Skip to main content

Posts

Showing posts from April 18, 2022

Loss of Banking Company Property ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি প্রতারণার শাস্তি

Of the Loss of Property of Banking Company ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি বিষয়ক ধারা ৪৬২ক ব্যাংক অফিসার ও কর্মচারিদের অবহেলাজনিত আচরণের জন্য শাস্তি কোন লােক যদি, ব্যাংক কোম্পানীর অফিসার; বা কর্মচারি হয়ে ঐ ব্যাংক কোম্পানীর কোন গ্রাহকের সঙ্গে বা অপর কোন লােকের সঙ্গে ব্যাংকিং লেনদেনের সময় অবহেলাজনিত আচরণের কারণে কোম্পানীর ক্ষতিসাধন করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে। ধারা ৪৬২খ ব্যাংক কোম্পানীর সঙ্গে প্রতারণার শাস্তি কোন লােক যদি, ব্যাংকিং কোম্পানীর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রতারণামূলকভাবে কোন ফায়দা উসুল করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যা : ৪৬২ক এই ধারায় ব্যাংকিং কোম্পানী বলতে বুঝাবে- ক) ১৯৬২ সালের (৬২ নম্বর) ব্যাংকিং কোম্পানী অধ্যাদেশ এর ৫-(গ) ধারার সংজ্ঞা মােতাবেক কোন ব্যাংকিং কোম্পানী। খ) ১৯৭২ সালের (পি,ও ২৬/১৯৭২) বাংলাদেশ ব্যাংক (রাষ্ট্রায়ত্ত) আদেশ মােতাবেক গঠিত কোন ব্যাংক। গ) ১৯৭২ সা...

অপরাধমূলক অনধিকার প্রবেশ গৃহপ্রবেশ শাস্তি ফৌজদারী কার্যবিধি আইন

Of Criminal Trespass অপরাধমূলক অনধিকার প্রবেশ বিষয়ক ধারা ৪৪১ অপরাধমূলক অনধিকার প্রবেশ কোন লােক যদি, অপর কোন লােকের দখলভূক্ত কোন সম্পত্তিতে বা সম্পত্তির উপর কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বা এরূপ সম্পত্তির দখলকার কোন লােককে ভীতিপ্রদর্শন, অপমান বা বিরক্তি করার উদ্দেশ্যে প্রবেশ করে, অথবা আইনবলে এরূপ সম্পত্তিতে সম্পত্তির উপর প্রবেশ করে, তদ্বারা এরূপ কোন লােককে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে বা কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বেআইনীভাবে তথায় অবস্থান করে, সে লােক অপরাধজনক অনধিকার প্রবেশ করেছে বলে পরিগণিত হবে। ধারা ৪৪২ অনধিকার গৃহপ্রবেশ কোন লােক যদি, মনুষ্য বসবাস স্থান হিসেবে ব্যবহৃত যে কোন গৃহে, তাঁবু বা জলযান, বা উপাসনা স্থান হিসেবে বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত যে কোন গৃহে প্রবেশ করে বা অবস্থান করে অপরাধজনক অনধিকার প্রবেশ করে তা হলে সে লােক অনধিকার প্রবেশ করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যাঃ অপরাধমূলক অনধিকার প্রবেশকারির দেহের কোন অংশের প্রবেশই গৃহে অনধিকার প্রবেশ অপরাধ প্রতিদানের পক্ষে যথেষ্ট। ধারা ৪৪৩ সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ কোন লােক যদি, এরূপ সতর্কতা অবলম্বনপূর্বক...

প্রতারণামূলক দলিলগুলো সম্পত্তি বেদখল অনিষ্ট সাধন

 Of Fraudulent Deeds and Dispositions of Property প্রতারণামূলক দলিলগুলো ও সম্পত্তি বেদখল বিষয়ক ধারা ৪২১ পাওয়াদারদের ভিতর বণ্টন করার ইচ্ছায় অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা গােপনকরণ কোন লােক যদি, তার পাওনাদারগণের বা অপর কোন লােকের পাওনাদারগণের ভিতর কোন সম্পত্তির আইনবলে বন্টন করার উদ্দেশ্যে বা সে এরূপ নেওয়ারণ করতে পারে জেনে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোন সম্পত্তি অপসারণ করে, লুকিয়ে রাখে বা কোন লােকের কাছে সমর্পণ করে বা যথপােযুক্ত মূল্য গ্রহণ ছাড়া কোন লােকের কাছে হস্তান্তর করে বা করায় তা হলে সে ল ক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ধারা ৪২২ অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে পাওনাদারদের অর্থ প্রাপ্তি নিরােধ করা কোন লােক যদি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে তার নিজের বা অপর কোন লােকের প্রাপ্য ঋণ বা দাবি আইনবলে তার বা ঐ অপর লােকের ঋণ পরিশােধ করার জন্য সুলভ হবার সম্পর্কে বাধার উদ্ভব করে তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডেযার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার ...