- Get link
- X
- Other Apps
দেওয়ানী কার্যবিধি কি ধরনের আইন?
ধারা তাফসিল আদেশ এবং বিধি।
দেওয়ানী কার্যবিধির কয়টি তফসিল আছে ও কি কি?
ধারা, আদেশ এবং বিধিসমূহ কে সংশোধন করতে পারে?
সুপ্রীম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা।
বিধি কাকে বলে?
বিধি প্রণয়ন কমিটি কিভাবে গঠন করা হয়?
ধারা তাফসিল আদেশ এবং বিধি।
দেওয়ানী কার্যবিধির কয়টি তফসিল আছে ও কি কি?
ধারা, আদেশ এবং বিধিসমূহ কে সংশোধন করতে পারে?
সুপ্রীম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা।
বিধি কাকে বলে?
বিধি প্রণয়ন কমিটি কিভাবে গঠন করা হয়?
দেওয়ানী কার্যবিধির প্রাথমিক আলোচনা
দেওয়ানী কার্যবিধি কি ধরনের আইন?
দেওয়ানী কার্যবিধি একটি পদ্ধতিগত আইন [Procedural Law]। দেওয়ানী মোকদ্দমার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানী কার্যবিধি। এই আইনে দেওয়ানী মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানী কোর্টসমূহ কোন পদ্ধতি অনুসরণ করবে, মোকদ্দমার পক্ষসমূহ কিভাবে মোকদ্দমা দায়ের করবে, মোকদ্দমার আরজি এবং লিখিত জবাব দাখিল করবে, সমন জারি, পক্ষসমূহের শুনানীর সময় উপস্থিতি, মোকদ্দমার শুনানী, রায় ঘোষণা, ডিক্রি জারি এবং বলবৎকরণ, আপীল, রিভিশন এবং রিভিউ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। তাই এটি একটি পদ্ধতিগত আইন |
দেওয়ানী কার্যবিধিতে ধারা ১৫৮টি। মোট অর্ডার বা আদেশ ৫১টি। দেওয়ানী কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় ১৮৫৯ সালে। দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ সালের ৫ নং আইন। আইনটি প্রণয়ন করা হয় ১৯০৮ সালে। আইনটি কার্যকর করা হয় ১৯০৯ সালের ১লা জানুয়ারি।সর্বশেষ সংশোধনী হয় ২৫ জানুয়ারি, ২০১৭ সালে। এই সংশোধনীর মাধ্যমে দেওয়ানী কার্যবিধির ৮৯ক ধারায় সংশোধন করা হয় এবং the Legal Aid Act 2000 এর অধীন নিযুক্ত আইন সহায়তা কর্মকর্তাকে (Legal Aid Officer) মধ্যস্থতাকারী (mediator) হিসাবে যুক্ত করা হয়। বর্তমানে মোট ৩টি তফসিল বলবৎ আছে।
ধারা তাফসিল আদেশ এবং বিধি:
দেওয়ানী কার্যবিধির ২টি অংশ। প্রথম অংশে ধারা এবং দ্বিতীয় অংশে তফসিল উল্লেখ করা হয়েছে।
প্রথম অংশে মোট ১৫৮ টি ধারা রয়েছে। দ্বিতীয় অংশে মোট ৩ টি তফসিল বর্তমানে বলবৎ আছে।
দেওয়ানী কার্যবিধির কয়টি তফসিল আছে ও কি কি?
দেওয়ানি কার্যবিধিতে মোট ৩ টি তফসিল বর্তমানে বলবৎ আছে। প্রথম তফসিলে মোট ৫১টি আদেশ আছে। প্রত্যেক আদেশের অধীন বিধি থাকে। দ্বিতীয় তফসিল বাতিল। তৃতীয় তফসিলে রয়েছে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি। চতুর্থ তফসিলে রয়েছে সংশোধিত আইন সমূহ। পঞ্চম তফসিল বাতিল।
ধারা, আদেশ এবং বিধিসমূহ কে সংশোধন করতে পারে?
দেওয়ানী কার্যবিধির ধারাসমূহ শুধুমাত্র জাতীয় সংসদ সংশোধন করতে পারে। প্রথম তফসিলে উল্লেখিত আদেশ এবং বিধিসমূহ সংসদ এবং সুপ্রীম কোর্ট উভয় সংশোধন করতে পারে। বাংলাদেশ সংবিধানের ৬৫ (১) অনুচ্ছেদ অনুসারে সংসদ সকল আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষমতা রাখে। অন্যদিকে দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ১২২ ধারা অনুসারে, সুপ্রীম কোর্ট দেওয়ানী কার্যবিধির বিধি প্রণয়নসহ বিধিসমূহ বাতিল, পরিবর্তন বা সংযোজন করতে পারে। ১২২ ধারায় সুপ্রীম কোর্টকে দেওয়ানী কার্যবিধির বিধি প্রণয়ন ও সংশোধন করার ক্ষমতা দেওয়া হলেও, সংবিধানে জাতীয় সংসদকে আইন প্রণয়ন ও সংশোধন করার যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে খর্ব করা হয়নি। কারণ সংবিধান হলো সর্বোচ্চ আইন। জাতীয় সংসদ যে দেওয়ানী কার্যবিধির অধীন আদেশ ও বিধিসমূহ সংশোধন করতে পারে তার বড় উদাহরণ হলো ২০১২ সালে দেওয়ানী কার্যবিধির সংশোধন। Code of Civil Procedure (Amendment) Act, 2012 এর মাধ্যমে জাতীয় সংসদ দেওয়ানী কার্যবিধির আদেশ ৫ এর ১(১) বিধি, ৯ বিধি ও ৯ক বিধি প্রতিস্থাপন করে। আবার আদেশ ৮ এর ১(১) বিধি সংশোধন করে লিখিত জবাব দাখিলের মেয়াদ সমন জারি হতে ৩০ কার্যদিবস নির্ধারণ করে। আবার ৯ আদেশের ৫ বিধি সংশোধন করে ৩ মাসের পরিবর্তে ১ মাস নির্ধারণ করে। দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর প্রথম তফসীলে উল্লেখিত আদেশ এবং বিধিসমূহ সুপ্রিম কোর্ট সংশোধন করতে পারলেও বাংলাদেশ সুপ্রিম কোর্ট কখনো এই ক্ষমতা প্রয়োগ করেনি।
সুপ্রীম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা-ধারা ১২২ ও ধারা ১২৩
বিধি Rule কাকে বলে?
দেওয়ানী কার্যবিধির ২ (১৮) ধারা অনুযায়ী বিধি বলতে প্রথম সিডিউলে বর্ণিত নিয়ম বা ফর্ম বা দেওয়ানী কার্যবিধির ১২২ ধারার অধীন প্রণীত নিয়মগুলো বিধি নামে পরিচিত।
সুপ্রীম কোর্টের বিধি প্রণয়ণের ক্ষমতা কতটুকু?
১২২ ধারায় সুপ্রীম কোর্টকে বিধি প্রণয়ণের নিম্নলিখিত ২টি ক্ষমতা দেওয়া হয়েছে।
১. সুপ্রীম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট বিভাগ এবং আপীল বিভাগের] পদ্ধতি সম্পর্কিত বিধি প্রণয়ণের ক্ষমতা;
২. দেওয়ানী আদালতের পদ্ধতি সম্পর্কে এবং প্রথম তফসিলের যেকোন নিয়ম বাতিল, পরিবর্তন বা সংযোজন করার ক্ষমতা।
বিধি প্রণয়ন কমিটি কিভাবে গঠন করা হয়?
দেওয়ানী কার্যবিধির ১২২ ধারায় বিধি প্রণয়নের যে বিধান আছে সেই উদ্দেশ্যে ১২৩ ধারা অনুযায়ী বিধি প্রণয়ন কমিটি গঠন করা যাবে। কমিটির গঠন: সদস্যঃ সর্বমোট ৬ জন সদস্য নিয়ে বিধি প্রণয়ন কমিটি গঠিত হয়। সদস্যগণ হলেন-
ক. সুপ্রীম কোর্টের তিন (৩) জন বিচারক নিয়ে যাদের মধ্যে একজন সর্বনিম্ন ৩ বছর জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করেছে;
খ. উক্ত আদালতে অ্যাডভোকেট হিসাবে প্রাক্টিস করছে এমন ২ জন অ্যাডভোকেট;
গ. হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানী আদালতের একজন বিচারক।
সদস্যগণের নিয়োগ : এই কমিটির সদস্যরা প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবে এবং তিনি উক্ত কমিটির সভাপতি মনোনীত করবেন এবং সাধারণ সম্পাদক নিয়োগ দিবেন।
কমিটির মেয়াদ:এই কমিটির প্রত্যেক সদস্য প্রধান বিচারপতি কর্তৃক উল্লিখিত মেয়াদ পর্যন্ত পদে বহাল থাকবে।
টপিকস
দেওয়ানী কার্যবিধি কি ধরনের আইন? ধারা তাফসিল আদেশ এবং বিধি। দেওয়ানী কার্যবিধির কয়টি তফসিল আছে ও কি কি? ধারা, আদেশ এবং বিধিসমূহ কে সংশোধন করতে পারে? সুপ্রীম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। বিধি কাকে বলে? বিধি প্রণয়ন কমিটি কিভাবে গঠন করা হয়?