- Get link
- X
- Other Apps
মুলতবি কি?
কখন আদালত মুলতবি মঞ্জুর করতে পারে?
কোন পর্যায়ে শুনানী মুলতবি করতে পারে এবং মুলতবির সংখ্যা কত?
মুলতবি খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল কি?
মোকদ্দমার কার্যক্রম পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন কিভাবে করা হয়?
মোকদ্দমা খারিজের আদেশ কিংবা একতরফা নিষ্পত্তির কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
পক্ষগণ নির্ধারিত দিনে হাজির না হলে কি কার্যপদ্ধতি?
মোকদ্দমার শুনানী কাকে বলে?
দৈনন্দিন কার্যতালিকায় আদালত চূড়ান্ত শুনানীর জন্য কতটি মামলা রাখতে পারে?
কখন আদালত মুলতবি মঞ্জুর করতে পারে?
কোন পর্যায়ে শুনানী মুলতবি করতে পারে এবং মুলতবির সংখ্যা কত?
মুলতবি খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল কি?
মোকদ্দমার কার্যক্রম পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন কিভাবে করা হয়?
মোকদ্দমা খারিজের আদেশ কিংবা একতরফা নিষ্পত্তির কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
পক্ষগণ নির্ধারিত দিনে হাজির না হলে কি কার্যপদ্ধতি?
মোকদ্দমার শুনানী কাকে বলে?
দৈনন্দিন কার্যতালিকায় আদালত চূড়ান্ত শুনানীর জন্য কতটি মামলা রাখতে পারে?
মামলা মুলতবি বা স্থগিতকরণ [Adjournment]
মুলতবি কি?
আইনে মুলতবি অর্থ হলো আদালতের কার্যপ্রণালিতে কোনো মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত স্থগিত বা মুলতবি করা। শুনানি কোন নির্দিষ্ট তারিখ পর্যন্ত কিংবা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হতে পারে। সাধারণ নিয়ম হলো কোন মোকদ্দমার শুনানী শুরু হলে তা চলমান থাকবে। কিন্তু বাস্তবিক অর্থে হঠাৎ অসুস্থতা বা দূর্ঘটনা বা এড়ানো যায় না এমন অবস্থার প্রেক্ষাপটে মোকদ্দমার কোন পক্ষ আদালতে হাজির নাও হতে পারে এবং তখন শুনানী মুলতবির আবেদন করা প্রয়োজনীয় হয়।
কখন আদালত মুলতবি মঞ্জুর করতে পারে?
মোকদ্দমার শুনানি মুলতুবির জন্য বা সময়ের প্রার্থনা করে দেওয়ানী কার্যবিধির আদেশ ১৭ আদেশের ১ বিধির অধীন আবেদন করতে হয়; বা দেওয়ানী কার্যবিধির ১৭ (১) অনুযায়ী আদালত যথেষ্ট কারণে মোকদ্দমার যে কোন স্তরে পক্ষগণের কিংবা তাদের কোন পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং মোকদ্দমার শুনানী মুলতুবি রাখতে পারে। মোকদ্দমা শুনানী মুলতবি রেখে আদালত পরবর্তী শুনানীর জন্য দিন নির্ধারণ করতে পারে। শুনানী মুলতবি রেখে আদালত মূলত সময় মঞ্জুর করে। মুলতবি মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা।
কোন পর্যায়ে আদালত শুনানী মুলতবি করতে পারে এবং মুলতবির সংখ্যা কত?
দেওয়ানী কার্যবিধির ১৭ আদেশে শুনানীকে ২টি পর্যায়ে ভাগ করা হয়েছে-
১) সাক্ষ্য শুনানীর পূর্বে মোকদ্দমা
শুনানী এবং
২) শুধুমাত্র সাক্ষ্য শুনানীর সময়ে।
তবে ১৭ বিধিতে এটা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বরং মুলতবির ক্ষেত্রে ২টি পর্যায় উল্লেখ করা হয়েছে।
১. চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি। ১৭ আদেশের বিধি ১(৩)
২. চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি।১৭ আদেশের বিধি ১(৪)]
চূড়ান্ত শুনানীর আগে আদালত প্রত্যেক পক্ষকে খরচ ছাড়া ৬টি মুলতবি মঞ্জুর করতে পারে এবং খরচসহ ৩ টি মূলতবি মঞ্জুর করতে পারে। অর্থাৎ চূড়ান্ত শুনানীর পূর্বে প্রত্যেক পক্ষকে খরচবাদে (৬টি) এবং খরচসহ (৩টি) মোট ৯টি মুলতবি মঞ্জুর করতে পারে (১৭ আদেশের বিধি ১(৩)]। অন্যদিকে চূড়ান্ত শুনানী পর্যায়ে খরচ ছাড়া কোন মুলতবি মঞ্জুর করার বিধান নেই। কিন্তু ন্যায় বিচারের স্বার্থে এবং খরচসহ আদালত প্রত্যেক পক্ষকে সর্বোচ্চ ৩টি মুলতবি মঞ্জুর করতে পারে (১৭ আদেশের বিধি ১(৪)]। খরচসহ মুলতবি মঞ্জুর করার ক্ষেত্রে আদালত সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। যে পক্ষের মুলতবি মঞ্জুর করা হয়, সেই পক্ষ অন্য পক্ষকে মুলতবি খরচ প্রদান করবে। যেক্ষেত্রে উভয়পক্ষ মুলতবির আবেদন করে এবং আদালত খরচসহ মুলতবি মঞ্জুর করে, উক্ত ক্ষেত্রে আদালত মুলতবি খরচ রাজস্ব হিসাবে রাষ্ট্রীয় অনুকূলে প্রদান করতে প্রত্যেক পক্ষকে আদেশ প্রদান করবে। ১৭ আদেশের বিধি ১(৫)]। সুতরাং সর্বনিম্ন মূলতুবি খরচ ২০০ টাকা এবং সর্বোচ্চ মুলতুবি খরচ ১০০০ টাকা হতে পারে।
মুলতবি খচর প্রদানে ব্যর্থতার ফলাফল কি?
১৭ আদেশের ১ বিধির অধীন আদালত বাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে এবং যদি বাদী খরচ প্রদানে ব্যর্থ হয়, তাহলে আদালত মামলাটি খারিজ করে দিতে পারে | ১৭ আদেশের ১ (৩) এবং ১(৪) বিধি । আবার বিবাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে এবং যদি বিবাদী খরচ প্রদানে ব্যর্থ হয়, তাহলে আদালত মামলাটি একতরফা সূত্রে নিষ্পত্তির আদেশ দিতে পারে [১৭ আদেশের বিধি ১(৩) এবং ১ (৪) বিধি)।
মোকদ্দমার কার্যক্রম পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন কিভাবে করা হয়?
খরচ প্রদানে ব্যর্থ হওয়ার কারণে যদি ১৭ আদেশের বিধি ১ এর ৩ এবং ৪ এর অধীন কোন মোকদ্দমা খারিজ কিংবা একতরফা নিষ্পত্তি হয়, যে পক্ষের কারণে খারিজ বা একতরফা নিষ্পত্তি হয়েছে সেই পক্ষ খারিজ বা একতরফা নিষ্পত্তির তারিখ হতে ত্রিশ (৩০) দিনের মধ্যে ২০০০ টাকা খরচা জমা দিয়ে মোকদ্দমাটি পুনরায় চালুর জন্য বা পুনরুজ্জীবিত করার আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করতে পারে। অর্থাৎ ৩০ দিনের মধ্যে ২০০০ টাকা খরচ দিয়ে মোকদ্দমার কার্যক্রমটি পুনর্বহালের আবেদন করতে হবে। অধিকতর কোন কার্যক্রম গ্রহণ ছাড়া মোকদ্দমাটি শুনানীর জন্য পুনরুজ্জীবিত হবে এবং আদালতে জমাকৃত খরচ অন্যপক্ষকে দেওয়া হবে।
মোকদ্দমা খারিজের আদেশ কিংবা একতরফা নিষ্পত্তির কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
১৭ আদেশে মোকদ্দমা খারিজের আদেশ কিংবা একতরফা নিষ্পত্তির কোন আদেশ আপীলযোগ্য আদেশ না বা কোনো ডিক্রি না, তাই এর বিরুদ্ধে আপীল করা যাবেনা। কিন্তু রিভিশন করা যাবে।
পক্ষগণ নির্ধারিত দিনে হাজির না হলে কি কার্যপদ্ধতি?
আদেশ ১৭ বিধি-২ অনুযায়ী মোকদ্দমার শুনানি মুলতুবি করে আদালত পরবর্তীতে যে দিন শুনানির জন্য নির্ধারণ করে, সেই দিন পক্ষপণ বা তাদের কোন এক পক্ষ হাজির হতে ব্যর্থ হলে, আদালত দেওয়ানী কার্যবিধির ৯ আদেশ অনুযায়ী আদেশ দিতে পারে অর্থাৎ যদি বাদী এবং বিবাদী উভয় হাজির না হয় বা যদি শুধুমাত্র বাদী হাজির না হয় তাহলে মোকদ্দমা খারিজ করবে এবং বিবাদী হাজির না হলে একতরফা ডিক্রি দিবে বা আদালত যেমন মনে করে তেমন আদেশ দিতে পারবে। এই ক্ষেত্রে সংক্ষুদ্ধ পক্ষ ৯ আদেশে যে রকম প্রতিকার আছে তেমন প্রতিকার পাবে। অর্থাৎ বাদী হলে মোকদ্দমা খারিজ আদেশ বাতিলে আবেদন করতে পারবে বা বিবাদী হলে একতরফা ডিক্রি বাতিলের আবেদন করবে বা আপীল করবে ইত্যাদি।
মোকদ্দমার শুনানী (Hearing of suit) কাকে বলে?
মোকদ্দমার শুনানী অর্থ হলো, আদালতে কোনো মামলার বিচারকার্য যেখানে বিচারক সাক্ষ্য গ্রহণ করে বা যুক্তিতর্ক শোনে ইত্যাদি। ১৮ আদেশে মোকদ্দমার শুনানী এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ হতে ১২০ দিনের মধ্যে আদালত মোকদ্দমার শুনানি শেষ করবে। এই ক্ষেত্রে শুধুমাত্র কার্যদিবস গণ্য হবে আদেশ ১৮ বিধি ১৯।
দৈনন্দিন কার্যতালিকায় আদালত চূড়ান্ত শুনানীর জন্য কতটি মামলা রাখতে পারে?
আদেশ ১৮ বিধি ২০ অনুযায়ী দুই পক্ষকে শুনানীর বা দোতরফা শুনানীর মামলাসহ চূড়ান্ত শুনানীর জন্য আদালত দৈনন্দিন কার্যতালিকায় ৫ টির অধিক মামলা রাখবে না এবং চূড়ান্ত শুনানী পর্যায়ে ১০০ (একশতটির )অধিক মামলা রাখবে না এবং নিষ্পত্তির পর চূড়ান্ত পর্যায়ের মামলার সংখ্যা সত্তরটির (৭০টির) নিম্নে নেমে আসলে সাধারণত দাখিল করা তারিখের উপর ভিত্তি করে আদালত চূড়ান্ত পর্যায়ে আরো মামলা আনার ব্যবস্থা করবে।
টপিকস
মুলতবি কি? কখন আদালত মুলতবি মঞ্জুর করতে পারে? কোন পর্যায়ে শুনানী মুলতবি করতে পারে এবং মুলতবির সংখ্যা কত? মুলতবি খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল কি? মোকদ্দমার কার্যক্রম পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন কিভাবে করা হয়? মোকদ্দমা খারিজের আদেশ কিংবা একতরফা নিষ্পত্তির কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? পক্ষগণ নির্ধারিত দিনে হাজির না হলে কি কার্যপদ্ধতি? মোকদ্দমার শুনানী কাকে বলে? দৈনন্দিন কার্যতালিকায় আদালত চূড়ান্ত শুনানীর জন্য কতটি মামলা রাখতে পারে?
ইউটিউব ভিডিও - মামলা মুলতবি স্থগিতকরণ Adjournment চূড়ান্ত শুনানি Paremptory Hearing