- Get link
- X
- Other Apps
জালিয়াতি Forgery দ্বিবিবাহ বা দ্বিগামিতা Bigamy ব্যভিচার Adultry নারীর শালীনতা অমান্য অপরাধ সংঘটনের উদ্যোগ
জালিয়াতি কাকে বলে?
মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে?
বিভিন্ন ধরনের জালিয়াতির শাস্তি কি?
দ্বিবিবাহ বা দ্বিগামিতা কাকে বলে?
কোন কোন ক্ষেত্রে দ্বিগামিতা বা বহুবিবাহের অপরাধ সংক্রান্ত ৪৯৪ ধারা প্রযোজ্য হবেনা?
দ্বিগামিতার বা বহুবিবাহের শাস্তি কি?
দ্বিগামিতার বা বহুবিবাহের মামলা কিভাবে করতে হয়?
ব্যভিচার কাকে বলে?
ব্যভিচার এর শাস্তি কি?
মানাহানি Defamation কাকে বলে?
অপরাধমূলক ভীতি প্রদর্শন কাকে বলে?
নারীর শালীনতা অমান্য করার শাস্তি কি?
অপরাধসমূহ সংঘটনের উদ্যোগের শাস্তি কি?
মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে?
বিভিন্ন ধরনের জালিয়াতির শাস্তি কি?
দ্বিবিবাহ বা দ্বিগামিতা কাকে বলে?
কোন কোন ক্ষেত্রে দ্বিগামিতা বা বহুবিবাহের অপরাধ সংক্রান্ত ৪৯৪ ধারা প্রযোজ্য হবেনা?
দ্বিগামিতার বা বহুবিবাহের শাস্তি কি?
দ্বিগামিতার বা বহুবিবাহের মামলা কিভাবে করতে হয়?
ব্যভিচার কাকে বলে?
ব্যভিচার এর শাস্তি কি?
মানাহানি Defamation কাকে বলে?
অপরাধমূলক ভীতি প্রদর্শন কাকে বলে?
নারীর শালীনতা অমান্য করার শাস্তি কি?
অপরাধসমূহ সংঘটনের উদ্যোগের শাস্তি কি?
জালিয়াতি [Forgery] ধারা: ৪৬৩ থেকে ৪৮৯
দণ্ডবিধির ৪৬৩ ধারায় জালিয়াতি কে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ৪৬৫ ধারায় জালিয়াতির শান্তি উল্লেখ করা হয়েছে।
জালিয়াতি কাকে বলে?
দণ্ডবিধির ৪৬৩ ধারা অনুযায়ী কোন ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত উদ্দেশ্যে কোন মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে-
১. কোন ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে ; বা
২. কোন দাবি বা অধিকার সমর্থন করতে; বা
৩. কোন ব্যক্তিকে কোন সম্পত্তি পরিত্যাগ করতে: বা
৪. কোন লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে; বা
৫. প্রতারণা করার অভিপ্রায়ে বা প্রতারণা সংঘটিত হতে পারে।
সুতরাং জালিয়াতি অপরাধের ক্ষেত্রে প্রথম এবং প্রাথমিক শর্ত হলো মিথ্যা দলিল (ডকুমেন্ট) বা দলিলের অংশ তৈরী করা এবং সেই দলিলের উপর ভিত্তি করে কোন অধিকার দাবী করা বা পরিত্যাগ করা বা চুক্তি সম্পাদনের বাধ্য করা বা প্রতারণা করা।
জালিয়াতির উদাহরণ: প-এর নিকট ম কর্তৃক লিখিত ও ফ কর্তৃক পরিশোধনীয় ১০,০০০ টাকার একখানা ঋণপত্র আছে। প ফ-কে প্রতারিত করবার উদ্দেশ্যে এই অভিপ্রায়ে ১০,০০০ টাকার সাথে একটি শূন্য যোগ করে দেয় ও টাকার পরিমাণ ১,০০,০০০ টাকা করে যেন ফ বিশ্বাস করে যে, ম পত্রটি অনুরুপ লিখেছে। প জালিয়াতি করেছে বলে গণ্য হবে।
মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে?
৪৬৩ ধারায় উল্লেখিত যেকোন উদ্দেশ্যে কোন মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে উল্লেখ করা হয়েছে এবং কোন ব্যক্তি কখন একটি মিথ্যা দলির প্রস্তুত করেছে বলে গণ্য হবে, তা ৪৬৪ ধারায় উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ৪৬৪ ধারায় মিথ্যা দলিল তৈরী করার ৩ (তিন) টি পন্থা উল্লেখ করেছে। কোন ব্যক্তির নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির সামিল হতে পারে। কোন কাল্পনিক ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির নামে মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে গণ্য হতে পারে যদি এটা বিশ্বাস করাতে করা হয় যে, উক্ত দলিল কোন প্রকৃত ব্যক্তি কর্তৃক বা মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তৈরী করা হয়েছিল
বিভিন্ন ধরনের জালিয়াতির শাস্তি কি?
৪৬৫ ধারা অনুযায়ী জালিয়াতির শাস্তি ২ (দুই) বছর পর্যন্ত যেকোনো বর্ণনার কারাবাস বা অর্থদণ্ডসহ বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারে।
৪৬৬ ধারা অনুযায়ী আদালতের নথিপত্র বা সরকারী রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতির শাস্তি ৭ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে।
৪৬৭ ধারা অনুযায়ী মূল্যবান জামানত, উইল প্রভৃতি জালকরণের শাস্তি যাবজ্জীবন কারাবাস বা ১০ বৎসর পর্যন্ত যেকোনো বর্ণনার কারবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে।
৪৬৮ ধারা অনুযায়ী প্রতারণার প্রয়োজনে জালিয়াতির শাস্তি যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ ৭ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৪৭১ ধারা অনুযায়ী জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহার করলে সেই লোক জালিয়াতির জন্য নির্ধারিত সেইরূপ শাস্তি পাবে অর্থাৎ ৪৬৫ ধারা অনুযায়ী যে কোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ ২ বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হতে পারে।
বিবাহ বিষয়ক অপরাধসমূহ-ধারা ৪৯৩ থেকে ৪৯৮
দ্বিবিবাহ বা দ্বিগামিতা [Bigamy] কাকে বলে?
৪৯৪ ধারা অনুযায়ী একসঙ্গে দুই স্ত্রী বা স্বামী নিয়ে বসবাস বা একই সঙ্গে দুই বিয়ের জন্য দোষী হলো দ্বিবিবাহ বা দ্বিগামিতা [Bigamy]। দণ্ডবিধির ৪৯৪ ধারায় দ্বিগামিতা বা Bigamy শাস্তিযোগ্য অপরাধ। দ্বিবিবাহ বা দ্বিগামিতার জন্য কোন ব্যক্তি দণ্ডিত হবে যদি-
১. স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও বিবাহ করে এবং
২. স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিবাহ করার কারণে বিবাহটি বাতিল হলে।
দ্বিগামিতার উদাহরণ: A একজন মুসলিম নারী। তার বিবাহ বলবৎ থাকাবস্থায় এবং তার স্বামী জীবিত থাকাকালীন B নামক অন্য একজন ব্যক্তিকে বিবাহ করে। এখানে A দ্বিগামিতার জন্য দণ্ডিত হবে। কারণ মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম নারী একই সাথে দুইটি বিবাহ করলে বিবাহটি বাতিল হবে এবং ৪৯৪ ধারায় দণ্ডিত হবে। কিন্তু একজন মুসলিম পুরুষ যদি তার প্রথম বিবাহ বলবৎ থাকাবস্থায় অন্য একটি বিবাহ করে, সেই ক্ষেত্রে সে ৪৯৪ ধারায় দণ্ডিত হবেনা।
কোন কোন ক্ষেত্রে দ্বিগামিতা বা বহুবিবাহের অপরাধ সংক্রান্ত ৪৯৪ ধারা প্রযোজ্য হবেনা?
১. যেহেতু ইসলামে পুরুষরা বহুবিবাহ (একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ) করতে পারে, তাই এই ধারা মুসলিম পুরুষদের জন্য প্রযোজ্য না।
২. যে ব্যক্তির বিবাহ এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেই ব্যক্তি পুনরায় বিবাহ করলে সে ৪৯৪ ধারায় দণ্ডিত হবেনা।
৩. কোন স্বামী বা স্ত্রীকে দ্বিগামিতা বা বহুবিবাহের অপরাধের জন্য ৪৯৪ ধারায় দোষী করা যাবেনা যদি দ্বিতীয় বিবাহের সময় তার পূর্ববর্তী স্বামী বা স্ত্রী ক্রমাগতভাবে ৭ বৎসর ধরে অনুপস্থিত থাকে বা সে জীবিত আছে বলে শোনা যায় না।
দ্বিগামিতার বা বহুবিবাহের শাস্তি কি?
স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ এর জন্য কোন ব্যক্তি দণ্ডিত হতে পারে অর্থদণ্ডসহ যেকোন বর্ণনার কারাদণ্ড যা ৭ বৎসর পর্যন্ত হতে পারে।
দ্বিগামিতার বা বহুবিবাহের মামলা কিভাবে করতে হয়?
ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৯৮ ধারা অনুযায়ী, দণ্ডবিধির ৪৯৩ থেকে ৪৯৬ পর্যন্ত বিবাহ সম্পর্কিত অপরাধ যেমন মুসলিম নারী কর্তৃক বিবাহ বলবৎ থাকাবস্থায় পুনরায় বিবাহ করা বা দ্বিগামিতার ক্ষেত্রে শুধুমাত্র সংক্ষুদ্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া যাবে।
ব্যভিচার [Adultry] কাকে বলে?
দণ্ডবিধির ৪৯৭ ধারায় ব্যভিচার শাস্তিযোগ্য অপরাধ । যদি কোন ব্যক্তি এমন কোন নারীর সাথে যৌনসহবাস করে যে অন্যকোন পুরুষ ব্যক্তির স্ত্রী বা যাকে সে অন্য কোন পুরুষ ব্যক্তির স্ত্রী বলে জানে বা তার অনুরূপ বিশ্বাস করার কারণ রয়েছে, এবং উক্ত পুরুষ ব্যক্তির সম্মতি ছাড়া বা সমর্থন ছাড়া করা হয়, তাহলে এমন যৌন সহবাস ধর্ষণের অপরাধ হিসাবে গণ্য হবেনা কিন্তু অনুরূপ ব্যক্তি ব্যভিচার করেছে বলে গণ্য হবে।
ব্যভিচার এর শান্তি কি?
৪৯৭ ধারা অনুযায়ী ব্যভিচারের শাস্তি হতে পারে যেকোন বর্ণনার কারাবাস যা ৫ বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
এখানে বলে রাখা ভালো যে, ব্যভিচারের ক্ষেত্রে স্ত্রীলোকটি অভিযুক্ত হবেনা এমনকি স্ত্রী লোকটিকে অপরাধের সহযোগি হিসাবেও দণ্ডিত করা যাবেনা। কিন্তু পুরুষ আসামীকে অভিযুক্ত করা যায়। ব্যভিচার এর ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে নারীর সাথে যৌন সহবাস করেছে তার স্বামীর সম্মতি ছাড়া যৌন সহবাস করেছে কিনা তা বিবেচ্য বিষয়। নারীর সম্মতি ছিল কি ছিলনা তা বিবেচ্য বিষয় না। ফৌজদারী কার্যবিধির ১৯৯ ধারা অনুযায়ী, দণ্ডবিধির ৪৯৭ ধারায় ব্যভিচারের জন্য এবং ৪৯৮ ধারার অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে স্বামী বা স্বামীর অনুপস্থিতিতে আদালতের অনুমতি নিয়ে যে ব্যক্তি উক্ত নারীর দেখাশোন করে।
মানাহানি Defamation কাকে বলে?
দন্ডবিধি ১৮৬০ এর ৪৯৯ ধারা থেকে ৫০২ ধারা পর্যন্ত মানহানি নিয়ে আলোচনা করা হয়েছে। ৪৯৯ ধারায় মানহানির সংজ্ঞা এবং ৫০১ ধারায় মানহানির শাস্তির বিধান করা হয়েছে। ৪৯৯ ধারায় মোট ১০টি ব্যতিক্রম রয়েছে।
অপরাধমূলক ভীতি প্রদর্শন(Criminal Intimidation) কাকে বলে?
দন্ডবিধির ৫০৩ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনকে সংজ্ঞায়িত করা হয়েছে। কোন ব্যক্তি অপরাবমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে যদি সে অন্যব্যক্তিকে নিম্নলিখিত কারণে হুমকি দেয় বা ভয় প্রদর্শন করে যে,
১. তার কোন সম্পত্তি বা সুনামের ক্ষতি করবে,
২. যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুনামের ক্ষতি সাধন করার তয় সেখানে এবং
৩. উক্ত হুমকি বাস্তবায়ন করতে যে লোককে ভয় দেখানো হয়েছে তাকে যে কাজ করতে সে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা বা যে কাজ করতে সে বাধ্য সেই কাজ করতে বাধা দেওয়া হয়।
অপরাধমূলক ভীতি প্রদর্শনের উদাহরণ: প ফ কে একটি দেওয়ানী মামলা পরিচালনা হতে বিরত করার উদ্দেশ্যে ফ এর ঘর পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়। প অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করেছে বলে গণ্য হবে।
নারীর শালীনতা অমান্য করার [insulting the modesty of a woman] শাস্তি কি?
দন্ডবিধির ৫০৯ ধারায় ইচ্ছাকৃতভাবে কোন নারীর শালীনতা অমর্যাদা করা শাস্তিযোগ্য অপরাধ যার মেয়াদ অনধিক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। নারীর শালীনতা অমর্যাদা করার অভিপ্রায়ে কোন মন্তব্য অঙ্গভঙ্গি বা এমন ধরনের অন্য কোন আচরণকে শাস্তিযোগ্য করা হয়েছে এবং এটাকে দন্ডবিধিতে ইভ-টিজিং বলা হয়। সুতরাং ৫০৯ ধারায় ইভ-টিজিং-এর শাস্তির বিধানও করা হয়েছে। ৫০৬ ধারায় স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের তয় দেখানোর শাস্তি হতে পারে ৭ বৎসর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদন্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
৫১০ ধারায় প্রকাশ্যে মাতাল লোকের অসদাচরণের শাস্তি বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ২৪ ঘণ্টা হতে পারে বা জরিমানা সহ যার পরিমান ১০ টাকা পর্যন্ত হতে পারে বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
অপরাধ সংঘটনের উদ্যোগ
যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ সংঘটনের উদ্যোগের শাস্তি কি?
৫১১ ধারায় অপরাধ সংঘটনের প্রচেষ্টা বা উদ্যোগের জন্য কোন ব্যক্তিকে দণ্ডিত করা যাবে যদি-
১. অপরাধ সংঘটনের কোন প্রচেষ্টা করা হয়;
২. এমন প্রচেষ্টা বা উদ্যোগ দণ্ডবিধির অধীন শাস্তিযোগ্য হয়;
৩. অপরাধটি অবশ্যই যাবজ্জীবন কারাবাস বা কারাবাস বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে শাস্তিযোগ্য হতে হবে;
৪. অপরাধ সংঘটনের এমন প্রচেষ্টার বা উদ্যোগের জন্য শাস্তির কোন ব্যক্ত বিধান দণ্ডবিধিতে নেই;
৫. অভিযুক্ত ব্যক্তি অপরাধ করতে কোন কার্য সম্পাদন করেছে।
যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ সংঘটনের উদ্যোগ গ্রহণ করে বা সেটা অনুযায়ী কোন কাজ করে এবং অনুরুপ উদ্যোগের শাস্তির ব্যাপারে দণ্ডবিধিতে কোন স্পষ্ট বিধান না থাকলে উক্ত অপরাধের জন্য নির্ধারিত যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের অর্ধেক মেয়াদ পর্যন্ত বা অর্থদণ্ডসহ বা উভয় প্রকার দন্ড হতে পারে।
টপিকস
জালিয়াতি কাকে বলে? মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে? বিভিন্ন ধরনের জালিয়াতির শাস্তি কি? দ্বিবিবাহ বা দ্বিগামিতা কাকে বলে? কোন কোন ক্ষেত্রে দ্বিগামিতা বা বহুবিবাহের অপরাধ সংক্রান্ত ৪৯৪ ধারা প্রযোজ্য হবেনা? দ্বিগামিতার বা বহুবিবাহের শাস্তি কি? দ্বিগামিতার বা বহুবিবাহের মামলা কিভাবে করতে হয়? ব্যভিচার কাকে বলে? ব্যভিচার এর শাস্তি কি? মানাহানি Defamation কাকে বলে? অপরাধমূলক ভীতি প্রদর্শন কাকে বলে? নারীর শালীনতা অমান্য করার শাস্তি কি? অপরাধসমূহ সংঘটনের উদ্যোগের শাস্তি কি?
ইউটিউব ভিডিও -জালিয়াতি Forgery দ্বিবিবাহ বা দ্বিগামিতা Bigamy ব্যভিচার Adultry নারীর শালীনতা