- Get link
- X
- Other Apps
অপরাধমূলক অনধিকার প্রবেশ কাকে বলে?
অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি?
অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে?
সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে?
রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে?
অনধিকার গৃহপ্রবেশের শর্তসমূহ কি কি?
অনধিকার গৃহপ্রবেশের শাস্তি কি?
অপথে গৃহপ্রবেশ বা সিঁধকেটে গৃহপ্রবেশ বলতে কি বুঝায়?
অপথে গৃহপ্রবেশের কয়টি উপায় আছে?
অনধিকার গৃহ প্রবেশ এবং অপথে গৃহ প্রবেশ এর মধ্যে পার্থক্য কি?
অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি?
অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি?
অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে?
সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে?
রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে?
অনধিকার গৃহপ্রবেশের শর্তসমূহ কি কি?
অনধিকার গৃহপ্রবেশের শাস্তি কি?
অপথে গৃহপ্রবেশ বা সিঁধকেটে গৃহপ্রবেশ বলতে কি বুঝায়?
অপথে গৃহপ্রবেশের কয়টি উপায় আছে?
অনধিকার গৃহ প্রবেশ এবং অপথে গৃহ প্রবেশ এর মধ্যে পার্থক্য কি?
অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি?
অপরাধমূলক অনধিকার [Criminal Trespass] প্রবেশ কাকে বলে?
অপরাধমূলক অনধিকার:
দণ্ডবিধির ৪৪১ ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। ৪৪১ ধারায় নিম্নলিখিত ২টি অংশে অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ হলো-
১. কোন ব্যক্তি কর্তৃক অন্যকোন ব্যক্তির দখলী সম্পত্তিতে প্রবেশ করা-
ক. কোন অপরাধ সংঘটনের অভিপ্রায়ে
খ. সম্পত্তির দখলদার কোন ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার জন্য বা
২. কোন ব্যক্তি কর্তৃক অন্যকোন ব্যক্তির দখলী সম্পত্তিতে আইনগতভাবে প্রবেশ করে-
ক. বেআইনীভাবে সেখানে অবস্থান করে
I. কোন ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার অভিপ্রায়ে বা
II. কোন অপরাধ সংঘটনের অভিপ্রায়ে
অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি?
৪৪৭ ধারা অনুযায়ী অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ যা ৫০০ টাকা পর্যন্ত হতে পারে বা উভয়।
এখানে বলে রাখা দরকার যে, অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে অপরাধ সংঘটনের বা ভীতি বা বিরক্তি করার অভিপ্রায় থাকা অপরিহার্য। এমনকি আইনগতভাবে প্রবেশ করে কোন অপরাধ করতে বা ভীতি বা বিরক্তি সৃষ্টি করতে, সেখানে বেআইনীভাবে অবস্থান করা হলে সেটাও অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে গণ্য হবে। মূলত অপরাধ করার বা ভীতি বা বিরক্তি সৃষ্টি করার অপরাধী মন [Mens rea] নিয়ে প্রবেশ করেছে কিনা সেটাই মূল বিবেচ্য বিষয়, প্রবেশটি আইনগত ছিল নাকি ছিল না তা বিবেচ্য বিষয় না।
অনধিকার গৃহপ্রবেশ [House Trespass] কাকে বলে? সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ [Lurking House Trespass] কাকে বলে? রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ [Lurking House Trespass by Night] কাকে বলে?
দণ্ডবিধির ৪৪২ ধারায় অনধিকার গৃহপ্রবেশ, ৪৪৩ ধারায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ এবং ৪৪৪ ধারায় রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে।
অনধিকার গৃহপ্রবেশ:
৪৪২ ধারা অনুযায়ী মনুষ্য বসবাসের স্থান, দালান, তাবু, বা উপাসনার স্থান হিসাবে ব্যবহার করা হয় বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসাবে ব্যবহার করা হয় এমন স্থানে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা হলে তাকে অনধিকার গৃহপ্রবেশ বলে।
অনধিকার গৃহপ্রবেশের শর্তসমূহ কি কি?
১. অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে;
২. অপরাধমূলক অনধিকার প্রবেশটি কোন মনুষ্য বসবাসের স্থান, দালান, তাবু, বা উপাসনার স্থান হিসাবে ব্যবহার করা হয় বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসাবে ব্যবহার করা হয় এমন স্থানে হতে হবে;
অনধিকার গৃহপ্রবেশের শাস্তি কি?
৪৪৮ ধারা অনুযায়ী অনধিকার গৃহপ্রবেশের শাস্তি যেকোন বর্ণনার কারাবাস যা ১ বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ যা ১০০০ টাকা পর্যন্ত হতে পারে বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
এখানে বলে রাখা ভালো যে, অনধিকার গৃহপ্রবেশ এর ক্ষেত্রে অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। সকল অনধিকার গৃহপ্রবেশ এক ধরণের অপরাধমূলক অনধিকার প্রবেশ কারণ সকল অনধিকার গৃহপ্রবেশ এর ক্ষেত্রে অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে । অপরাধমূলক অনধিকার প্রবেশ এবং অনধিকার গৃহপ্রবেশ এর মধ্যে শুধু পার্থক্য হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ মনুষ্য বসবাসের স্থানে যেমন গৃহে বা তাবুতে হলে, তখন তা অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে।
সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ:
৪৪৩ ধারা অনুযায়ী অনধিকার গৃহপ্রবেশ যদি এমন সঙ্গোপনে হয় যে যার গৃহে প্রবেশ করেছে তার নিকট গোপন থাকে তাহলে অপরাধটি সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য করা হয়।
রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ:
৪৪৪ ধারা অনুযায়ী যে ব্যক্তি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ করে, সেই ব্যক্তি রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ করে বলে বিবেচিত হবে। অনধিকার গৃহপ্রবেশ এবং সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ অপেক্ষা রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ মারাত্মক প্রকৃতির অপরাধ।
উদাহরণ: প, ম এর বাড়িতে প্রবেশ করে এবং চাঁদা না দিলে তার বাড়িতে আগুন লাগিয়ে দিবে বলে হুমকি দেয়। ম এর বাড়িতে প এর প্রবেশ হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ। যেহেতু অপরাধমূলক অনধিকার প্রবেশটি বাড়িতে (গৃহে হয়েছে) তাই ম অনধিকার গৃহপ্রবেশ অপরাধের জন্যও অভিযুক্ত হবে। মনে করেন ‘প’ ‘ম’ এর বাড়িতে চুরি করার জন্য এমনভাবে প্রবেশ করে যে ‘ম’ ‘প’ এর প্রবেশ সম্পর্কে জানতে পারে না। এখানে প সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ করেছে বলে গণ্য হবে। এই প্রবেশটি যদি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে হয় তাহলে সেটা রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে।
এখানে জানা দরকার যে, প্রথমত অনধিকার প্রবেশ [Trespass] যখন অপরাধ সংঘটনের অভিপ্রায় নিয়ে করা হয়, তখন তা হবে অপরাধমূলক অনধিকার প্রবেশ [Criminal Trespass]। অন্যদিকে অপরাধমূলক অনধিকার প্রবেশ [Criminal Trespass] যদি গৃহে করা হয় তাহলে সেটা অনধিকার গৃহপ্রবেশ [House Trespass] বলে গণ্য হবে। যদি অনধিকার গৃহপ্রবেশ [House Trespass] গোপনে করা হয় তাহলে সেটা সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ [Lurking House Trespass] বলে গণ্য হবে। যদি সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ টা সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে করা হয়, তাহলে সেটা রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ [Lurking House Trespass by Night] বলে গণ্য হবে।
অপথে গৃহপ্রবেশ বা সিঁধকেটে গৃহপ্রবেশ [House Breaking] বলতে কি বুঝায়?
৪৪৫ ধারা অনুযায়ী কোন ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির গৃহে বলপূর্বক বা গৃহের কোন অংশ ভেঙ্গে প্রবেশ করলে সেটা অপথে গৃহপ্রবেশ বা সিঁধকেটে গৃহপ্রবেশ বলে গণ্য হবে।
অপথে গৃহপ্রবেশের কয়টি উপায় আছে?
অপথে গৃহপ্রবেশের ৬টি উপায় আছে। দণ্ডবিধির ৪৪৫ ধারায় নিম্নলিখিত ৬ টি উপায়ে গৃহপ্রবেশকে অপথে গৃহপ্রবেশ বা সিঁদ কেটে দরজা জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ বলে উল্লেখ করা হয়েছে।
১. যেক্ষেত্রে অপথে গৃহেপ্রবেশকারী তার নিজের তৈরী পথের মাধ্যমে প্রবেশ করে। যেমন: বাড়ীতে গর্ত করে প্রবেশ করলো।
২. যেক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার জন্য তৈরীকৃত পথের মাধ্যমে প্রবেশ করে বা কোন দেওয়াল বা বিল্ডিং এ আরোহণ করে যেকোন পথে গৃহে প্রবেশ করে; যেমন গাছে উঠে গৃহে প্রবেশ করলো।
৩. যেক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী অপরাধ সংঘটনের জন্য যেকোন পথে গৃহে প্রবেশ করে।
৪. যেক্ষেত্রে অপথে গৃহেপ্রবেশকারী তালা খুলে বা ভেঙ্গে প্রবেশ করে।
৫. যেক্ষেত্রে অপরাধমূলক বলপ্রয়োগ করে গৃহে প্রবেশ করে।
৬. অপথে গৃহে প্রবেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এমন কোন পথ খুলে প্রবেশ করা হলে অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে।
রাত্রি বেলায় অপথে গৃহপ্রবেশ বা সিঁদকেটে দরজা-জানালা ভেঙ্গে প্রবেশ কাকে বলে?
৪৪৬ ধারা অনুযায়ী যে ব্যক্তি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে অপথে গৃহপ্রবেশ করে, সেই ব্যক্তি ‘রাত্রি বেলায় অপথে গৃহপ্রবেশ বা সিঁদকেটে দরজা জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ’ করে বলে বিবেচিত হবে।
অনধিকার গৃহ প্রবেশ এবং অপথে গৃহ প্রবেশ এর মধ্যে পার্থক্য কি?
অনধিকার গৃহ প্রবেশ এবং অপথে গৃহ প্রবেশ এর মধ্যে পার্থক্য হলো সকল অপথে গৃহ প্রবেশ, অনধিকার গৃহ প্রবেশ কিন্তু সকল অনধিকার গৃহ প্রবেশ, অপথে গৃহ প্রবেশ না। কারণ ৪৪৫ ধারায় উল্লেখিত ৬ টি উপায়ের যেকোন একটি উপায়ে অনধিকার গৃহ প্রবেশ করলে, শুধুমাত্র তখনই তা অপথে গৃহ প্রবেশ বলে গণ্য হবে।
অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি?
৪৪৭ ধারা অনুযায়ী অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড যা ৫০০ টাকা পর্যন্ত হতে পারে বা উভয়দণ্ডে দন্ডিত হবে।
৪৪৮ ধারা অনুযায়ী অনধিকার গৃহপ্রবেশের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ১ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড যা ১০০০ টাকা পর্যন্ত হতে পারে বা উভয়দণ্ডে দন্ডিত হবে।
৪৫৩ ধারা অনুযায়ী সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদকেটে গৃহপ্রবেশের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ২ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৪৫৬ ধারা অনুযায়ী রাত্রিকালে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদকেটে গৃহপ্রবেশের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডসহ দণ্ডিত হবে।
৪৪৯ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর মেয়াদী সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডসহ দণ্ডিত হবে।
৪৫০ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ডে শাস্তিযোগ্য অপরাধ করার অভিপ্রায়ে অনধিকার গৃহপ্রবেশের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ১০ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৪৫৯ ধারা অনুযায়ী সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদকেটে গৃহপ্রবেশ সংগঠনকালে গুরুতর আঘাত প্রদান করলে শাস্তি যাবজ্জীবন কারাবাস বা যে কোন বর্ণনার কারাবাস যা ১০ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
টপিকস
অপরাধমূলক অনধিকার প্রবেশ কাকে বলে? অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি? অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে? সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে? রাত্রি বেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কাকে বলে? অনধিকার গৃহপ্রবেশের শর্তসমূহ কি কি? অনধিকার গৃহপ্রবেশের শাস্তি কি? অপথে গৃহপ্রবেশ বা সিঁধকেটে গৃহপ্রবেশ বলতে কি বুঝায়? অপথে গৃহপ্রবেশের কয়টি উপায় আছে? অনধিকার গৃহ প্রবেশ এবং অপথে গৃহ প্রবেশ এর মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি?