Skip to main content

Posts

Showing posts from October 2, 2022

ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ - নালিশি মামলা করার পদ্ধতি

ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ [Complaint to Magistrate]। নালিশকারীর জবানবন্দি। নালিশী মামলা [C.R. Case] কাকে বলে? কে নালিশ গ্রহণ করতে পারে? [ধারা ২০০] অভিযোগকারী বা নালিশকারীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করা [ Examination of Complainant]। যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই। [ধারা ২০২] প্রসেস ইস্যু স্থগিত করা (Postponement for issue of process)। [ধারা- ২০৩] নালিশ খারিজ (Dismissal of Complaint)। নালিশ খারিজ করতে ম্যাজিস্ট্রেট কি কি সকল বিষয় বিবেচনা করবে? নালিশ খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার। [ধারা ২০৪| প্রসেস ইস্যু করা [Issue of Process)। [ধারা ২০৪(৩)] প্রসেস ফি (সমন বা পরোয়ানা ফি) পরিশোধ না করার ফলাফল। নালিশ খারিজ হলে প্রতিকার। [ধারা ২০৫] অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। [ধারা ২০৫ঘ] একই অপরাধ বিষয়ে নালিশী মামলা ও পুলিশ তদন্ত চলতে থাকলে তখন যে পদ্ধতি অনুসরণ করা হয়। নালিশকারী বা অভিযুক্ত মারা গেলে তার ফলাফল। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ [Complaint to Magistrate] [ধারা ২০০-২০৩] নালিশকারীর জবানবন্দি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে, ম্যা...

কিভাবে একটি ফৌজদারী মামলা দায়ের করতে হয় ও পরবর্তী কার্যপদ্ধতি

ফৌজদারী মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি। থানায় পুলিশের নিকট মামলা দায়ের (ধারা ১৫৪ ও ১৫৫)। [ধারা-১৫৪] আমলযোগ্য মামলার সংবাদ [Information in Cognizable Cases ] । এজাহার দায়ের কি? প্রাথমিক তথ্য বিবরণী [FIR] কি? [ধারা ১৫৫] আমলঅযোগ্য মামলার সংবাদ [Information in Non-Cognizable Cases] । ফৌজদারী মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি যে কোন ব্যক্তি ২ টি উপায়ে ফৌজদারী মামলা দায়ের করতে পারে । তিনি কোন অপরাধ সংঘটন বিষয়ে থানায় পুলিশের নিকট সংবাদ প্রদান করতে পারে বা তিনি ম্যাজিস্ট্রেটের নিকট গিয়ে নালিশ দায়ের করতে পারে। থানায় পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে পুলিশ ১৫৪ ধারার পদ্ধতি অনুসরণ করে এবং আমলঅযোগ্য অপরাধের সংবাদ প্রদান করা হলে ১৫৫ ধারা অনুসরণ করে। অন্যদিকে কোন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আমলযোগ্য বা আমলঅযোগ্য উভয় অপরাধ বিষয়ে নালিশ দায়ের করতে পারে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ২০০ ধারার পদ্ধতি অনুসরণ করে। প্রকৃতপক্ষে পুলিশের নিকট অপরাধ সংঘটন বিষয়ে সংবাদ দেওয়া হোক বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হোক, চূড়ান্তভাবে ম্যাজিস্ট্রেটই ১৯০ ধারার অধীন অপরাধ...