- Get link
- X
- Other Apps
অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ Criminal Misapproriation of Property অপরাধমূলক বিশ্বাসভঙ্গ Criminal Breach of Trust
অপরাধমূলকভাবে সম্পত্তি আত্মসাৎকরণ কত প্রকার?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের শর্তসমূহ কি কি?
চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এর মধ্যে পার্থক্য কি?
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে?
অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান বা শর্ত কি কি?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য কি?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের শর্তসমূহ কি কি?
চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এর মধ্যে পার্থক্য কি?
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে?
অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান বা শর্ত কি কি?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য কি?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি?
অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ [Of Criminal Misapproriation of Property]
অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ কত প্রকার?অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ দুই (২) প্রকার-
১. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ [Dishonest Misappropriation of Property]
২. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ [Criminal Breach of Trust]
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে?
৪০৩ ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা শাস্তিযোগ্য অপরাধ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলতে অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ (তছরুপ) করা বা নিজস্ব ব্যবহারে পরিণত করা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলে গণ্য হবে।
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের শর্তসমূহ কি কি?
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের অপরাধ সংঘটিত হয়েছে বলে গণ্য হবে যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়-
১. অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে অন্যের সম্পত্তি আত্মসাৎ করেছে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করেছে।
২. সম্পত্তিটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে।
৩. সম্পত্তি নিজস্ব ব্যবহারে পরিণত করা বা আত্মসাৎকরণ অবশ্যই অসাধুভাবে হবে।
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের বিস্তারিত তথ্য।
অস্থাবর সম্পত্তি:
দন্ডবিধির ৪০৩ ধারা অনুযায়ী অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের বিষয়বস্তু হতে হবে অস্থাবর সম্পত্তি যেমন- স্বর্ণ, টাকা, ইত্যাদি। যেমন:- “ক” “খ” এর নিকট থেকে ২ টি বস্তা নিয়ে যায় এবং ফেরত না নিয়ে বিক্রয় করে দেয়। ‘ক’ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে।
অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করা:
প্রাথমিকভাবে সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ না বরং সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ করে বা পেয়ে পরবর্তীতে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হবে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি প্রাথমিকভাবে সৎ উদ্দেশ্যে গ্রহণ করে থাকে বা পেয়ে থাকে কিন্তু পরবর্তীতে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করে। যেমন: A রাস্তায় ১০০০ টাকা পেল এবং মালিক-কে টাকাটা ফেরত দিবে বলে গ্রহণ করলো। কিন্তু টাকা ফেরত না দিয়ে A নিজ ব্যবহারে পরিণত করলো। A যখন টাকাটা গ্রহণ করেছে তখন পর্যন্ত কোনো অপরাধ করেনি কিন্তু যখন টাকাটা নিজ ব্যবহারে পরিণত করেছে, তখন A অসাধুভাবে আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ প্রাথমিকভাবে সম্পত্তি গ্রহণ করলেই যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ হবে তা না কিন্তু পরবর্তীতে যদি সম্পত্তিটি অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করা হয়, তাহলে সেটা অসাধুতাবে আত্মসাৎকরণ বলে গণ্য হবে।
সাময়িক সময়ের জন্য সম্পত্তি আত্মসাৎকরণ:
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ সাময়িক সময়ের জন্য বা স্থায়ী সময়ের জন্য হতে পারে। অভিযুক্ত ব্যক্তি সাময়িক বা স্থায়ী যেরুপ সময়ের জন্য সম্পত্তি আত্মসাৎকরণ বা নিজ ব্যবহারে পরিণত করুক না কেনো, তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলে গণ্য হবে। যদি এমন হয় যে, অভিযুক্ত ব্যক্তি সাময়িক সময়ের জন্য সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করেছে এবং পরবর্তীতে সম্পত্তির মালিককে সম্পত্তি ফেরত দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে।
খুঁজে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ:
যে সম্পত্তি কোন ব্যক্তির দখলে নেই, এমন সম্পত্তি যদি অভিযুক্ত ব্যক্তি খুঁজে পায় এবং কোন প্আত্মসাৎকরণ অভিপ্রায় ছাড়া উক্ত সম্পত্তি গ্রহণ করে, তাহলে সে কোন অপরাধ করেনি। কিন্তু যখন অভিযুক্ত ব্যক্তি উক্ত সম্পত্তির মালিক কে তা জানতে পারে বা মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে পরবর্তীতে উক্ত সম্পত্তি অভিযুক্ত ব্যক্তি নিজ ব্যবহারে পরিণত করে, তখন অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে।
পরিত্যাক্ত সম্পত্তি বা মালিকবিহীন সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ হতে পারেনা:
সম্পূর্ণরূপে পরিত্যাক্ত সম্পত্তি বা যে সম্পত্তির কোন মালিক থাকে না, সেই সম্পত্তির ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ হতে পারেনা। কোন ব্যক্তিকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের জন্য দণ্ডিত করতে হলে উক্ত সম্পত্তির কোনো না কোনো মালিক থাকতে হবে। এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তির মালিক কে তা জানে কি জানে না তা গুরুত্বপূর্ণ না বরং অভিযুক্ত ব্যক্তি সম্পত্তিটি তার নিজের না এটা জানার পরও বা সম্পত্তির মালিককে খুঁজে পাওয়া যাবেনা এটা জানার পরও সম্পত্তিটি নিজ ব্যবহারে পরিণত করলে, সে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য।
মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ:
মৃত ব্যক্তির দখলী সম্পত্তি অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করা হলে, তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলে গণ্য হবে।
চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এর মধ্যে পার্থক্য কি?
চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ উভয়ের বিষয়বস্তু অস্থাবর সম্পত্তি হলেও, কোনটি চুরি এবং কোনটি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ তা নির্ণয়ের একটি অন্যতম মাধ্যম হলো-
১. চুরির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি জানে যে সম্পত্তিটি কার দখলে আছে এবং এটা জেনে সে উক্ত দখলদারের অনুমতি ছাড়া অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে। চুরির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির শুরুতে অসাধু অভিপ্রায় থাকে এবং যখনই সে দখল থেকে সম্পত্তি গ্রহণ করে এবং স্থানান্তর করে, তখনই চুরি সংঘটিত হয়।
২. কিন্তু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের ক্ষেত্রে প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ করতে পারে এবং পরবর্তীতে যখন সে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করে, তখনই সে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে।
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ [Criminal Breach of Trust]
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে?
কোনো ব্যক্তি, কোনো সম্পত্তি বা সম্পত্তির উপরে আধিপত্যের বা বিশ্বাসভরে ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ (তছরুপ) করে বা নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে।
অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান বা শর্ত কি কি?
কোন ব্যক্তিকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দায়ী করতে হলে নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণ করতে হবে-
১. অভিযুক্ত ব্যাক্তি বিশ্বাসভরে বা আধিপত্যে ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তি (স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি) পেয়েছিল,
২. উক্ত সম্পত্তি সে অসাধুভাবে-
ক) আত্মসাৎ করেছে বা
খ) নিজের ব্যবহারে পরিণত করেছে বা
গ) ব্যবহার করেছে বা
ঘ) হস্তান্তর করেছে।
৩. কিভাবে তাকে এই ট্রাস্ট থেকে অব্যাহতি দেওয়া হবে আইনে নির্দেশিত সেই সংক্রান্ত পদ্ধতি ভঙ্গ করে অথবা ট্রাষ্ট থেকে অব্যাহতি সংক্রান্ত কোন আইনগত চুক্তি ভঙ্গ করে, সে এরুপ কাজ করেছে।
৪. ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে তদরুপ করার অনুমতি দান করেছে।
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য কি?
১. অসাধুভবের সম্পত্তি আত্মসাৎ শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ স্থাবর এবং অস্থাবর উভয় ক্ষেত্রে হতে পারে।
২. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরনের ক্ষেত্রে সম্পত্তিটি কোন ঘটনাক্রমে বা অন্য কোন পন্থায় অপরাধীর দখলে আসে এবং তারপর অপরাধী সম্পত্তিটি নিজস্ব ব্যবহারে পরিণত করে বা অসাধুভাবে আত্মসাৎ করে কিন্তু অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে সম্পত্তিটি আইনগতভাবে বিশ্বাসভরে অপরাধীকে অর্পণ করা হয় তারপর সে অসাধুভাবে সম্পত্তিটি আত্মসাৎ করে।
৩. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করার ক্ষেত্রে কোন চুক্তিগত সম্পর্ক থাকে না কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে চুক্তিগত সম্পর্ক থাকে।
৪. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করনের ক্ষেত্রে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ থাকে না কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে অসাধু পাবে সম্পত্তি আত্মসাৎকরণ থাকে।
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি?
দন্ডবিধির ৪০৩ ধারা অনুযায়ী অসাধু ভাবে সম্পত্তি আত্মসাৎ করণের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ২ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দন্ডে হবে।
৪০৪ ধারা অনুযায়ী কোন মৃত লোকের মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরনে শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহকারে দণ্ডিত হবে। যদি মৃত ব্যক্তির চাকর বা ক্লার্ক কর্তৃক অসাধু পাবে সম্পত্তির আত্মসাৎ করে তাহলে শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা সাত বছর পর্যন্ত হতে পারে।
৪০৬ ধারা অনুযায়ী অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৩ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দন্ডে দণ্ডিত হবে।
৪০৭ ধারা অনুযায়ী বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৭ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডসহ দণ্ডিত হবে।
৪০৮ ধারা অনুযায়ী কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা ৭ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডসহ দণ্ডিত হবে।
৪০৯ ধারা অনুযায়ী সরকারি কর্মচারী বা ব্যাংকার বা বাণিজ্যিক প্রতিনিধি বা এজেন্ট কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যাবজ্জীবন কারাবাস বা যে কোন বর্ণনার কারাবাস যা ১০ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডসহ দণ্ডিত হবে।
টপিকস
অপরাধমূলকভাবে সম্পত্তি আত্মসাৎকরণ কত প্রকার? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের শর্তসমূহ কি কি? চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এর মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান বা শর্ত কি কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি?