Skip to main content

Posts

Showing posts from April 14, 2022

Video Article Preposition Phrase Clause

মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত অপরাধ

Chapter Twelve - Of Offences Relating to Coin and Government Stamps দ্বাদশ অধ্যায় - মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত ধারা ২৩০ মুদ্রা-এর সংজ্ঞা আপাতত অর্থ হিসেবে ব্যবহৃত ও যা এরূপ ব্যবহারের জন্য কোন রাষ্ট্রে বা সার্বভৌম শক্তির কর্তৃত্ববলে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতব দ্রব্যকে মূদ্রা বলা হয়। বাংলাদেশের মুদ্রা: বাংলাদেশের মুদ্রা হচ্ছে অর্থ হিসেবে ব্যবহৃত হবার জন্য বাংলাদেশ সরকারের ক্ষমতাবলে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতু ও যে ধাতু অনুরূপভাবে স্ট্যাম্পযুক্ত ও ইস্যু করা হয়েছে, তা অর্থ হিসেবে এর ব্যবহার বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও এই অধ্যায়ের উদ্দেশ্যে বাংলাদেশী মুদ্রা বলে ব্যবহৃত হবে। উদাহরণ ক) কড়িগুলাে মুদ্রা নয়। হ) স্ট্যাম্পবিহীন এমন তাম্রপিন্ডগুলাে অর্থ হিসেবে ব্যবহৃত হয়ে থাকলেও মুদ্রা খ) মেডেল মুদ্রা নয়, কেননা এটা অর্থ হিসেবে ব্যবহৃত হবার জন্য অভীষ্ট নয়। ঘ) কোম্পানির টাকা বলে অংকিত মুদ্রা বাংলাদেশের মুদ্রা নামে পরিগণিত হবে। ৪) "ফারুখাবাদ” টাকা যা পূর্বে ভারত সরকারের ক্ষমতাধীনে অর্থ হিসেবে ব্যবহৃত হত-বাংলাদেশ মুদ্রা, তা যদিও এটা আজও অনুরূপভাবে ব্যবহৃত

False evidence মিথ্যা সাক্ষ্য দান ও গণ বিচারের বিপক্ষে অপরাধ

Chapter Eleven - Of False evidence and Offences Against Public Justice একাদশ অধ্যায় - মিথ্যা সাক্ষ্য দান ও গণ বিচারের বিপক্ষে অপরাধগুলো প্রসঙ্গে ধারা ১৯১ মিথ্যা সাক্ষ্যদান যে লােক সত্য বলার জন্য শপথক্রমে বা আইনের প্রকাশ্য বিধানবলে আইনত বাধ্য হয়ে বা কোন বিষয়ে কোন ঘােষণা করার জন্য আইনবলে বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দেয়, যা মিথ্যা ও যা সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে বা সত্য বলে বিশ্বাস করেনা, সে লােক মিথ্যা সাক্ষ্য দেয় বলে কথিত হয়। ব্যাখ্যা ১: কোন উক্তি বা বিবৃতি মৌখিকভাবে বা প্রকারান্তরে, যেভাবেই দেওয়া হােক এই ধারার তাৎপর্যাধীন হবে। ব্যাখ্যা ২: সত্যতা নিরূপনকারি লােকের বিশ্বাস বিষয়ক মিথ্যা বিবৃতি এই ধারার তাৎপর্যাধীন হবে ও এই বলে বিবৃতি প্রদানকারি লােক, যে বলে যে, সে এমন কোন বস্তুতে বিশ্বাস করে যা সে বিশ্বাস করে না ও এরূপ বিবৃতি প্রদানকারি লােক, যে বলে যে, সে এমন কোন বিষয় জানে, যা সে জানে না, মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য অপরাধি বলে পরিগণিত হবে। উদাহরণ (ক) য খ-র বিরুদ্ধে এক হাজার টাকার জন্য খ-র একটি ন্যায্য দাবির সমর্থনে, এক বিচারে এই বলে মিথ্যাভাবে শপথ করে বলে যে, সে য-কে খ-র