Skip to main content

Posts

Showing posts from April 15, 2022

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Homicide Murder জীবন ক্ষুন্নকারি অপরাধগুলোর সম্পর্কিত শাস্তিযােগ্য নরহত্যা

Chapter Sixteen - Of Offences Affecting the Human Body ষোড়শ অধ্যায়-মানবদেহ বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত Of Offences Affecting Life -জীবন ক্ষুন্নকারি অপরাধগুলোর সম্পর্কিত ধারা ২৯৯ শাস্তিযােগ্য নরহত্যা কোন লােক যদি কোন কার্যের সাহায্যে মৃত্যু ঘটানাের লক্ষ্য নিয়ে মৃত্যু ঘটায় বা দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে, তেমন দৈহিক জখম ঘটানাের লক্ষ্য নিয়ে কৃত কোন কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায় বা যে কার্য মৃত্যু ঘটাতে পারে বলে সে জ্ঞাত আছে, সে কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, তা হলে সে লােক শাস্তিযােগ্য নরহত্যার অপরাধ অনুষ্ঠান করেছে বলে পরিগণিত হবে। উদাহরণগুলো ক) ক কোন কুপের মুখে কাদণ্ডাদি ও ঘাসের ফরাস পাতে এই উদ্দেশ্যে যে, তাতে মৃত্যু ঘটতে পারে বা তাতে যে মৃত্যু ঘটতে পারে, তা জ্ঞাত হয়েও সে তা করে। খ ঐ স্থান মজবুত্র বলে বিশ্বাস করে এর উপর দিয়ে চলতে থাকে ও এর ভিতর পড়ে যায় ও‌ নিহত হয়। ক শাস্তিযােগ্য নরহত্যার অপরাধ করেছে। খ) ক একটি ঝোপের আড়ালে গ আছে বলে জ্ঞাত আছে। খ এটা জানে না। ক গ-র মৃত্যু ঘটায় ইচ্ছায় বা এতে গ-র মৃত্যু ঘটিবার আশংকা আছে জেনে খ-কে ঐ ঝোপের প্রতি গুলি ছুড়ার জন্য প্রবৃত্ত করে। খ গুলি ...

উপাসনালয়ের ক্ষতিসাধন করা বা অপবিত্র করার অপরাধ

Chapter Fifteen - of Offences Relating to Religion ধারা-২৯৫ যে কোন শ্রেণি বিশেষের ধর্মবােধে অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতিসাধন করা বা অপবিত্র করা যে লােক এরূপ ইচ্ছায় বা এরূপ অবগতি সহকারে জনগণের যে কোন উপাসনালয়‌ বা ঐ যে কোন ব্যক্তিবর্গ দ্বারা পবিত্র বলে পরিগণিত কোন বস্তু বিনষ্ট করে, ক্ষতিগ্রস্ত করে বা অপবিত্র করে যে, তাদ্বারা সে জনগণের যে কোন ধর্মের প্রতীক অবমাননা করবে বা জনগণের যে কোন এরূপ বিনষ্টকরণ, ক্ষতিসাধন বা অপবিত্রকরণকে তাদের ধর্মের প্রতি অবমাননা বলে বিবেচনা করার আশংকা আছে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা-২৯৫ক - যে কোন শ্রেণি বিশেষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে ঐ যে কোনর ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বিদ্বেষাত্মক কার্যগুলাে যে লােক, বাংলাদেশের নাগরিকবৃন্দের যে কোন ধর্মীয় অনুভূতিতে কঠোর অপমানিত করার ইচ্ছায় স্বেচ্ছাকৃত ও বিদ্বেষাত্মকভাবে উচ্চারিত বা লিখিত শব্দগুলাের সাহায্যে বা দৃশ্যমান কোন বস্তুর সাহায্যে এরূপ যে কোন ধর্ম বা ...

জনস্বাস্থ্য নিরাপত্তা সুবিধা কালিনতা ও নৈতিকতা বিষয়ক অপরাধ

Chapter Fourteen - Of Offences Affecting the Public Health, Safety, Convenience, Decency and Morals চতুর্দশ অধ্যায় -জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, কালিনতা ও নৈতিকতা বিষয়ক অপরাধ সম্পর্কিত ধারা ২৬৮ গণ-উপদ্রব যে লােক, এমন কোন কার্য করে বা এমন কোন বেআইনি বিচ্যুতির অপরাধে অপরাধি হয়, যা নিকটবর্তী অধিবাসী বসবাসকারি সম্পত্তির ব্যবহারকারি বা জনসাধারণ বা সাধারণভাবে জনগণের কোন সাধারণ ক্ষতি, বিপদাশংকা বা বিরক্তি উৎপাদন হয়, বা যা অনিবার্যভাবে যে জনগণ কোন কর্তৃত্ত্ব ব্যবহার করার সুযােগ অর্জন করতে পারে, সে জনগণের ক্ষতিসাধন, ব্যাঘাত, বিপদাশংকা বা বিরক্তি উদ্ভব করবে, সে লােক গণউপদ্রব্যের অপরাধে অপরাধি বলে সাব্যস্ত হবে। কিছু সুবিধা বা সুযােগ উদ্ভব করার অজুহাতে কোন সাধারণ উপদ্রব ক্ষমা করা যেতে পারে না। ধারা ২৬৯ অবহেলামূলক কার্য যার মাধ্যমে জীবন বিপন্নকারি রােগের সংক্রমণ বিস্তার করার আশংকা রয়েছে যে লােক, বেআইনিভাবে ও অবহেলামূলকভাবে এমন কোন কার্য করে, যার মাধ্যমে জীবন বিপন্নকারি কোন রােগের সংক্রমণ বিস্তার করার আশংকা আছে ও যার মাধ্যমে জীবন বিপন্নকারি রােগের সংক্রমণ বিস্তার করতে পারে জানা সত্ত্বেও বা...

ওজন ও মাপকাঠি বিষয়ক অপরাধ

Chapter Thirteen -Of Offences Relating to Weights and Measures ত্রয়ােদশ অধ্যায় -ওজন ও মাপকাঠি বিষয়ক অপরাধ সম্পর্কে ধারা-২৬৪ ওজনের জন্য মিথ্যা যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার যে লােক, ওজনের জন্য প্রতারণামূলকভাবে এমন কোন যন্ত্র ব্যবহার করে, যা সে মিথ্যা বলে জানে সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা ২৬৫ মিথ্যা ওজন বা মাপকাঠির প্রতারণামূলক ব্যবহার যে লােক প্রতারণামূলকভাবে কোন মিথ্যা ওজন বা দৈর্ঘ্য বা ধারণশক্তি মাপ ব্যবহার করে বা প্রতারণামূলকভাবে কোন ওজন বা দৈর্ঘ্য বা পরিমাণের মাপকাঠিকে এটা যে ওজন বা মাপকাঠি তা হতে ভিন্ন বাটখারা বা মাপকাঠি হিসেবে ব্যবহার করে সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা ২৬৬ মিথ্যা ওজন বা মাপ রাখা যে লােক, ওজন করার যে কোন যন্ত্র বা কোন ওজন, পরিমাণ যন্ত্র বা দৈর্ঘ্য ও পরিমাণের যে কোন মাপকাঠি অসত্য বলে জেনে এই উদ্দেশ্যে দখলে রাখে যে, এটা প্রতারণামূলকভাবে ব্যবহৃত হতে পারে, সে লোক যেকো...