- Get link
- X
- Other Apps
অবৈধ বাধা এবং অবৈধ আটক অবৈধ বাধা কাকে বলে? অবৈধ আটক বা অবরোধ কাকে বলে? অবৈধ বাধা এবং অবৈধ আটক এর মধ্যে মূল পার্থক্য কি? অবৈধ বাধা এবং অবৈধ আটকের শাস্তি কি? অপরাধমূলক বলপ্রয়োগ ও আক্রমণ সম্পর্কিত অপরাধ, বলপ্রয়োগ কাকে বলে? অপরাধমূলক বলপ্রয়োগ কাকে বলে? বলপ্রয়োগ এবং অপরাধমূলক বলপ্রয়োগের মধ্যে মূল পার্থক্য কি? আক্রমণ কাকে বলে? আক্রমণ এবং অপরাধমূলক বলপ্রয়োগের পার্থক্য কি? অপরাধমূলক বলপ্রয়োগ এবং আক্রমণের জন্য শাস্তির বিধান কি? অবৈধ বাধা এবং অবৈধ আটক [Wrongful Restraint and Wrongful Confinement] দণ্ডবিধির ৩৩৯ থেকে ৩৪৮ ধারা পর্যন্ত অবৈধ বাধা এবং অবৈধ আটক এবং উক্ত অপরাধের সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে। ৩৩৯ ধারায় অবৈধ বাধা এবং ৩৪০ ধারায় অবৈধ আটককে সংজ্ঞায়িত করা হয়েছে। অবৈধ বাধা [Wrongful Restraint] কাকে বলে? দন্ডবিধির ৩৩৯ ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে তার যে দিকে গমনের অধিকার রয়েছে, তাকে সেই দিকে গমনে স্বেচ্ছাকৃত বাধা দেওয়া হলে, তাকে অবৈধ বাধাদান করা হয়েছে বলে গণ্য হবে। তবে বেসরকারী স্থল বা জলপথে বাধা দানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাধা অবশ্যই স্বে...