- Get link
- X
- Other Apps
কখন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করতে পারে?
জামানত দাখিল না করার কারণ দর্শাতে ব্যর্থ হলে আদালত কি আদেশ দিতে পারে?
রায়ের পূর্বে ক্রোক আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য কি?
নিষেধাজ্ঞা কাকে বলে?
নিষেধাজ্ঞা কত প্রকার?
স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে?
কখন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়?
কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়?
কখন সম্পত্তির ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
কখন চুক্তি ভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল কি?
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি?
অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক ও নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ফলাফল কি?
জামানত দাখিল না করার কারণ দর্শাতে ব্যর্থ হলে আদালত কি আদেশ দিতে পারে?
রায়ের পূর্বে ক্রোক আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য কি?
নিষেধাজ্ঞা কাকে বলে?
নিষেধাজ্ঞা কত প্রকার?
স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে?
কখন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়?
কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়?
কখন সম্পত্তির ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
কখন চুক্তি ভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল কি?
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি?
অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক ও নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ফলাফল কি?
রায়ের পূর্বে ক্রোক [Attachment before Judgement] :
কখন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করতে পারে?
৩৮ আদেশের ৬(১) বিধির অধীন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে মোকদ্দমার যে কোনো পর্যায়ে, আদালত বিবাদীকে জামানত অথবা সম্পত্তি হস্তান্তর অথবা তার সমপরিমাণ অর্থ দিতে আদেশ দিতে পারে যদি বিবাদী তার বিরুদ্ধে জারিকৃত ডিক্রি জারিকরণে বাধাদান বা বিলম্বিত করার উদ্দেশ্যে
১. তার সম্পত্তির সমগ্র বা কোন অংশ হস্তান্তর করতে উপক্রম করেছে;
২. তার সমস্ত সম্পত্তি বা উহার কোনো অংশ আদালতের এখতিয়ারভুক্ত এলাকার সীমানা হতে অপসারণের উপক্রম করেছে;
সেই ক্ষেত্রে আদালত বিবাদীকে নির্দেশ দিতে পারে-
I. নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসাবে দাখিল করার জন্য; বা
II. উক্ত সম্পত্তি বা উহার মূল্য বা ডিক্রি পরিশোধ হওয়ার মতো উপযুক্ত অংশ আদালতের এখতিয়ারে ন্যস্ত করার জন্য; বা
III. বিবাদী কেন জামানত দাখিল করবেনা, উহার কারণ দর্শাতে হাজির হওয়ার জন্য।
আদালত অন্যরূপ নির্দেশ না দিলে, যে সম্পত্তি ক্রোক করা আবশ্যক বাদীকে উহা এবং উহার আনুমানিক মূল্য নির্দিষ্ট করে দিতে হবে [৩৮ আদেশের বিধি ৫(২)]। আদালত উক্ত আদেশের সাথে এইরুপ নির্দিষ্ট সম্পত্তির সমগ্র বা উহার কোন অংশ শর্ত সাপেক্ষে ক্রোকেরও নির্দেশ দিতে পারে [৩৮ আদেশের বিধি ৫ (৩)]।
জামানত দাখিল না করার কারণ দর্শাতে ব্যর্থ হলে আদালত কি আদেশ দিতে পারে?
যেক্ষেত্রে বিবাদী নির্ধারিত সময়ে কেন সে জামানত দাখিল করবে না তার কারণ দর্শাতে ব্যর্থ হয় বা যদি প্রয়োজনীয় জামানত দাখিল করতে ব্যর্থ হয়, তখন আদালত উল্লেখিত সম্পত্তি রায় ঘোষণার পূর্বে ক্রোকের আদেশ দিতে পারে। বিবাদী কারণ দর্শালে বা প্রয়োজনীয় জামানত জমা দিলে বা মোকদ্দমাটি খারিজ হয়ে গেলে আদালত ক্রোক আদেশ প্রত্যাহার করবে [৩৮ আদেশের বিধি ৬(১)]। উদাহরণ: 'ক' 'খ; এর বিরুদ্ধে ৫০০০০ টাকার অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করেছে। 'খ' 'ক' কে ৫০০০০ টাকা না দেওয়ার উদ্দেশ্যে তার (খ এর) একমাত্র ৩ কাঠা জমি বিক্রয় করে দিচ্ছে। যদি আদালতের ডিক্রি জারির মাধ্যমে ক কে ৫০০০০ টাকা দিতে হয়, তাহলে চূড়ান্ত ডিক্রি হওয়ার আগে আদালত 'খ' এর ৩ কাঠা জমি ক্রোকের আদেশ দিবে। আদালত কৃষি পণ্য আটকের আদেশ দিতে পারে না যদি উক্ত কৃষি পণ্য কৃষকের দখলে থাকে [ আদেশ-৩৮ এর বিধি-১২]। স্মল কজ আদালত রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি আটকের আদেশ দিতে পারে না।
রায়ের পূর্বে ক্রোক আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
৩৮ আদেশের ৬ বিধির অধীন রায়ের পূর্বে ক্রোক আদেশ হলো আপীলযোগ্য আদেশ তাই এর বিরুদ্ধে আপীল করা যায়। কিন্তু রায়ের পূর্বে ক্রোকের আবেদন প্রত্যাখ্যান করা হলে তা আপীলযোগ্য আদেশ না। সুতরাং এর বিরুদ্ধে আপীল করা যাবেনা কিন্তু রিভিশন করা যায় ।
রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য কি?
রায়ের পূর্বে গ্রেফতার বা আটক করার আদেশ দেওয়া হয় বিবাদীকে গ্রেফতার করার জন্য কিন্তু রায়ের পূর্বে ক্রোকের আদেশ দেওয়া হয় বিবাদীর সম্পত্তিকে। রায়ের পূর্বে ক্রোক আদেশ দেওয়া হয় যেক্ষেত্রে বিবাদী তার সমস্ত বা আংশিক সম্পত্তি হস্তান্তর করতে উদ্যোগ নিয়েছে বা আদালতের স্থানীয় সীমার বাইরে অপরসারণ করার উদ্যোগ নিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে করেনি, সেই ক্ষেত্রে। কিন্তু রায়ের পূর্বে আটক আদেশ দেওয়া হয়, যেক্ষেত্রে বিবাদী নিজে ইতোমধ্যে আত্মগোপন করেছে বা করার উদ্যোগ নিয়েছে বা তার সম্পত্তি ইতোমধ্যে অপসারণ করেছে, সেই ক্ষেত্রে।
অস্থায়ী নিষেধাজ্ঞা [Temporary Injunction]
নিষেধাজ্ঞা কাকে বলে?
নিষেধাজ্ঞা হলো বিচারিক সিদ্ধান্ত যার মাধ্যমে মোকদ্দমার কোন পক্ষকে কোন নির্দিষ্ট কাজ করতে বা করা হতে বিরত থাকতে আদেশ দেওয়া হয়।
নিষেধাজ্ঞা কত প্রকার?
নিষেধাজ্ঞা ২ (দুই) প্রকার;
১. স্থায়ী নিষেধাজ্ঞা [Permanent Injunction)
২. অস্থায়ী নিষেধাজ্ঞা [Temporary Injunction)
স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে?
মোকদ্দমার উভয় পক্ষকে শুনে এবং মোকদ্দমার গুণাগুণ মূল্যায়ন করে, বিচার শেষে, মোকদ্দমার কোন পক্ষকে কোন কাজ করা হতে স্থায়ীভাবে বিরত থাকতে, যে আদেশ দেওয়া হয়, সেই আদেশ হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ থেকে ৫৬ ধারা অনুযায়ী দেওয়া হয়।
কখন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়?
অস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার কোন পক্ষকে অস্থায়ীভাবে কোন কাজ করা হতে বিরত থাকতে আদেশ দেয় এবং এমন আদেশ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে বা মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানী কার্যবিধির ৩৯ নং আদেশ অনুযায়ী দেওয়া হয়।
কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়?
দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের ১ এবং ২ বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের ১ বিধির অধীন আদালত সম্পত্তি (স্থাবর বা অস্থাবর) উভয় ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। অন্যদিকে ৩৯ আদেশের ২(১) বিধির অধীন চুক্তি ভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে।
কখন সম্পত্তির ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
৩৯ আদেশের বিধি ১ অনুযায়ী যে ক্ষেত্রে কোন মোকদ্দমায় শপথপত্র দ্বারা বা অন্য কোন উপায়ে প্রমাণিত হয় যে-
ক. কোন মোকদ্দমায় বিরোধীয় কোন সম্পত্তি মোকদ্দমার কোন পক্ষ কর্তৃক অপচয়, ক্ষতিগ্রস্থ বা হস্তান্তরিত বা কোন ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্মুখীন, অথবা
খ. বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি দিয়েছে বা অভিপ্রায় প্রকাশ করেছে সেক্ষেত্রে, আদালত মোকদ্দমার যে পক্ষ এমন কাজ করে বা করতে চায়, তাকে উক্ত কাজ থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে।
কখন চুক্তি ভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
৩৯ আদেশের ২(১) বিধির অধীন চুক্তি ভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এমন কার্য করা হতে বিবাদীকে বিরত রাখার জন্য মামলা দায়েরের পর এবং রায় ঘোষণার পূর্বে বা পরে যেকোনো সময় ২ বিধির অধীন বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে।
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল কি?
অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে ৩৯ আদেশের ২(৩) বিধির অধীন মামলা করা যায় এবং নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে, আদালত-
১. উক্ত ব্যক্তির সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারে এবং
২. উক্ত ব্যক্তিকে অনধিক ৬ মাসের দেওয়ানী কারাবাসে আটকের আদেশ দিতে পারে অথবা উভয় আদেশ দিতে পারে।
২(৩) বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত অমান্যকারীর সম্পত্তি ক্রোকের আদেশ দিলে, তা ১ বছরের অধিক সময় বলবৎ থাকবে না [৩৯ আদেশ, বিধি ২(৪)]। যদি অমান্য করা অব্যাহত থাকে তাহলে আদালত উক্ত সম্পত্তি বিক্রয় করতে পারে। নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে, আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের আদেশ দিবে এবং এটা বাধ্যতামূলক। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনকারী অপর পক্ষকে নোটিশ দিলে, উক্ত নোটিশ বিনা জারিতে ফেরত আসলে, আবেদনকারীকে নোটিশ ফেরত আসার ৭ দিনের মধ্যে আবার নোটিশ দিবে [আদেশ ৩৯, বিধি ৩ক]।
৩৯ আদেশের ৪ বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পরিবর্তন বা বাতিল করার আদেশ দিতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে অনধিক ১০০০০ টাকা ক্ষতিপূরণমূলক খরচ মঞ্জুর করতে পারে। বিষয়টি হলো, যে পক্ষের অনুরোধে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়, পরিশেষে যদি তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং যদি দেখা যায়, অনুরূপ নিষেধাজ্ঞার জন্যে অন্য পক্ষের অনিষ্ট বা ক্ষতি হয়েছে, তবে আদালত মামলার সিদ্ধান্ত গ্রহণকালে অন্য পক্ষ যে খরচ পেতে পারে, তার অতিরিক্ত ক্ষতিপূরণমূলক খরচ অন্যপক্ষের অনুকূলে মঞ্জুর করবে যা দশ হাজার (১০০০০) টাকার বেশি হবে না [৩৯ আদেশ বিধি-৫ক(৪)]।
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি?
দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের বিধি ১, ২, ৪, বা ১০ বিধির অধীন প্রদত্ত কোন আদেশ হলো আপীলযোগ্য আদেশ এবং এই ক্ষেত্রে আপীল করা যাবে। ৩৯ আদেশের ১ এবং ২ বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান করে প্রদত্ত কোন আদেশ হলো আপীলযোগ্য আদেশ। তাই এর বিরুদ্ধে আপীল করা যায় । ৩৯ আদেশের ২ (8) বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করা হতে বিরত রাখার জন্য আদালত সম্পত্তি ক্রোকের কোন আদেশ দিলে বা অমান্যকারীকে দেওয়ানী কারাগারে আটক আদেশ দিলে, এই আদেশ হলো আপীলযোগ্য আদেশ । তাই এর বিরুদ্ধে আপীল করা যাবে। ৩৯ আদেশের ৪ বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পরিবর্তন বা বাতিলের আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তি আপীল করতে পারে। ৩৯ আদেশের ১০ বিধির অধীন অর্থ জমাদানের কোন আদেশের বিরুদ্ধে আপীল করা যাবে।
অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক ও নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ফলাফল কি?
৯৫ ধারা অনুযায়ী যে কোন মোকদ্দমায় গ্রেফতার বা ক্রোক কার্যকর করা হয়ে থাকলে বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়ে থাকলে-
ক) যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে, উক্ত গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞা অপর্যাপ্ত কারণে করা হয়েছে। অথবা
খ) যদি বাদী পক্ষ পরাজিত হয় এবং আদালতের নিকট প্রতীয়মান হয় যে, উক্ত মোকদ্দমা দায়ের করার কোন সঙ্গত বা সম্ভাব্য কারণ ছিল না।
সেই ক্ষেত্রে বিবাদী আদালতে আবেদন করতে পারে এবং আদালত উক্ত আবেদনের প্রেক্ষিতে বিবাদীর যে ব্যয় ও ক্ষতি হয়ে থাকে, তার কারণে বাদীর বিরুদ্ধে যুক্তিসঙ্গতরূপে অনধিক ১০০০০ [দশ হাজার] টাকা খেসারত বা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে।
টপিকস
কখন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করতে পারে? জামানত দাখিল না করার কারণ দর্শাতে ব্যর্থ হলে আদালত কি আদেশ দিতে পারে? রায়ের পূর্বে ক্রোক আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য কি? নিষেধাজ্ঞা কাকে বলে? নিষেধাজ্ঞা কত প্রকার? স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? কখন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়? কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়? কখন সম্পত্তির ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে? কখন চুক্তি ভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল কি? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক ও নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ফলাফল কি?
ইউটিউব ভিডিও - রায়ের পূর্বে ক্রোক Attachment before Judgement নিষেধাজ্ঞা Injunction