- Get link
- X
- Other Apps
তামাদি আইন ১৯০৮। তামাদি আইনের প্রকৃতি। তামাদি আইন ধারা ১ - সংক্ষিপ্ত শিরোনাম পরিসীমা ও আরম্ভ। তামাদি আইন দ্বিতীয় অধ্যায়-মামলা আপিল এবং দরখাস্তের তামাদি। তামাদি আইন ধারা ৩ - তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ। তামাদি আইন ধারা ৪ - আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ শেষ হয়ে যায়। তামাদি আইন ধারা ৫ - কতিপয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধিকরণ। তামাদি আইন ধারা ৬ - বৈধ অপারগতা। উদাহরণ - বৈধ অপারগতা। তামাদি আইন ধারা ৭ - কতিপয় দরখাস্তকারির একজনের অপারগতা। তামাদি আইন ধারা ৮ - বিশেষ ব্যতিক্রম। তামাদি আইন ধারা ৯ - সময়ের অবিরাম চলন। তামাদি আইন ধারা ১০ - প্রকাশ্য ট্রাস্টী ও তাদের এজেন্টবৃন্দের প্রতিকূলে মামলা। তামাদি আইন ধারা ১১ - বৈদেশিক চুক্তির উপর মামলা। The Limitation Act 1908 Chapter I Preliminary তামাদি আইন ১৯০৮ (১৯০৮ এর ৯ নং আইন) প্রস্তাবনা দেওয়ানি মামলার সময় সম্পর্কিত আইন একত্রিতকরণ এবং সংশোধন করার ও অপরাপর লক্ষ্যে প্রণীত আইন। যেহেতু দেওয়ানি মামলা, আপিল এবং আদালতে কতিপয় আবেদনের তামাদি সম্পর্কিত আইন সংহত এবং সংশোধন করা প্রয়োজন এবং সমীচীন; ও যেহেতু দখ