- Get link
- X
- Other Apps
ডিক্রি জারির পদ্ধতি কি
কিভাবে ডিক্রি জারি করা হয়?
গ্রেফতার এবং আটকের মাধ্যমে ডিক্রি জারির পদ্ধতি কি?
কোন কোন ব্যক্তিদের দেওয়ানী কারাগারে গ্রেফতার এবং আটক করা যায় না?
কতদিন দেওয়ানি আদালতে আটক রাখা যাবে?
ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে?
ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না?
কোন মামলায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়?
ডিক্রি জারিতে কিভাবে স্থাবর সম্পত্তি বিক্রয় করা হয়?
কত দিনের মধ্যে ডিক্রি জারিতে বিক্রয় রদ করার আবেদন করতে হয়?
ডিক্রি জারিতে বিঘ্ন সৃষ্টি করলে আদালত কি আদেশ দিবে?
কিভাবে ডিক্রি জারি করা হয়?
গ্রেফতার এবং আটকের মাধ্যমে ডিক্রি জারির পদ্ধতি কি?
কোন কোন ব্যক্তিদের দেওয়ানী কারাগারে গ্রেফতার এবং আটক করা যায় না?
কতদিন দেওয়ানি আদালতে আটক রাখা যাবে?
ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে?
ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না?
কোন মামলায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়?
ডিক্রি জারিতে কিভাবে স্থাবর সম্পত্তি বিক্রয় করা হয়?
কত দিনের মধ্যে ডিক্রি জারিতে বিক্রয় রদ করার আবেদন করতে হয়?
ডিক্রি জারিতে বিঘ্ন সৃষ্টি করলে আদালত কি আদেশ দিবে?
ডিক্রি জারির পদ্ধতি কি, কিভাবে ডিক্রি জারি করা হয়?
ধারা-৫১ এবং আদেশ ২১ বিধি ১১ অনুযায়ী ডিক্রিদারের আবেদনক্রমে আদালত নিম্নলিখিত ৫ ভাবে ডিক্রি জারি করতে পারে;
ক. ডিক্রিভূক্ত কোন সম্পত্তি অর্পণের মাধ্যমে;
খ. কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয় দ্বারা কিংবা ক্রোকবিহীন বিক্রয়ের মাধ্যমে;
গ. দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকের দ্বারা;
ঘ. রিসিভার নিয়োগের মাধ্যমে;
ঙ. অন্যকোন পন্থায় ডিক্রি জারির আদেশ প্রদান করে ডিক্রি জারি করা হয়।
তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করে ডিক্রি বাস্তবায়ন করা যেতে পারে। সম্পত্তি বাটোয়ারা অথবা বিভাজন সম্পর্কিত কোন ডিক্রি বাস্তবায়ন করার দায়িত্ব কালেক্টর বা কালেক্টরের অধীনস্থ গেজেটেড কর্মচারীর [ধারা ৫২]। ৫৪ ধারায় সম্পত্তি বাটোয়ারা অথবা অংশ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে।
গ্রেফতার এবং আটকের মাধ্যমে ডিক্রি জারির পদ্ধতি কি?
দেওয়ানী কার্যবিধির ধারা-৫৫-৫৬ অনুযায়ী যে কোন সময় কিংবা যেকোন দিনে ডিক্রি জারির জন্য সাবস্ত দেনাদারকে গ্রেফতার করা যাবে এবং দেওয়ানী কারাগারে আটক রাখা যাবে। দেনাদারকে গ্রেফতার করার উদ্দেশ্যে কোন বাসগৃহে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের পূর্বে প্রবেশ করা যাবে না। [ধারা-৫৫]। আদালত ডিক্রি জারিতে কোন মহিলাকে দেওয়ানী কারাগারে গ্রেপ্তার বা আটক করার আদশ দিবে না। অর্থ পরিশোধের ডিক্রি জারি করতে [ধারা ৫৬] বা দাম্পত্য পুনরুদ্ধারের ডিক্রি জারি করতে কোন মহিলাকে দেওয়ানী কারাগারে গ্রেপ্তার অথবা আটক রাখতে পারবে না [আদেশ ২১, বিধি ৩২] ।
কোন কোন ব্যক্তিদের দেওয়ানী কারাগারে গ্রেফতার এবং আটক করা যায় না?
১. বিচারিক কর্মকর্তা, যখন আদালতে যাচ্ছে বা ফিরছে বা দায়িত্ব পালন করছে;
২. যখন আইনজীবী এবং তাদের সাক্ষী সমন মান্য করে যখন আদালতে যাচ্ছে বা ফিরছে বা যোগদান করছে;
৩. আইন প্রণয়নকারী সংস্থার কর্মকর্তা:
৪. সরকারী কর্মকর্তা যার অফিসিয়াল কার্যের জন্য মোকদ্দমা হয়েছে;
৫. যেকোন সরকারী কর্মকর্তা যার গ্রেফতার জনগণের জন্য বিপদ এবং অসুবিধা তৈরী করতে পারে বলে সরকার অফিসিয়াল গেজেটে ঘোষণা করেছে।
কতদিন দেওয়ানি আদালতে আটক রাখা যাবে?
ধারা ৫৮ অনুযায়ী পঞ্চাশ (৫০) টাকার বেশি পরিশোধের ডিক্রির ক্ষেত্রে ৬ মাসের জন্য দেওয়ানী আদালতে আটক রাখা যাবে এবং অন্যান্য ক্ষেত্রে ৬ সপ্তাহের জন্য দেওয়ানী আদালতে আটক রাখা যাবে। [ ধারা-৫৮ক]। ডিক্রি জারি কার্যে বাধা দিলে, আদালত বাধাদানকারীকে ৩০ দিন অবধি দেওয়ানী কারাগারে আটক রাখার আদেশ দিতে পারে [ধারা-৭৪]।
ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে?
জমি, গৃহ, দালান কোঠা, টাকা, ব্যাংক নোট, চেক, Bill of Exchange, প্রমিসরি নোট, বগু, কোম্পানির শেয়ার ডিক্রি জারির জন্য বিক্রয় করা যাবে।
ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না?
চাষীর বাসগৃহ, হিসেবের খাতা পত্র, সরকারী পেনশন ভোগীদের প্রাপ্য মঞ্জুরীকৃত বৃত্তি ও আনুতোষিক, পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসন, বিছানা ইত্যাদি সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না । [ধারা-৬০]। সরকার চাইলে কৃষিজাত উৎপাদিত দ্রব্য যা কৃষকের খোরপোষের জন্য লাগে তা ক্রোক থেকে অব্যাহতি দিতে পারে। [ধারা-৬১]।
কোন মামলায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়?
আদেশ-২১ বিধি-১১ এবং ১২ অনুযায়ী অর্থ পরিশোধের মোকদ্দমায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়। অন্যান্য ক্ষেত্রে ডিক্রি জারির প্রত্যেক আবেদন লিখিত আকারে করতে হবে। আবেদনটি আবেদনকারী বা মোকদ্দমার বিষয়বস্তুর সাথে পরিচিত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত এবং সত্যতা প্রতিপাদন হবে।
ডিক্রি জারিতে কিভাবে স্থাবর সম্পত্তি বিক্রয় করা হয়?
ক্রেতা কর্তৃক ক্রয়মূল্য জমা:
স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় হওয়ার সাথে সাথে ক্রেতা ক্রয়মূল্যের ২৫% টাকা নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট প্রদান করবে। এরুপ অর্থ প্রদানে ব্যর্থ হলে তৎক্ষণাৎ উক্ত সম্পত্তির পুনরায় নিলাম বিক্রয় হবে (আদেশ ২১, বিধি ৮৪]। স্থাবর সম্পত্তি বিক্রয় হওয়ার তারিখ হতে ১৫তম দিনে আদালত বন্ধ হওয়ার পূর্বে ক্রেতা সম্পূর্ণ ক্রয়মূল্য আদালতে জমা দিবে [আদেশ ২১, বিধি ৮৫৷৷
কত দিনের মধ্যে ডিক্রি জারিতে বিক্রয় রদ করার আবেদন করতে হয়?
দেওয়ানীী কার্যবিধির ২১ আদেশের ৮৯ বিধির অধীন ডিক্রি জারিতে বিক্রয় রদ করার আবেদন করা যায়। ডিক্রি জারিতে কোন স্থাবর সম্পত্তি বিক্রয় করা হলে, উক্ত নিলাম বিক্রয়ের তারিখ হতে ৩০ দিনের মধ্যে বিক্রয় বাতিলের জন্য আবেদন করা যায় (তামাদি আইন, ১৯০৮ এর ১৬৬ অনুচ্ছেদ)। এই ক্ষেত্রে ক্রয় মূল্যে ৫% বা নিলাম ঘোষণায় উল্লেখিত অর্থের মধ্যে যেটা কম তা জমা দিয়ে বিক্রয় রদের আবেদন করতে হবে। ডিক্রি জারিতে কোন স্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় হলে উক্ত নিলাম রদের জন্য ৯০ বিধির অধীন আবেদন করা যায় যদি-
১. নিলাম প্রচার বা পরিচালনায় গুরুত্বপূর্ণ অনিয়ম বা প্রতারণা থাকে,
২. আবেদনকারীকে যদি ২২ বিধির অধীন নোটিশ দিতে ব্যর্থ হয়।
যদি আবেদনকারী প্রমাণ করতে পারে যে, নিলাম প্রচার বা পরিচালনায় গুরুত্বপূর্ণ অনিয়ম বা প্রতারণা ছিল, তাহলে আদালত উক্ত নিলাম রদ করতে পারে। ৮৯ এবং ৯০ বিধির অধীন নিলাম বিক্রয়ের তারিখ হতে ৩০ দিনের মধ্যে বিক্রয় বাতিলের জন্য আবেদন করা যায় [তামাদি আইন, ১৯০৮ এর ১৬৬ অনুচ্ছেদ)। ৮৯ এবং ৯০ বিধির অধীন বিক্রয় রদের কোন আদেশ দিলে বা বিক্রয় বাতিল করা আবেদন প্রত্যাখ্যান করে কোন আদেশ দিলে, উক্ত আদেশ হলো আপীলযোগ্য এবং উভয় ক্ষেত্রে আপীল করা যায় (আদেশ ৪৩, বিধি ১)।
ডিক্রি জারিতে বিঘ্ন সৃষ্টি করলে আদালত কি আদেশ দিবে?
৭৪ ধারা অনুসারে ডিক্রি জারি মামলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী দায়িককে ৩০ দিন পর্যন্ত দেওয়ানী কারাগারে আটকের জন্য দেওয়ানী আদালত আদেশ দিতে পারে। অন্যদিকে ২১ আদেশের ৯৮ বিধিতে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি দখলে দেনাদার বাধা দিলে আদালত উক্ত সম্পত্তি দখলে রাখার নির্দেশ দিতে পারে ও দেনাদারকে অনধিক ৩০ দিন পর্যন্ত দেওয়ানী কারাগারে আটক রাখার নির্দেশ দিতে পারে।
টপিকস
ডিক্রি জারির পদ্ধতি কি, কিভাবে ডিক্রি জারি করা হয়? গ্রেফতার এবং আটকের মাধ্যমে ডিক্রি জারির পদ্ধতি কি? কোন কোন ব্যক্তিদের দেওয়ানী কারাগারে গ্রেফতার এবং আটক করা যায় না? কতদিন দেওয়ানি আদালতে আটক রাখা যাবে? ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে? ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না? কোন মামলায় ডিক্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়? ডিক্রি জারিতে কিভাবে স্থাবর সম্পত্তি বিক্রয় করা হয়? কত দিনের মধ্যে ডিক্রি জারিতে বিক্রয় রদ করার আবেদন করতে হয়? ডিক্রি জারিতে বিঘ্ন সৃষ্টি করলে আদালত কি আদেশ দিবে?
ইউটিউব ভিডিও - ডিক্রি জারির পদ্ধতি Execution of Decree