Skip to main content

Posts

Showing posts from November 17, 2022

Video Article Preposition Phrase Clause

অবৈধ লাভ ক্ষতি কাকে বলে ফৌজদারী অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় কাকে বলে

অবৈধ লাভ কাকে বলে? অবৈধ ক্ষতি কাকে বলে? ফৌজদারী অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় কাকে বলে? অভিন্ন অভিপ্রায় এবং যৌথদায় কি? ৩৪ ধারায় অভিন্ন অভিপ্রায় এবং যৌথদায় এর শর্তসমূহ কি কি? অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে যৌথ দায় কি? কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে যৌথ দায় কি? অপরাধমূলক কার্য সংঘটনে নিয়োজিত বা জড়িত থাকলে যৌথ দায় কি? সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি? একই অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায় মধ্যে পার্থক্য কি? অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি [Wrongful Gain & Wrongful Loss] দন্ডবিধির ২৩ ধারায় অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি সংজ্ঞায়িত করা হয়েছে। অবৈধ লাভ কাকে বলে? [What is Wrongful Gain?] অবৈধ লাভ অর্থ হলো বেআইনীভাবে এরুপ সম্পত্তি লাভ করা, যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোন আইনানুগ অধিকার নেই। যেমন ‘ক’ একটি ঘড়ি চুরি করলো। উক্ত ঘড়িতে চোর, ক-এর কোন আইনানুগ অধিকার নেই। সুতরাং ক সম্পত্তিটি অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে। অবৈধ ক্ষতি কাকে বলে? [What is Wrongful Loss?] : অবৈধ ক্ষতি হলো বেআইনীভাবে এমন সম্পত্তির ক্ষত