায়ের করতে হবে [সিভিল কোর্টস (সংশোধন) আইন, ২০২১)।
ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন সম্পত্তির ক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হয়?
ধারা ১৭ অনুযায়ী ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে বিরোধীয় স্থাবর সম্পত্তি বা মোকদ্দমার বিষয়বস্তু অবস্থিত হলে, মোকদ্দমা যেকোন একটি আদালতে দায়ের করা যায়।
আদালতরে আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করতে হয়?
ধারা ১৮ অনুযায়ী যখন আদালতের আঞ্চলিক সীমানা অনিশ্চিত অর্থাৎ যখন দাবী করা হয় কোন আদালতের আঞ্চলিক সীমানায় বিরোধীয় স্থাবর সম্পত্তি অবস্থিত তা অনিশ্চিত, তখন যে কোন একটি আদালতে মোকদ্দমা দায়ের করা যায়। দেওয়ানী কার্যবিধির ১৭ এবং ১৮ ধারার মধ্যে মূল পার্থক্য হলো, বিরোধীয় সম্পত্তি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত কিন্তু আদালতের আঞ্চলিক এখতিয়ার নিশ্চিত হলে ১৭ ধারা প্রযোজ্য হবে । কিন্তু যদি আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হয় তখন ১৮ ধারা প্রযোজ্য হবে ।
ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়?
দেওয়ানী কার্যবিধির ১৯ ধারায় ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোন আদালতে দায়ের করতে হবে তার বিধান আলোচনা করা হয়েছে। কোন ব্যক্তি বা কোন অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতিসাধন করা হলে এবং বিবাদী অপর আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে বা লাভজনক কাজ করলে, বাদী দুই আদালতের যে কোন একটিতে মামলা দায়ের করতে পারবে।
অন্যান্য ক্ষেত্রে কোথায় মামলা দায়ের করতে হয়?
যে সকল মামলার ক্ষেত্রে উপরে উল্লেখিত বিধান প্রযোজ্য হয়না, সেই সকল অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী যেখানে বসবাস করে অথবা যেখানে মোকদ্দমার কারণ উৎপত্তি হয়, সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে। উদাহরণঃ 'এ’ ঢাকার ব্যবসায়ী। 'বি' চট্টগ্রামে ব্যবসা করে। 'বি' ঢাকাতে তার এজেন্ট এর মাধ্যমে 'এ' এর পণ্য কিনেছে এবং 'এ' কে অনুরোধ করেছে বাংলাদেশ বিমান এ ডেলিভারী করতে। 'এ' সেই অনুযায়ী ডেলিভারী করেছে। ‘এ’ 'বি' এর বিরুদ্ধে ঢাকাতে (মোকদ্দমার কারণ উৎপত্তির স্থান) অথবা চট্টগ্রামে (যেখানে বিবাদী 'বি' বসবাস করে) মোকদ্দমা দায়ের করতে পারে।
এখতিয়ারের আপত্তি কখন উত্থাপন করতে হবে?
ধারা-২১ অনুযায়ী যে আদালতে প্রথমে মোকদ্দমা দায়ের করা হয়, সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগ এবং বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে, আদালতের এখতিয়ার সম্পর্কিত কোন আপত্তি উত্থাপন করতে হবে। যদি তা না করা হয় এবং ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যাহত না হলে কোন আপীল বা রিভিশন আদালত মামলা দায়ের স্থান সম্পর্কে কোন আপত্তি মঞ্জুর করবে না। কিন্তু ন্যায় বিচার ব্যাহত হলে এবং ন্যায় বিচারের স্বার্থে, আপীল বা রিভিশনের সময়, আদালত এখতিয়ার সংক্রান্ত আপত্তি গ্রহণ করতে পারে।
রেস সাব-জুডিস এবং রেস-জুডিকাটা [Res sub judice & Res Judicata]
কোন ক্ষেত্রে দেওয়ানী আদালত দেওয়ানী মোকদ্দমার বিচার করতে পারে না?
দেওয়ানী কার্যবিধির ৯ ধারা অনুযায়ী বলা যায়, দেওয়ানী আদালত সকল প্রকার দেওয়ানী মোকদ্দমার বিচার করতে পারে। কিন্তু দেওয়ানী কার্যবিধির ১০ এবং ১১ ধারায় দেওয়ানী আদালত নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে দেওয়ানী মোকদ্দমার বিচার করতে পারবে না।
ক. বিচারাধীন মোকদ্দমা/ মোকদ্দমা স্থগিতকরণ (Res sub judice) [ধারা-১০]
খ. দোবারা দোষ বা বিচারিত বিষয় (Res Judicata) [ধারা-১১]
দেওয়ানী কার্যবিধির ১০ ধারায় রেস-সাবজুডিস এবং ১১ ধারায় রেস-জুডিকাটা নিয়ে আলোচনা করা হয়েছে।
রেস-সাবজুডিস কাকে বলে? বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা স্থগিতকরণ [Res sub judice] কি?
দেওয়ানী কার্যবিধির ১০ ধারায় মোকদ্দমা স্থগিতকরণ [stay of suit] বা res sub judice সম্পর্কে আলোচনা করা হয়েছে।
রেস-সাবজুডিসের শর্তসমূহ কি কি?
রেস-সাবজুডিসের বা ১০ ধারার নীতি প্রয়োগ করতে হলে-
১. অবশ্যই দুইটি মোকদ্দমা থাকতে হবে। একটি হলো পূর্বে দায়েরকৃত মোকদ্দমা এবং অন্যটি হলো
পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা;
২. উভয় মোকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই;
৩. উভয় মোকদ্দমা একই পক্ষগণের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে;
৪. পূর্ববর্তী মোকদ্দমাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে
i. পরবর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেখানে; বা
ii. বাংলাদেশের কোন আদালতে যার দাবীকৃত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার আছে; বা
iii.সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা পরিচালিত বাংলাদেশের বাইরের কোন আদালতে যার এমন
এখতিয়ার আছে; বা
iv. সুপ্রীম কোর্টে
৫. পূর্ববর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেই আদালতের দাবীকৃত প্রতিকার দেওয়ার
এখতিয়ার থাকতে হবে ;
৬. উভয় মোকদ্দমায় উভয় পক্ষগণ একই স্বত্বের অধীন মোকদ্দমা দায়ের করেছে।
এখানে মনে রাখতে হবে যে, ১০ ধারায় আদালত পরবর্তী মোকদ্দমাটি খারিজ করতে পারেনা বরং পরবর্তী মোকদ্দমাটির বিচার স্থগিতের আদেশ দিতে পারে। ১০ ধারার বিধান মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ উপরে উল্লেখিত শর্ত পূরণ হলে
আদালত পরবর্তী মোকদ্দমাটির বিচার স্থগিত করতে বাধ্য। বিদেশী আদালতে বিচারাধীন কোন মোকদ্দমার ক্ষেত্রে রেস সাব-জুডিস নীতি প্রযোজ্য না। অর্থাৎ কোন মামলা বিদেশী আদালতে বিচারাধীন থাকলেও উক্ত মামলার বিচার বাংলাদেশের আদালতে করা যাবে।
উদাহরণ: 'ক' 'খ' এর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছে। মোকদ্দমাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায়, 'ক' 'খ' এর বিরুদ্ধে একই চুক্তি ভঙ্গের দায়ে অন্য একটি আদালতে মোকদ্দমা দায়ের করে। আদালত পরবর্তী মোকদ্দমার বিচার স্থগিতের আদেশ দিতে বাধ্য।
রেস জুডিকাটা কাকে বলে? দোবারা দোষ বা বিচারিত বিষয় Res Judicata কাকে বলে?
ধারা ১১ অনুযায়ী রেস জুডিকাটা নীতির মূল কথা হলো এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোন বিচারিত বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবেনা। এই নীতির মূল কথা হলো, একবার নিষ্পত্তিকৃত কোন মোকদ্দমা, পুনরায় বিচার করা যায় না।
রেস জুডিকাটার শর্তসমূহ কি কি?
দেওয়ানী কার্যবিধির ১১ ধারায় দোবারা দোষ নীতিটি প্রয়াগ করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে।
১. অবশ্যই দুইটি মোকদ্দমা থাকতে হবে। একটি চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমা এবং অন্যটি
পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা;
২. পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত
মোকদ্দমার বিচার্য বিষয় ছিল । অর্থাৎ উভয় মোকদ্দমার বিচার্য বিষয় একই;
৩. পরবর্তী মোকদ্দমাটি যারা দায়ের করেছে, পূর্ববর্তী চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমাটি সেই একই পক্ষগণের মধ্যে ছিল বা সেই পক্ষগণের মধ্যে ছিল যাদের মাধ্যমে তারা বা তাদের কোন একজন
প্রতিকার দাবী করে;
৪. উক্ত পক্ষগণ পূর্ববর্তী মোকদ্দমায় একই স্বত্ব নিয়ে মোকদ্দমা দায়ের করেছে;
৫. যে আদালত পূর্ববর্তী মোকদ্দমাটি নিষ্পত্তি করেছে, সেই আদালত পরবর্তী মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার সম্পন্ন হতে হবে;
৬. পরবর্তী মোকদ্দমায় যে বিচার্য বিষয়টি প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মোকদ্দমায় আদালত শুনেছে এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে।
উদাহরণ: 'ক' 'খ' এর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছে। আদালত মোকদ্দমাটি 'খ' এর পক্ষে রায় দিয়েছে। যদি 'ক' পরবর্তীতে 'খ' এর বিরুদ্ধে পুনরায় একই চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করে, তাহলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি খারিজ করে দিবে। কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মোকদ্দমার বিচার্য বিষয় এবং পক্ষসমূহ একই।
টপিকস
মামলা দায়েরের স্থান। আঞ্চলিক এখতিয়ার কাকে বলে? স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়? ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন সম্পত্তির ক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হয়? আদালতরে আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করতে হয়? ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয়? এখতিয়ারের আপত্তি কখন উত্থাপন করতে হবে? রেস-সাবজুডিস কাকে বলে? বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা স্থগিতকরণ কি? রেস-সাবজুডিসের শর্তসমূহ কি কি? রেস জুডিকাটা কাকে বলে? দোবারা দোষ বা বিচারিত বিষয় কাকে বলে? রেস জুডিকাটার শর্তসমূহ কি কি?