Skip to main content

Posts

Showing posts from April 16, 2022

অবৈধ বাধা অবরোধ ফৌজদারী কার্যবিধি আইন

Of wrongful restraint and wrongful  confinement অবৈধ বাধা, অবৈধ অবরোধ  ধারা ৩৩৯ অবৈধ বাধা যদি কেউ, কোন লােককে তার যে দিকে যাবার কর্তৃত্ব রয়েছে, সে দিকে যেতে নিবৃত করার জন্য ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে, তা হলে সে লোক ঐ লােককে অবৈধভাবে‌ বাধা দান করেছে বলে পরিগণিত হবে। ব্যতিক্রম, কোন লােক যদি স্থল বা জলপথে কোন বেসরকারি পথে বাধা দেওয়ার আইনসম্মত কর্তৃত্ব তার আছে বলে সরল মনে বিশ্বাস করে ঐ পথে কাউকে যেতে প্রতিবন্ধকতা উদ্ভব করে, তা হলে তার এমন কার্য এই ধারার তাৎপর্যাধীনে অপরাধ বলে পরিগণিত হবে না। উদাহরণ ক এরূপ একটি রাস্তায় বাধার উদ্ভব করে, যে রাস্তা দিয়ে যাবার আইনসম্মত কর্তৃত্ত্ব গ-র রয়েছে। ক সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে, তার ঐ পথ বদ্ধ করার কর্তৃত্ত্ব রয়েছে তদ্বারা গ রাস্তা দিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়। ক, গ-কে অবৈধভাবে বাধা দান করেছে বলে পরিগণিত হবে। ধারা ৩৪০ অবৈধ অবরোধ যদি কেউ, কোন লোককে কোন নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিবৃত্ত করার জন্য অবৈধভাবে বাধা দান করে, তাহলে সে লোক ওই লোককে অবৈধভাবে অবরোধ করেছে বলে পরিগণিত হবে। উদাহরণ ক) ক, গ-কে একটি দেয়াল ঘেরা জায়গায়...

আঘাত গুরুতর আঘাত কাকে বলে শাস্তি কি

 Of Hurt আঘাত সম্পর্কিত ধারা ৩১৯ আঘাত Hurt কোন লােক যদি অপর কোন লােকের দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য ঘটায়, তা হলে সে লােক আঘাত দান করেছে বলে পরিগণিত হবে। ধারা ৩২০ গুরুতর আঘাত Grevious Hurt কেবল নিম্নে উল্লেখিত যে কোনগুলাের আঘাতই “গুরুতর আঘাত” বলে পরিগণিত হবে- প্রথমতঃ পুরুষত্বহানি ঘটানাে দ্বিতীয়তঃ স্থায়ীভাবে যে কোন চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা। তৃতীয়তঃ স্থায়ীভাবে যে কোন কানের শ্রুতিশক্তি নষ্ট করা। চতুর্থতঃ যে কোন অঙ্গ বা গ্রন্থি অনিষ্টসাধন করা। পঞ্চমতঃ যে কোন অঙ্গ বা গ্রন্থির শক্তিগুলাের ধ্বংস করা বা স্থায়ী ক্ষতিসাধন করা। ষষ্ঠঃ মস্তক বা মুখমণ্ডলের স্থায়ীভাবে বিকৃতি করা। সপ্তমতঃ কোন অস্থি বা দন্ত ভগ্ন বা গ্রন্থিচ্যুত করা। অষ্টমতঃ যে আঘাত জীবন বিপন্ন করে বা আঘাতপ্রাপ্ত লােককে বিশ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দান করে বা তাকে তার সাধারণ কার্য কর্ম করতে অসমর্থ করে। ধারা ৩২১ ইচ্ছাকৃতভাবে আঘাত করা কোন লােক যদি কোন কার্যের মাধ্যমে কোন লােককে আঘাত করার ইচ্ছায় বা তাদ্বারা কোন লােককে আঘাত করার আশংকা আছে জেনে এরূপ কার্য করে ও তাদ্বারা কোন লােককে আঘাত দান করে সে লােক ইচ্ছাকৃতভাবে...