- Get link
- X
- Other Apps
বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও পরবর্তী কার্যক্রম (ধারা ৫৪ থেকে ৫৭)। [ধারা ৬১] আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা। অভিযুক্তকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ ও প্রেরণের কারণ। ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে আটক বা রিমাণ্ড মঞ্জুর। ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ না হলে করনীয়: [ধারা ১৬৭(৫)]। বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও পরবর্তী কার্যক্রম (ধারা ৫৪ থেকে ৫৭) (Arrest without warrant ) বিনা পরওয়ানায় |without warrant) পুলিশ কোন ব্যক্তিকে কখন গ্রেফতার করতে পারে তা ফৌজদারি কার্যবিধির ৫৪, ৫৫ ও ৫৭ ধারায় বলা হয়েছে। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ও গ্রেফতার ওয়ারেন্ট ব্যতীত ৯ প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে । ৫৪ ধারায় পুলিশ নিম্নলিখিত ৯টি ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে- ১. যেকোনো ব্যক্তিকে I. যে আমলযোগ্য কোনো অপরাধের সাথে জড়িত বা II. যার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা III. উক্ত অপরাধের সাথে তার সংশ্লিষ্ট থাকার যুক্তিযুক্ত সন্দেহ থাকলে ২. আইনসঙ্গত কারণ ব্যতী...