- Get link
- X
- Other Apps
জামিন কাকে বলে? জামিননামা বা জামিনের মুচলেকা কাকে বলে? জামিনদার কাকে বলে? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন। আগাম জামিন কাকে বলে? ফৌজদারি কার্যবিধির কোন কোন ধারায় আদালত আসামিকে জামিন দিতে পারে? কিভাবে জামিনের জন্য মুচলেকা নির্ধারণ করতে হয়? জামিন সংক্রান্ত বিধান [ধারা ৪৯৬ থেকে ৪৯৮] (Provisions as to Bail) জামিন কাকে বলে? ( What is Bail?) পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকেই জামিন বলে । জামিনের ২ ( দুটি ) শর্ত ১ . জামিননামা (bail bond) ২ . জামিনদার (Surety) জামিননামা বা জামিনের মুচলেকা কাকে বলে ? (What is bail bond?): জামিননামা হলো আদালতে রাখা একটি নির্ধারিত ফরম । যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয় সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে । আদালত বা পুলিশ জামিনের যে পরিমাণ অর্থ নির্ধারণ করে তা জামিননামায় উল্লেখ থাকে । জামিনদার কাকে বলে ? [Who is surety?): জামিনদার হলো ...