Skip to main content

Posts

Showing posts from April 17, 2022

Video Article Preposition Phrase Clause

Cheating প্রতারণা বিষয়ক প্রতারণার শাস্তি ফৌজদারি কার্যবিধি আইন

 Of Cheating প্রতারণা বিষয়ক ধারা ৪১৫ প্রতারণা কোন লােক যদি, কোন লােককে ছলনা করে প্রবঞ্চনামূলকভাবে বা অসাধুভাবে ছলনা দিয়ে কোন লােকের কাছে কোন সম্পত্তি সমর্পণ করতে বা কোন লােকের কোন সম্পত্তি সংরক্ষণের সম্পর্কে সম্মতি দান করতে‌ প্ররােচিত করে, বা ইচ্ছাকৃতভাবে এরূপ ছলনা দেয় লােককে এরূপ কোন কার্য করতে বা এটা করা হতে বিরত থাকতে প্রবৃত্ত করে যে, সে কার্য অনুরূপভাবে ছলনা দেয় না হলে করিত না বা এটা করা হতে বিরত থাকিত না বরং যে কার্য বা বিরতি ঐ লােকের দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করে বা করার আশংকা রয়েছে, তা হলে সে লােক প্রতারণা করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যাঃ অসাধুভাবে তথ্য গােপনকরণ এই ধারার তাৎপর্যধীনে ছলনা বলে পরিগণিত হবে। উদাহরণ প্রতারণা ক) ক সিভিল সার্ভিসের সদস্য বলে মিথ্যাভাবে ভান করে ইচ্ছাকৃতভাবে গ-কে বঞ্চনা করে ও এরূপ তাকে ধারে মাল দেওয়ার জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। তার ঐ মালের মূল্য প্রদানের অভিপ্রায় নেই। ক প্রতারণা করেছে। খ) ক একটি দ্রব্যে নকল মার্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে গ-কে ফাঁকি দেয় যেন সে এই দ্রব্য কোন বিশেষ বিখ্যাত প্রস্তুতকারক দ্বারা তৈরী বলে বিশ্ব

অসাধুভাবে চোরাই মাল গ্রহণ বিষয়ক অপরাধ

Of the Receiving of Stolen Property চোরাই মাল গ্রহণ বিষয়ক ধারা ৪১০ চোরাইমাল যে সম্পত্তি দখল, চুরি বা বলপূর্বক গ্রহণ বা দস্যুতা সংঘটনের কারণে হস্তান্তরিত‌ হয়েছে ও যে সম্পত্তি অপরাধজনকভাবে তছরূপ বা আত্মসাৎ করা হয়েছে, বা যে সম্পত্তি বিষয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করা হয়েছে, সে সম্পত্তি, ঐরূপ হস্তান্তর, তছরূপকরণ, বিশ্বাসভঙ্গকরণ বাংলাদেশের ভিতরে বা বাইরে যেখানেই হােক না কেন “চোরাইমাল” বলে পরিগণিত হবে। কিন্তু যদি এরূপ মাল উত্তরকালে এমন কোন লােকের দখলে আসে যে আইনত এটা দখল করার অধিকারি, তা হলে এটা আর চোরাইমাল বলে পরিগণিত হবে না। ধারা ৪১১ অসাধুভাবে চোরাইমাল গ্রহণ করা কোন লােক যদি কোন মাল চোরাই বলে জ্ঞাত হয়ে ৰা এটা চোরাই মাল বলে বিশ্বাস করার কারণ থাকার পরও ঐ চোরাইমাল অসাধুভাবে গ্রহণ বা রক্ষণ করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ধারা ৪১২ ডাকাতির মাধ্যমে অপহৃত মাল অসাধুভাবে গ্রহণ করা কোন লােক যদি এরূপ কোন চোরাইমাল অসাধুভাবে গ্রহণ বা সংরক্ষণ করে, যার দখল ডাকাতির সাহায্যে হস্তান্তরিত হয়েছে বলে সে জ্ঞাত

অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ অপরাধজনক বিশ্বাসভঙ্গ

 Of Criminal Misappropriation of Property অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ বিষয়ক ধারা ৪০৩ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কোন লােক যদি অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ড-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। উদাহরণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ক) ক সরল বিশ্বাসে গ-র সম্পত্তি গ-র দখল হতে নিয়ে যায়। এটা নিয়ে যাওয়ার সময় সে বিশ্বাস করে যে, ঐ সম্পত্তি তারই। ক চুরির অপরাধে অপরাধি নয়; কিন্তু ক তার বিচ্যুতি বুঝতে পারার পর অসাধুভাবে ঐ সম্পত্তি তার নিজস্ব ব্যবহার পরিণত করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি। খ) গ-র সঙ্গে ক-র বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দরুণ ক গ-র অবর্তমানে গ-র লাইব্রেরীতে যায় ও গ-র স্পষ্ট বিনা সম্মতিতে একটি বই নিয়ে যায়। এইক্ষেত্রে যদি ক-র এরূপ ধারণা হয়ে থাকে যে, তার ঐ বইটি পড়িবার লক্ষ্যে নিয়ে যাবার জন্য গ-র পরােক্ষ সম্মতি ছিল,‌তবে চুরি করে নাই। কিন্তু পরে ক বইটি তার নিজের উপকারার্থে বিক্রয় করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি । গ) ক ও খ এক

দস্যুতা ডাকাতি দস্যুতা শাস্তি ডাকাতির শাস্তি

Of Robbery and Dacoity দস্যুতা ও ডাকাতি বিষয়ক ধারা ৩৯০ দস্যুতা প্রত্যেক দস্যুতায় হয় চুরি, না হয় বলপূর্বক গ্রহণ রয়েছে। যেক্ষেত্রে চুরি দস্যুতা বলে পরিগণিত হয় যদি চুরি করার ইচ্ছায় বা চুরি করতে, বা চুরিতে লব্ধ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে, অপরাধকারি তদুদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে কোন লােকের মৃত্যু ঘটায় বা তাকে আঘাত দান করে, তাকে অবৈধভাবে আটক করে বা করার উদ্যোগ গ্রহণ করে, বা তাকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভয়ে অভিভূত করে বা অভিভূত করার উদ্যোগ গ্রহণ করে, তা হলে ঐ চুরি দস্যুতার সামিল হবে।  যেক্ষেত্রে বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে পরিগণিত হবে বলপূর্বক গ্রহণকালে অপরাধকারি লােক ভীতি প্রদর্শিত লােকের সম্মুখে উপস্থিত থাকলে ও ঐ লােক বা অপর কোন লােককে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অবরােধের ভয়ে অভিভূত করে বলপূর্বক গ্রহণ করলে ও অনুরূপভাবে ভয়ে অভিভূত করে এরূপ ভীতি প্রদর্শিত লােককে তৎক্ষণাৎ বলপূর্বক গৃহীত বস্তু সমর্পণ করতে বাধ্য করলে ঐ বলপূর্বক গ্রহণ “দস্যুতা”-এর সামিল হবে। ব্যাখ্যা অপরাধি অপর লােককে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা

সম্পত্তির বিরুদ্ধে অপরাধ বিষয়ক চুরি ও বলপূর্বক গ্রহণ

Chapter Seventeen - Of Offences Against Property সপ্তদশ অধ্যায়- সম্পত্তির বিরুদ্ধে অপরাধ বিষয়ক চুরি ও বলপূর্বক গ্রহণ ধারা ৩৭৮ চুরি কোন লােক যদি, কারাে দখল হতে কোন অস্থাবর সম্পত্তি তার বিনা সম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার ইচ্ছায় ঐ সম্পত্তি এরূপ গ্রহণের উদ্দেশ্যে স্থানান্তর করে, তা হলে সে লােক চুরি করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যা-১ কোন বস্তু অস্থাবর সম্পত্তি ছাড়াই যে পর্যন্ত মাটির সঙ্গে যুক্ত থাকে, সে পর্যন্ত চুরির বিষয়বস্তু বলে পরিগণিত হবে না; কিন্তু মাটি হতে বিচ্ছিন্নের সঙ্গে সাথে এটা চুরির বিষয়বস্তু হবার যােগ্য পরিগণিত হবে। ব্যাখ্যা-২ সে একই কার্য যা ঐ বিচ্ছিন্নতা ঘটায় তার সাহায্যকৃত স্থানান্তরকরণ চুরি বলে পরিগণিত হতে পারবে। ব্যাখ্যা-৩ কোন লােক যদি কোন বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করে বা তাকে অপর কোন বস্তু হতে বিচ্ছিন্ন করে ও বাস্তবিকভাবে এটা স্থানান্তর করে, তা হলে ঐ বস্তু স্থানান্তর করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যা-৪ যে লােক কোন উপায়ে কোন জন্তুকে হাঁটায়, সে লােক সে জন্তুকে ও অনুরূপভাবে সৃষ্ট গতির কারণে ঐ জন্তু দ্বারা স্থানান্তরিত প্রতিটি বস্তুকে স্থানান্তর করে বলে পরিগণিত হবে

নারী ধর্ষণ বিষয়ক অপরাধ অস্বাভাবিক অপরাধগুলোর বিষয়ক বিধান

Of Rape নারী ধর্ষণ বিষয়ক, অস্বাভাবিক অপরাধগুলোর বিষয়ক ধারা ৩৭৫ নারী ধর্ষণ কোন লােক যদি, অতপর উল্লেখিত ক্ষেত্র ছাড়া নিম্নোক্ত পাঁচ রকম বর্ণনাধীন যে কোন অবস্থায় কোন স্ত্রীলােকের সঙ্গে যৌন-সহবাস করে, সে লােক “নারী ধর্ষণ" করেছে বলে পরিগণিত হবে- প্রথমতঃ স্ত্রীলােকটির ইচ্ছার বিরুদ্ধে। দ্বিতীয়তঃ স্ত্রীলােকটির বিনা সম্মতিতে । তৃতীয়তঃ স্ত্রীলােকটির সম্মতি অনুযায়িই, যখন মৃত্যু বা আঘাতের ভয়ে অভিভূত করে স্ত্রীলােকটির সম্মতি আদায় করা হলে। চতুর্থতঃ স্ত্রীলােকটির সম্মতি অনুযায়ি, যখন পুরুষটি জানে যে, সে তার স্বামী নন ও সে (স্ত্রীলােকটি) এই বিশ্বাসে সম্মতি দান করে যে, যে সে (পুরুষটি) এমন কোন লােক যার সঙ্গে সে আইনত বিবাহিত বা সে নিজেকে তার সঙ্গে আইনত বিবাহিত বলে বিশ্বাস করে। পঞ্চমতঃ স্ত্রীলােকটির সম্মতিসহ বা সম্মতি ব্যতীত, যখন স্ত্রীলােকটির বয়স চৌদ্দ বৎসরের নিম্ন হয়। ব্যাখ্যা, ধর্ষণের অপরাধের জন্য আবশ্যকীয় যৌনসঙ্গমের জন্য যৌনাঙ্গ প্রবিষ্ট করাই যথার্থ পরিগণিত হবে। ব্যতিক্রম. কোন পুরুষ দ্বারা তার স্ত্রীর সঙ্গে যৌন-সহবাস-যদি স্ত্রীর বয়স তের বৎসরের নিম্ন না হয়, তা হলে নারী ধর্ষণ বলে পরিগ

মনুষ্যহরণ অপহরণ দাসত্ব ও জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত আইন

Of Kidnapping, Abduction Slavery and forced Labour মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব ও জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত ধারা ৩৫৯ লােক অপহরণ লােক অপহরণ দুই প্রকারের: বাংলাদেশ থেকে লোক অপহরণ ও আইনানুগ অভিভাবকত্ব হতে লােক অপহরণ। ধারা ৩৬০ বাংলাদেশ থেকে লোক অপহরণ যদি কেউ, কোন লােককে ঐ লােক বা ঐ লােকের পক্ষে সম্মতি প্রদানের জন্য আইনানুগ ক্ষমতাপ্রদত্ত কোন লােকের বিনা সম্মতিতে বাংলাদেশের সীমানার বাইরে বহন করে নেয়, তা হলে সে লােক ঐ লােককে বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে পরিগণিত হবে। ধারা ৩৬১ আইনানুগ অভিভাবকত্ব হতে লােক অপহরণ কোন লােক যদি, পুরুষের ক্ষেত্রে চৌদ্দ বৎসরের নিম্ন বয়স্ক, বা নারীর ক্ষেত্রে ষােল বৎসরের নিম্ন বয়স্ক কোন নাবালক বা কোন বিকৃত মস্তিষ্কসম্পন্ন লােকের আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান হতে, এরূপ অভিভাবকের বিনা সম্মতিতে বা প্রলুব্ধ করে নিয়ে যায়, তা হলে সে লােক এরূপ নাবালক বা নাবালিকা বিকৃত মস্তিষ্কসম্পন্ন লােককে আইনানুগ অভিভাবকত্ব হতে অপহরণ করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যা, এই ধারায় “আইনানুগ অভিভাবক ” শব্দগুলােতে এরূপ নাবালক বা অপর কোন লােকের আইনানুগ তত্ত্বাবধান বা রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত য

অপরাধজনক বলপ্রয়ােগ ও আক্রমণ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধি আইন

Of Criminal Force and Assault অপরাধজনক বলপ্রয়ােগ ও আক্রমণ সম্পর্কিত ধারা ৩৪৯ বলপ্রয়ােগ কোন লােক অপর কোন লােকের প্রতি বলপ্রয়ােগ করেছে বলে কথিত হবে, যদি সে ঐ অপর লােককে গতি সঞ্চার করায় বা তার গতি পরিবর্তন করায় বা তার গতি স্তব্ধ করায়, বা যদি সে কোন বস্তুকে এরূপ গতি সঞ্চার করায় বা তার গতি পরিবর্তন করায় বা তার গতি স্তব্ধ করায় যে ঐ বস্তু ঐ অপর লােকের শরীরের যে কোন অংশ বা ঐ অপর লােক দ্বারা পরিহিত বা বাহিত অপর কিছুর সংস্পর্শে আসে বা এরূপ অবস্থিত অপর কিছুর সংস্পর্শে আসে যাতে এরূপ সংস্পর্শে ঐ অপর লােকের অনুভূতিকে প্রভাবিত করে। তবে শর্ত হল যে, গতি উদ্ভবকারি বা গতি পরিবর্তনকরি বা গতি স্তব্ধকারি লােককে অতঃপর উল্লেখিত তিন রকমের এক রকমে ঐ গতি সৃষ্টি, গতি পরিবর্তন বা গতি শুদ্ধ করতে হবে; প্রথমতঃ তার নিজ দৈহিক শক্তিতে। দ্বিতীয়তঃ যে কোন বস্তুর এরূপ ব্যবহার করা হয় যাতে ঐ লােকের বা অপর কোন লােকের পক্ষে অধিকতর কোন কার্য ব্যতীতই ঐ গতি বা ঐ গতির পরিবর্তন বা বিরতি সাধিত হয় । তৃতীয়তঃ যে কোন পশুকে চালিত করতে, এর গতি পরিবর্তন করতে বা চলা হতে বিরত হতে প্রবৃত্ত করে। ধারা ৩৫০ অপরাধজনক বলপ্রয়ােগ কোন লা