Skip to main content

Posts

Showing posts from November 18, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

দন্ডবিধিতে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ

দন্ডবিধিতে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে? দন্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন  শাস্তি কতিপয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি কি? কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ?   দণ্ড সম্পর্কিত [Of Punishment] [ধারা ৫৩] শাস্তি বা দণ্ডের প্রকারভেদ (Kinds of Punishment] ধারা ৫৩ থেকে ধারা ৭৫ ।  দন্ডবিধি  তে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে? দণ্ডবিধিতে ৫ প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে। ১. মৃত্যুদণ্ড [Death sentence] ২. যাবজ্জীবন কারাবাস [Imprisonment for Lifel ৩. কারাবাস [Imprisonment], যা হতে পারে ক) সশ্রম (Rigorous] বা খ) বিনাশ্রম [Simple) ৪. সম্পত্তি বাজেয়াপ্ত [Forfeiture of Property) ৫. অর্থদণ্ড [Fine] দন্ডবিধি তে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি বা দণ্ড কি? সর্বোচ্চ শাস্তি বা দণ্ড-মৃত্যুদণ্ড সর্বোচ্চ কারাবাস-২০ বছর সর্বনিম্ন কারাবাসের মেয়াদ-২৪ ঘন্টা পর্যন্ত বা জরিমানাসহ যার পরিমান ১০ টাকা পর্যন্ত বা উভয় [দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ ...