Skip to main content

Posts

Showing posts from December 20, 2022

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Criminal Conspiracy অপরাধমূলক ষড়যন্ত্র কি?অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি

অপরাধমূলক ষড়যন্ত্র কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি? অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কি? ৩৪ ধারা ও ১২০ক এর মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি? রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ কি কি? অপরাধমূলক ষড়যন্ত্র [Criminal Conspiracy] অপরাধমূলক ষড়যন্ত্র কি? দণ্ডবিধির ১২০ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রকে [criminal conspiracy] কে সংজ্ঞায়িত করা হয়েছে। যখন দুই বা ততোধিক ব্যক্তি কোন অবৈধ কাজ করতে [To do an illegal act] বা কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে [to do a legal act by illegal means] সম্মত হয় তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি? ১. অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন দুই (২) বা ২ এর অধিক ব্যক্তি বা সদস্য থাকতে হবে। ২. যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটি সম্মতি [Agreement] থাকতে হবে। ৩. সম্মতি [Agreement] টি হতে হবে I. কোন অবৈধ কাজ করতে বা II. কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। অর্থাৎ দুই (২) ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়। এখা...